নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার হাত ধরে রাখতে আমি সারা জীবন আমার হাত খালি করে রাখতে রাজি আছি...!!

আবির ভাইরাস

কিছু কথা না বলাই থাকুক নাহ...!

আবির ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

আমার অনুপ্রেরণা যখন অপু তানভীর....

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:২২

গল্প,উপন্যাস পড়ার নেশা আমার ছোট কাল থেকেই ছিল।মা-বাবার কাছ থেকে মার ও খেয়েছি অনেক।কারন আমার স্কুলের বইএর থেকে গল্পের বই বেশি পড়াতাম।S.s.c এর পর এই নেশা আরও চেপে বসে।কিন্তু কোনো দিন গল্পলেখিনি।স্মাটফোন হাতে পাওয়ার পর থেকে ইন্টারনেট এ গল্প পড়তাম।কোনো গল্প বা উপন্যাস ধরলে শেষ করেই উঠতাম।মাসের শুরুতেই সব পকেটমানি যেত উপন্যাস কিনতে।তাই ঠিক করলাম ইন্টারনেট এ গল্প পড়ব।শুরু করলাম।খুবই ভালো লাগতো।দেখতে দেখতে অনেক গল্প শেষ।এবার নতুন গল্প দরকার পরল।অনাকাঙ্ক্ষিত ভাবে আমার হাতে এসে পরলো একটা জাদুর বাক্স।সেখানের গল্প শেষ হবার নয়।সেই জাদুর বাক্সের নাম হল অপু তানভীর ভাইয়া।(আমি বুঝছি না ভাইয়া বলব না আংকেল.!আমি তো তাকে দেখিই নাই)তার গল্পে আসলেই জাদু ছিল।যা আমাকে আকৃস্ট করেছে।তার গল্পে অনেক চরিত্র আবির নামে।এত মায়া,এত জাদু দিয়ে কেউ গল্প কিভাবে লেখে.?তাকে নিয়ে গুগলে ঘাটা দিলাম।সেখানে তার এক ছোট ব্লগের দেখা পেলাম।সেখানে প্রায় ৩৫০ এর বেশি গল্প ছিল।৭ দিনে সব শেষ করলাম।এত ভাল আগে লাগে নাই।তারপর তার সামু লিংক পেলাম।এখানে এসে আরও গল্প পেলাম।এখন প্রতিদিন অধির আগ্রহে তার গল্পের অপেক্ষা করি।তার গল্প পড়ে আমার মধ্যেও গল্প লেখার প্রবণতা তৈরি হয়।তারপর থেকে আমি আমার ফেসবুকে আমার লেখা বেশ কিছু গল্প পাবলিশ করি।অনেকেই পছন্দ করেছেন।এই কৃতিত্য আমার না।এই কৃতিত্য জনাব অপু তানভীর ভাইয়ার।কারন তার কারনেই আমি গল্প লেখছি।H.s.c প্রিপারেশনের জন্য বেশি লেখতে পারছিনা।জানিনা জীবনে কোন দিন তার দেখা পাব কিনা তবে সে আমার কাছে আমার অনুপ্রেরণা।আমার অনুপ্রেরণাকে নিয়ে লিখছি তাই ভয়ে গুছিয়ে লিখতে পারলাম না।

#আবির_ভাইরাস
#ভুল মনে হলে ক্ষামা করে দিয়েন।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: ভাল লাগলো কৃতজ্ঞতাবোধ টুকু।। এগিয়ে যান।।

২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৪

আবির ভাইরাস বলেছেন: Tnx.....

৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


উনার গল্পই তো প্রায় ব্লগে দেখি, তেমন পড়া হয়নি; এখন থেকে পড়ে দেখতে হবে!

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

আবির ভাইরাস বলেছেন: হুম।ওনার গল্প পড়েন নাই তো কিছুই পড়েন নাই।দয়া করে পড়বেন।

৪| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০০

মোস্তফা সোহেল বলেছেন: অপু তানভীরের গল্প আমারও ভাল লাগে।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

আবির ভাইরাস বলেছেন: বলা যেতে পারে...!

৫| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: অপু তানভীরভাইয়া নিজেই আমার প্রিয় ভাইয়া! আর তার গল্পগুলো আরও প্রিয়!!!!!!! :)

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

আবির ভাইরাস বলেছেন: আমার ও প্রিয় ভাইয়া এবং লেখক

৬| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪০

শেয়াল বলেছেন: ভালা পুলায় কালা জাদু করছে তোর উপরে রে :-P

৭| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: ভাল।
এগিয়ে যান।

শুভকামান রইল।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আবির ভাইরাস বলেছেন: সাথে থাকুন তাহলেই এগুতে পারব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.