![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Every breath you take
Every move you make
Every bond you break
Every step you take
I'll be watching you.
Every single day
Every word you say
Every game you play
Every night you stay
I'll be watching you.
Oh can't you see
You belong to me?
( Lyrics from a song sang by Artist: The Police, Album: Synchronicity)
উপরের গানের লাইনগুলো প্রেমিক/প্রেমিকার নিবিড় আবেগের প্রকাশই বটে তবে বর্তমান বিশ্বব্যবস্থায় এটা শাসক গোষ্ঠীর ছড়ানো মায়াজলের সাথেই তুলনীয়, যা আমাদের কাছে জিপিএস সিস্টেম নামে পরিচিত। চিপ (Electronic Chip ) আর সিস্টেমের সুবিধা নিতে গিয়ে নিজের অজান্তেই নিজেদেরকে বেধে ফেলছি এক পরাধিনতার শেকলে। কদিন ফেসবুক বন্ধ থাকলেই্ আজ আমাদের দম বন্ধ হয়ে আসে। সমস্ত নিরবতা ভঙ্গ করে যে কোন মুহুরতেই বেজে উঠে মুঠো ফোন, একান্ত বলে কিছুই থাকছেনা আজকাল। আজ যাকে আমরা প্র্যাতাহিক জীবনের প্রয়োজনীয়তাই সভ্যতার অবদান মনে করছি তার পেছেনে শাসকের যে অভিলাষ লুকিয়ে আছে তার খবর কতটুকই বা রাখছি। অর্থ, শক্তি আর ক্ষমতাই বলিয়ান শাসকের দল চিপ এর মাধ্যমে তাদের আধুনিক দাস হিসাবে গড়ে তুলছে সাধারন মানুষকে।
জীবনকে সামনে এগিয়ে নিতে টাকার প্রয়োজনিয়তা অপরিহার্য, টাকা'ই জীবনের ফুয়েল। এই টাকার নিয়ন্ত্রন যার হাতে সেই জীবনকে নিয়ন্ত্রন করে। কিন্তু টাকা চলে যাচ্ছে চিপ এর নিয়ন্ত্রনে আর চিপ থাকছে শাসকের নিয়ন্ত্রণে। আমার কষ্টার্জিত টাকাও আমার নিয়ন্ত্রনে থাকবে না এক সময়। কাগজের টাকা বিলুপ্ত করে সেই চিপ-এ সংরক্ষিত হবে যার সুইচ থাকবে কোন এক ব্যাংকের কাছে।
জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, নিরাপত্তা এমনি কোন এক আজুহাতে আমাদের ডিএনএ রিপোর্টও তারা কব্জা করবে। প্রকৃতিতে আমি নিজেকে মুক্ত মনে করলেও আমার আমি তাদের কাছেই বন্দি থাকবে। তাদের বেধে দেওয়া একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাফেরা করতে হবে, এই সীমা চিন্তা-চেতনার এমনকি পরিভ্রমনেরও হতে পারে। সীমা অতিক্রম করলেই সুইচ অফ। তারা পৃথিবীতে সেকেন্ড গড হিসেবে আবির্ভূত হতে চায়। আমাদেরকে নিয়ে বিশ্বজুড়ে ক্ল্যাস আব ক্লান খেলছে তারা।
এদেরই একজন এজেন্ট আমাদের মাঝে খুবই পূজনীয়, তিনি "ক্ষুদ্র ঋণ" নামক একটি অতি খুদ্র অস্ত্র আবিস্কার করেছেন তাদের জন্য।
পুরুস্কার হিসেবে পেয়েছেন নোবেল জিতেছেন। জাতি হিসেবে আমরা ধন্য হয়েছি। আন্তর্জাতিক ব্যাংকার দল কিভাবে গ্রাস করছে পৃথিবীকে তার উৎকৃষ্ট উদাহরন বর্তমান গ্রীস। সহজ শর্তে ঋণ নিয়ে বিলাসিতাই ভাসতে থাকা গ্রীস এখন ভিক্ষার পাত্র। রাষ্ট্র ব্যবস্থায় অথবা ব্যাক্তি জীবনে ব্যাংক এবং ঋনের প্রভাব শাঁখের করাতের মতই। টাকার নিয়ন্ত্রন নিতে ব্যাংকার রাজনীতি বুঝতে নিজের ভিডিও দেখুন ;
Safety First প্রথমেই নিরাপত্তা, তাই গঠিত হলো ন্যাটো। এরপর কানেক্টিভিটির নামে ভিসা বিহীন বিশ্ব স্লোগানে ইউরোপের মানুষ রাষ্ট্রীয় সীমার বাধন ছিঁড়ে একাকার। নিজেদেরকে মুক্ত বিহঙ্গ ভাবতে থাকেলও প্রকৃত পক্ষে অধিকতর বৃহত্তর খাঁচায় বন্দি হওয়া ছাড়া বেশী কিছু নয়। এভাবে একদিন সব রাষ্ট্রীয় সীমা এমনকি মহাদেশীয় সীমাও বিলুপ্ত হবে। যারা কথায়-কথায় ভারত/পাকিস্তানে চলে যেতে বলে তাদের আর কোন কষ্ট থাকবে না । এক বিশ্ব এক রাষ্ট্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাবে। সমর শক্তি, বিশাল অখণ্ড ভুমি পাওয়া গেল, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ "মুদ্রা" দরকার। সুতরাং ইউরো চালু করতে হবে। কেমন হবে ইউরোপ আমাদের মুদ্রায় আমদের পরিচয় থাকবে না তা কি হয় ! সিদ্ধান্ত মোতাবেক ইউরোতে জল ছাপ দেওয়া হলো গ্রীক দেবী "ইউরোপা"র ছবি। যে "ইউরোপা"কে গ্রীক দেব জিউস ঘোড়ার বেশ ধরে অপহরন করেছিল। ইহুদীদের স্টাইল আছে বলতে হবে, তারা সব কিছুতেই তাদের ছাপ রাখতে চায়।
ইউরোপ'কে ইহুদী গোষ্ঠীর পরিকল্পনার পাইলট প্রজেক্ট বলা যেতে পারে অথবা এক বিশ্ব এক রাষ্ট্ পরিকল্পনায় প্রথমেই রাজধানীর নিয়ন্ত্রন। কাগজে কলমে ইউরোপ বিভিন্ন দেশ নিয়ে গঠিত মহাদেশ হলেও তা এখন একটি রাস্ট্রের মতই, যার পার্লামেন্ট ই.ইউ পার্লামেন্ট। ইউরোপের রাষ্ট্র প্রধানরা এখন আমাদের উপজেলা চেয়ারম্যানের মতো। মেয়ার আমশেল রা'ই এখন ইউরোপের অর্থ প্রবাহ নিয়ন্ত্রন করে সুতরাং রাষ্ট্র পরিচালনায় কে আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এই ষড়যন্ত্রীরা পৃথিবীকে নতুন ভাবে সাজাতে চান। তাদের এই পরিকল্পনা নিউ ওয়ার্ল্ড অর্ডার (NWO) নামে পরিচিত। NWO এর সপ্নচারীরা হলেন ;
পুরো বিশ্বের সমস্ত সম্পদ এবং প্রতিটি মানুষের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়। NWO বিশ্ব শাসন প্রক্রিয়াই তারা নিজেদেরকে যেভাবে বিনাস্ত করে ;
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Abid_Jaljala/Abid_Jaljala-1451821707-79d6b72_xlarge.jpg
কোন দেশ বা জাতি-গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তারা যে ফর্মুলা অনুসরন করে তা হলো ;
জঙ্গি উপস্থিতি এবং গনতন্ত্রের আনুপস্থিতি এই দুইটি প্রব্লেম নিয়ে তারা এ পর্যন্ত ব্যাপক সফলতা পেয়েছে। হিটলারের ইহুদী নিধন নাটক ছিল জাতিগত বিদ্বেষ ও মানবিক বিপর্যয় সমস্যা, রিএ্যাকশন ছিল হত্যাকারী নাজিদের প্রতি ঘৃণা আর ইহুদীদের প্রতি অফুরান সহানুভূতি, সমাধান ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সৃষ্টি। ৯/১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ বিমান হামলা নাটক, রিএ্যাকশন এমন এক পর্যায়ে নেয়া হলো যে কোন কিছুর বিনিময়ে জঙ্গি দমন করতে হবে, মুসলিমরা জঙ্গি। সমাধান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুসলিম নিধন। একই ফর্মুলা অনুসৃত হয়েছে পূর্ব তিমুর, ইরাক, আফগান, আরব বসন্ত সবখানে।
WW-II পূর্ববর্তী অবস্থা
WW-III পূর্ববর্তী অবস্থা
এখন আইএসআইএস-সিরিয়া নামক একটা সমস্যা সৃষ্টি করা হয়েছে। তাদের সৃষ্টি করা আইএস দিয়ে সিরিয়ায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। শিয়া-সুন্নি-কুরদি জাতিগত সংঘর্ষ - বিদ্বেষ রাষ্ট্রীয় সীমা ছাড়িয়ে একাকার। স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দূরবর্তী দেশগুলো স্পষ্ট মুখোমুখি অবস্থান নিয়েছে। রিএ্যাকশন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন এটা কোন আঞ্চলিক সমস্যা নেই, গোটা বিশ্বের সমস্যায় পরিনত হয়েছে। পরিকল্পনা মাফিক'ই হচ্ছে। এখন ইরান কর্তৃক ইসরায়েল অথবা ইসরায়েল কর্তৃক সৌদিআরব বা অন্য কোন আরব রাষ্ট্র আক্রান্ত হলেই খেলা শুরু। একই সাথে উত্তর কোরিয়া বনাম দক্ষিন কোরিয়া শুরু হবে যাতে চীন-আমেরিকা জড়িয়ে পড়বে। রাশিয়া-আমেরিকা-চীন এর মত মহা শক্তিগুলো যুদ্ধে জড়িয়ে নিজেদেরকে খয় করবে। আমেরিকার মৃত্যুর মধ্য দিয়ে যুদ্ধ শেষ হলেও রাশীয়া এবং চীন হবে আধমরা। এমতাবস্থায় সমাধান আসবে ই.ইউ. পার্লামেন্ট থেকে এক দেশ, এক বিশ্ব, এক সরকার প্রতিষ্ঠার। জয়ী হবে NWO এর সপ্নচারীরা আর পরাজিত হবে মানবতা।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
আল ইফরান বলেছেন: সুন্দর পোস্ট।
আলোচনাটা অনেক বেশি কম্প্রিহেনসিভ হয়ে গিয়েছে, স্পেসিফিক্যালি একটা জায়গা (টেকনোলজি/ ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশান/ পলিটিক্যাল ইন্সটিটিউশান) নিয়ে হলে বুঝতে সুবিধা হত।
পোস্টে ++++++
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনার বক্তব্বের সাথে সহমত।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
নতুন বলেছেন: সবাই নিয়ন্ত্রন চায় তাই সব সরকারই চাইবে যে তাদের হাতে জনগনের নিয়ন্ত্রন থাকুক।
ওয়ান ওয়াল্ড ওডার আসলেই কোন ষড়যন্ত্র কিনা জানি না। কিন্তু যুগে যুগে যেমন রোমান, পাশ`ান, ব্রিটিস সম্রাজ` ছিলো এখন চলছে আমেরিকান সম্রাজ্য` তাই বিভিন্ন দেশে আক্রমনের জন্য তারা অজুহাত তৌরি করে... প্লট তৌরি করে বছর সময় নিয়ে।
আমার মনে হয় সামনে আমেরিকার সম্রাজ্যের পতন আসছে এবং চাইনিজ সম্রাজ্য শুরু হবে... হয়তো আমাদের জীবদ্বসায় দেখে যেতে পারবো।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। আপনার সাথে সহমত। প্রাচুর্যের সমৃদ্ধি অর্জিত হওয়ার পরেই সে চিন্তা করে কিভাবে ক্ষমতাধর হয়ে উঠবে। প্রাচুর্য ধরে রাখার প্রয়োজনেই ক্ষমতাবান হওয়া জরুরী হয়ে পড়ে।
ওয়ান ওয়ার্ল্ড অর্ডার ষড়যন্ত্রই বটে। এই ষড়যন্ত্রের বিপরীতে যাদের অবস্থান (চীন-রাসিয়া-ইন্ডিয়া) তারা এখন যথেষ্ট শক্তিশালী। দুইটা শক্তিশালী পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে বলেই WW-III এর সম্ভবনা দেখা দিয়েছে। এরকম পরিস্থিতি ওয়ান ওয়ার্ল্ড অর্ডার ষড়যন্ত্রীরা আগে ভেবে রাখেনি তা মনে হয় না।
অনেকেই মানতে না চাইলে আমি যতটুকু বুঝেছি আমেরিকানরা (রাষ্ট্র প্রধান) ইহুদি মালিকানার ব্যাংক "ফেডারেল রিজার্ভ) এর পাপেট। তারা আমেরিকাকে দিয়ে যুদ্ধটা বাঁধাবে, যুদ্ধে যদি চাইনিজ অ্যালাই জিতে যায় তাহলে চাইনিজ সম্রাজ্য শুরু হবে নিশ্চয়। তবে সম্ভবনা কম।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
নতুন বলেছেন: অনেকেই মানতে না চাইলে আমি যতটুকু বুঝেছি আমেরিকানরা (রাষ্ট্র প্রধান) ইহুদি মালিকানার ব্যাংক "ফেডারেল রিজার্ভ) এর পাপেট। তারা আমেরিকাকে দিয়ে যুদ্ধটা বাঁধাবে, যুদ্ধে যদি চাইনিজ অ্যালাই জিতে যায় তাহলে চাইনিজ সম্রাজ্য শুরু হবে নিশ্চয়। তবে সম্ভবনা কম।
ফেডারেল রিজার্ভ বলতে গেলে আমেরিকার মালিক ঐ পরিবার গুলিই আমেরিকার সরকারের পেছনে বসে কলকাঠি নাড়ে।
কিন্তু আমেরিকার দেনা প্রায় ২০ ট্রিলিয়ন.... এই ভারেই আমেরিকা এক সময় ভেঙ্গে যাবে। এই অথ`নিতি এই রকমের ভার নিয়ে বেশি দিন চলতে পারেনা।
তাই আমার মনে হয়না এখন সামরিক যুদ্ধ হবে... চীন জয়ী হয়ে অথ`নৈতিক যুদ্ধে... যদি না চীন নিজেই বেশি বড় হতে গিয়ে ফেটে না যায়।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: অর্থনৈতিক যুদ্ধে আমেরিকার পিছিয়ে পড়া এবং চাইনিজদের এগিয়ে যাওয়াটাই সামরিক যুদ্ধের কারন হয়ে ঊঠতে পারে বলে মনে হয়। আর যদি আমেরিকা তাদের অর্থনৈতিক যুদ্ধের পরাজয় মেনে নেই তাহলে যুদ্ধের আর কি প্রয়োজন।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
গেম চেঞ্জার বলেছেন: রথসচাইল্ড ফ্যামিলি, ফ্রি ম্যাসন, ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এ তিনটি গোষ্টীকে সরাসরি ইল্লূমিনাতি নিয়ন্ত্রণ করছে। হালের বলিউড, হলিউড, পর্ন ফ্যাক্টরী এবং মিডিয়া হচ্ছে ইল্লুমিনাতির সবচেয়ে গুরুত্বপুর্ণ অবলম্বন।
খোঁজ নিয়ে দেখতে পারেন, হলিউড, বলিউডের বড় বড় স্টার যারা হয়েছেন তাদের সিংহভাগই ইল্লুমিনাতির ৩৩ ডিগ্রির মধ্যে বড় কোন না কোনও ডিগ্রিতে অবস্থান নিয়ে আছেন।
One World Order বাস্তবায়িত হবেই। এটা কয়েকশত বছর ধরে চলে আসা একটি পরিকল্পনা। সর্বনেশে ব্যাপার হচ্ছে ইহুদীরা প্রথম সারিতে কাজ করছে এই প্রজেক্ট বাস্তবায়নে। আর এরা হচ্ছে শিক্ষিত ধর্মান্ধগোষ্টী। ইল্লুমিনাতি'র প্রজেক্ট বাস্তবায়নে ইহুদীরা গোলামী করলেও জাগতিকভাবে আশাতীত সাফল্য পাচ্ছে। আর নাটের গুরুরা তাদের কাজে সন্তুষ্ট হয়ে বেনিফিট দিয়েই যাচ্ছে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সহমত।
One World Order বাস্তবায়িত হবেই। ............. সম্ভাবনার দিক থেকে আমারও তাই মনে হয়।
কিন্তু আশা জাগিয়েছে BRICS। পুতিন যদি তাদের পরিকল্পনার অংশ (তাদের পাপেট) না হয়ে থাকে তাহলে One World Order বাস্তবায়িত না ও হতে পারে।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭
গেম চেঞ্জার বলেছেন: পুতিন পরিকল্পনার অংশ হয়ে না থাকলেও ওদের কৌশলের কাছে ধরা দিতে রাশিয়া একসময় বাধ্য হবেই। সমস্যা-<প্রতিক্রিয়া-<সমাধান এ নীতিতে আরো মানবিক বিপর্যয় হবে এবং ও-ডব্লিও-অ বাস্তবায়িত হবে। (আমার ধারণা)
বড়জোর দীর্ঘায়িত হবে। আরো শ খানেক বছর সময় লাগবেই প্লান সফল করতে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আরো শ খানেক বছর সময় লাগবেই প্লান সফল করতে।
আপনার কথা সত্য হলে অন্তত এ অঞ্চলে মানুষের হাহাকার আর লাশের সারি দেখে যেতে হবে না। এটুকুই সান্তনা।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
নতুন বলেছেন: One World Order বাস্তবায়িত হবে না
মানুষকে কখনোই সম্পূন নিয়ন্ত্রন করা সম্ভবনা অনেকেই চেস্টা করেছে কিন্তু ইতিহাসে কেউই সফল হইতে পারেনাই।
আর আমেরিকার এই সম্রাজ্য চিরদিন থাকবেনা।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: One World Order বাস্তবায়িত না হোক তাই চাই। যদিও বেঁচে থাকতে এর কোন লক্ষন দেখে যেতে পারব কিনা জানিনা।
মানুষকে কখনোই সম্পূন নিয়ন্ত্রন করা সম্ভবনা......এটা খুবই সত্য কথা। কিন্তু কয়েকটা জাতি/গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রিত হয়ে যায়। বর্তমান জঙ্গি গ্রুপ এবং কিছু তাবেদার রাষ্ট্র নায়কদের নিয়ন্ত্রণ করার মাধ্যমে ইলুমিনাটিরা তাই করছে। ৮০/২০ ফর্মুলা। ভাইটাল ২০% নিয়ন্ত্রণে নিতে পারলে বাকি ৮০% অটমেটিক্লি হয়ে যায়।
আমেরিকার এই সম্রাজ্য চিরদিন থাকবেনা ............... পোষ্টে আমিও তাই বলেছি আমেরিকার পতনের মধ্য দিয়েই NWO এর সপ্নচারীদের জয় হবে।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
গেম চেঞ্জার বলেছেন: আমি কিছু ভবিষ্যৎবাণী করছি। দেখবেন মিলে কি-না। (অবশ্যই আমার অজারভেশন থেকে। কোন জ্যৌতিষী/অতিপ্রাকৃতিক অনুধাবন থেকে নয়)
খুব সম্ভবত(৫১% সম্ভবনা) ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন। উনি ক্ষমতায় এসে আমেরিকার অভ্যন্তরে জঙ্গিবাদ বন্ধ করতে সচেষ্ট হবেন।
উনার শাসনামলে সবচেয়ে বেশি কাজ থাকবে সন্ত্রাসবিরোধী যুদ্ধে। এই যুদ্ধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, সৌদিআরব বিভিন্ন গ্রপে খেলার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হবে।
উনি না এসে হিলারি ক্লিনটন আসলেও ইল্লুমিনাতির সমস্যা হবে না। তারা ঠিকই কাজ করে যাবে।
মানবিক বিপর্যয় হবে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অধীনে বিশ্বের অনেকাংশ অঞ্চল শাসিত হতে থাকবে। একসময় এইসব রাষ্ট্রকে ইউরোপীয় রাষ্ট্রের আদলে গড়ে দেয়া হবে। ভিসামুক্ত প্রবেশাধিকার থাকবে। পুনঃগঠন প্রক্রিয়া চালু হবে।
সর্বশেষ সময়ে যেটা হবে, ইল্লুমিনাতির উচ্চবর্গীয় অধিকারীগণ ওয়ান ওয়ার্ল্ড অর্ডার এর বিল পাস করবেন। এবং বাকি অঞ্চলও বিজিত হয়ে এই একক সম্রাজ্যে অংগীভূত হবে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ইল্লুমিনাতিদের ছকটা আপনি ভালই ধরতে পেরেছেন।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
I'll be watching you.
অনেক ছবি আছে, যেগুলো দেয়া সঠিক নয়
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: I'll be watching you.
কোন এক ব্লগার লিখেছিলেন "এই ব্লগে লেখালেখি করে এমন অন্তত তিন জনকে চিনি যারা মোসাদ এজেন্ট" । ভয় পাচ্ছি আপনি তাদের মধ্যে কেউ না তো ?
এখানে যারা লেখেন বা পড়তে আসেন তাদের জন্য মনে হয় ছবি গুলো সমস্যা হবে না, সামুর লেখক/পাঠক সবাই প্রাপ্ত বয়স্ক।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
বিজন রয় বলেছেন: হেব্বি পোস্ট।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
ভুল ভাবনা ও ভুল প্রচারণা
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ব্লগে স্বাগতম !!
প্রশংসার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
কল্লোল পথিক বলেছেন: জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, নিরাপত্তা এমনি কোন এক আজুহাতে আমাদের ডিএনএ রিপোর্টও তারা কব্জা করবে। প্রকৃতিতে আমি নিজেকে মুক্ত মনে করলেও আমার আমি তাদের কাছেই বন্দি থাকবে। তাদের বেধে দেওয়া একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাফেরা করতে হবে, এই সীমা চিন্তা-চেতনার এমনকি পরিভ্রমনেরও হতে পারে। সীমা অতিক্রম করলেই সুইচ অফ। তারা পৃথিবীতে সেকেন্ড গড হিসেবে আবির্ভূত হতে চায়। আমাদেরকে নিয়ে বিশ্বজুড়ে ক্ল্যাস আব ক্লান খেলছে তারা।
চমৎকার বিশ্লেষণ ধর্মী পোস্ট।ধন্যবাদ।