![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মদ খাওয়ার সময় আমি কোন রিস্ক নিই না।
অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে।
রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে।
আমি চুপিচুপি ঘরে ঢুকে পড়লাম।
কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম।
নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন।
কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায় নি।
কারণ আমি কোন রিস্ক নিই না।
সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম
আর টক করে এক পেগ গিলে ফেললাম।
গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম
হা, বোতল টাও আলমারি তে রেখে দিলাম।
নেতাজি মুচকি হাসলেন।
রান্নাঘরে উঁকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে।
কেউ কিছু টের পায় নি।
কারণ আমি কোন রিস্ক নিই না।
গিন্নি কে জিগেস করলাম: সমীরের মেয়ের বিয়ের কিছু হলো ?
গিন্নি : নাহ, মেয়েটার ভাগ্য টাই খারাপ। এখনো পাত্র দেখছে।
আমি আবার ঘরে গেলাম, আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো।
তেমন কিছু নয় অবশ্যি।
বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি।
সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম।
বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম। আর গ্লাস টা আলমারি তে।
এখন পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারে নি
কারণ আমি কোন রিস্ক নিই না।
বাইরে এসে গিন্নিকে : যাই হোক, সমীরের মেয়ের বয়েস ই বা কি !
গিন্নি : কী বলছ !! ৩০ বছর বয়েস হলো, দেখতে আরো বুড়োটে লাগে।
আমি (ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়েস ৩০) : তা ঠিক
সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম (আলমারিটা আবার জায়গা বদলে ফেলল কি করে রে বাবা),
তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেগ পেটে চালান করলাম।
নেতাজি দেখি জোরে জোরে হাসছেন।
তাক আলুতে রেখে নেতাজীর ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম।
গিন্নি কি করছে দেখি - হ্যা, ও গাসের উপর সিংক চড়াচ্ছে।
কিন্তু এখন পর্যন্ত কেউ কিসসু টের পায় নি,
কারণ আমি কোন রিস্ক নিই না।
আমি গিন্নিকে : তুমি সমীরকে বুড়ো বললে ?
গিন্নি : বকবক কর না তো , বাইরে গিয়ে চুপ করে বসো। এখন তুমি কথা বলবে না।
আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারি তে আরো এক পেগ গিললাম।
সিংক টা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম।
ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে।
নেতাজি রান্না করছে।
কিন্তু এখনো কেউ কিছু টের পায় নি
কারণ আমি কোন রিস্ক নিই না।
গিন্নিকে হাসতে হাসতে বললাম : তাহলে সমীর পাত্রী দেখছে ?
গিন্নি : শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বস তো !
আমি রান্না ঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম।
কিন্তু এখন অবধি সমীর কিছু টের পায় নি
কারণ নেতাজি কোন রিস্ক নেন না।
সমীর এখনো রান্না করছে।
আর আমি ? আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি।
কারন আমি কখনো ইয়ে নিই না, কি যেন নিই না ......ও হা, আলু নিই না
[ বিঃ দ্রঃ - লেখাটি এ পর্যন্ত তিনটি নামে পেয়েছি, লেখাটির প্রকৃত স্বত্বাধিকারী কে জানা নাই]
২| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮
দর্পণ বলেছেন: ভাই আমি তো এই কবিতার প্রেমে পড়ে গেলাম।
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: একই অনুভুতি থেকে পোস্ট করেছি।
৩| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮
দর্পণ বলেছেন: আহা এমন একখানা কবিতা যদি লিখতে পারতাম
৪| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আসলে রিস্ক নেয়াপা ঠিক না
কারণ
আপনি কোন রিস্ক নেন না
ভাল লাগা রইল পোস্টে।
৫| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৭
যোগী বলেছেন:
আসলে আমিও কোন রিস্ক নেই না।
আপনি শেষে বলেছেন তিনটি নামে লেখাটি আপনি পোষ্ট করেছেন আমিও তিনটি নামেই লেখাটি পছন্দ করেছি।
০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমিও কোন রিস্ক নেই না
লেখা তিনটির স্বত্বাধিকারী যোগী কি না জানা নাই। জানা কি এই ব্লগের কেউ তাও জানা নাই।
৬| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২০
কাক ??? বলেছেন: দারুন ।। ++++++
৭| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৩
আনাড়ী বলেছেন: আমার বন্ধু সামীর লেখা, তার ফেইসবুক আপাতত ডি একটিভ করা।
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনার কথা বুঝছি, আপনার বন্ধুর স্বামী এইটা লেখার জন্য ফেইসবুক আইডি একটিভ করেছে।
ভাই, মদ খাওয়ার সময় আমি কোন রিস্ক নিই না।
৮| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৬
নৈশ শিকারী বলেছেন: Lol
৯| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৬
মুরাদ খান বলেছেন: কোন রিস্ক না নিয়ে পড়েই ফেললাম :
১০| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৭
ভিটামিন সি বলেছেন: যদি বলি কবিতাটি আমি পড়ছেি, তাহলে কোন রিস্ক আছে কি? কারণ আমি কবিতা পড়া নিয়ে কোন রিস্ক নেই না।
যাই হউক মজাই পেলাম। রিস্ক না নেয়াতে।
১১| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬
হাসান মাহবুব বলেছেন: মূল গল্পটা ইনরেজি। অনেকদিন আগে http://www.funny.com এ পড়েছিলাম। পরবর্তী সময়ে এটা অনেকেই অনুবাদ করেছে। কেউ যদি দাবী করে যে এটা তার লেখা মৌলিক রচনা তাহলে সে মিথ্যাবাদী।
১২| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও! পড়তে কোন রিস্ক নেইনা!
প্রথমবার মাউসটা দিয়েই পড়ার পর কমেন্টস করতে গিয়ে দেখি সবাই আগেই নো রিস্ক জোনে !!
কার্সর হয়ে তাকিয়ে থেকে দেখি মাউস কমেন্টস করে ফেলেছে!!!
আমিও মিটমিট করে হাসতে হাসতে কি-বোর্ড হয়ে সবার কমেন্টস পড়ছি.. হিক্ক্..
আমি আবার কোন কি করিনা যেন.. রি্সক কমেন্টস করিনা ?
সেইরাম হইছে ভাই ++++++++++++++++
১৩| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়ে কোন রিস্ক পাই নাই। কারন আমি কোন আনন্দ নেই না।
১৪| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫
জটিল ভাই বলেছেন: কেউ যখন কোন রিস্ক নিচ্ছে না, তখন আমিও কোন রিস্ক ছাড়াই বলতে পারি এটা আমি লিখেছি।
একচয়ালি #হাসান_মাহবুব ভাই-ই ঠিক! অরিজিন- Click This Link
১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭
দর্পণ বলেছেন: হা হা
সে যেই লেখক হোক
আমিও রিস্ক নেইনা.....