নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার হাত ধরে রাখতে আমি সারা জীবন আমার হাত খালি করে রাখতে রাজি আছি...!!

আবির ভাইরাস

কিছু কথা না বলাই থাকুক নাহ...!

আবির ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

এক ট্রাভেলারের আত্মকথা.....

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮


ট্রাভেলিং কে না ভালবাসে.?কিন্তু মাত্রাতিক্ত ট্রাভেলিং কি করতে পারে তা জানতে হলে পুরোটা শেষ করুন।
এক আফসোস কারীর আত্মকথা.....

ছোটকাল থেকেই আমি একটু ঘুরে বেড়ানো নিয়ে বেশ আগ্রহী ছিলাম।ঘুরে বেড়ানো বলতে এর ওর বাসায় যাওয়া না।নতুন যে কোন স্থানে ট্রাভেলিং।ছোট কালথেকেই বাবার কাজের জন্য সেই টেকনাফে বড় হয়েছি।যদিবা জন্ম আমার চাঁপাইনবাবগঞ্জ।দুই জায়গার সংমিশ্রণে বড় হওয়ায় কোন জায়গার আঞ্চলিক ভাষা আমায় ধরতে পারেনি।মানে আমি সোজা বইএর ভাষায় কথা বলি।।আমি ক্লাস ১-২ পড়ি টেকনাফের এক সেরা প্রি-ক্যাডেড এ, ৩ তে পড়ি অন্য এক প্রি-ক্যাডেড এ, ৪-৫ পড়ি সরকারি প্রাথমিক এ, ৬-৮ বর্ডার গার্ড স্কুলে, ৯-১০ সরকারি হাইস্কুলে।এই স্কুল গুলো আমি পরিবর্তন করতাম ট্রাভেলিং আগ্রহ থেকে।নতুন স্কুল নতুন বন্ধু।কিন্তু এটা বুঝিনি স্কুল পাল্টানোর সাথে সাথে বন্ধু গুলোও নষ্ট হয়ে যেত।যদি কোন স্কুলে লাগাতার ১০ বছর থাকতাম তাহলে হয়ত ভাল অনেক বন্ধু পেতাম।এস.এস.সি পরিক্ষার পর রাজশাহী চলে আসি।এখানেও কোন ভাল বন্ধু বানাতে পারিনি কারন এইচ.এস.সি এর পর আমি আবার হয়ত নতুন কোন জায়গার উদ্দেশ্যে পাড়ি দিব..!ফল সরুপ মাসের শুরুতে ২০০ টাকা ফোনে নিলে মাস শেষ এ ১৮০ টাকা থেকেই যায়।মা বাবা আমার ফোন রিসিভ করেনা।ওরাই ব্যাক করে।মাসের শুরুতে কেনা ৫০০ এস.এম.এস এর ৪৯৯টাই বাকি থাকে।কারন কোন স্থায়ি বন্ধু নেই আমার।তারাও জানে আমি দুদিনের মেহমান।তাই আমাকে নিয়ে তাদের মাথা ব্যাথা নেই।আমিও বেশি ভাব জমাতে পারিনা পাছে কেউ যদি ছেঁচড়া বলে.!!!সত্যি ট্রাভেলিং আমার কাছথেকে অনেক কিছু কেড়ে নিয়েছে...!মানুষের কত সপ্ন থাকে সব পুরন হয়না।আমার সপ্ন একটা পুরন হয়েছে কিন্তু সাথে অনেক সপ্নকে বলিতে চড়াতে হয়েছে..!আমার মত ভুল আপনারা করবেন না।

গল্প: রুমমেট থেকে পাওয়া হিন্ট
চরিত্র :আমার

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:০৩

ওমেরা বলেছেন: আহারে-------------------------দুঃখ !!!!

২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:১৪

শিখণ্ডী বলেছেন: !আমার মত ভুল আপনারা করবেন না।

শিশুকালে স্থান বদল কি নিজের ইচ্ছেতে করেছিলেন?

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৫

আবির ভাইরাস বলেছেন: অনেক টা তাই।।।বাবা মা ও খানিকটা দ্বায়ী।

৩| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:২৫

জাহিদ হাসান বলেছেন: /:) 8-|

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৫

আবির ভাইরাস বলেছেন: 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.