![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা না বলাই থাকুক নাহ...!
গত ৮ তারিখ আমার এইচ.এস.সি (ইংরেজি ২য়) পরিক্ষা ছিল।অন্য পরিক্ষাগুলো আমি ভালো দিলেও ইংরেজি ২য় তে আমি বরাবরি খুব কাঁচা।তবে শুধুই গ্রামার সাইটে...যাইহোক পরিক্ষার আগের সারা দিন পড়েছি।প্রায় ৪০০ page এর বই শেষ।কিন্তু আমি ভালই জানতাম তাও কমন আসবে না।পরিক্ষার হলে বসে দেখি রচনা এসেছে Your Fevourite Personality.... মনে মনে আকাশ থেকে পড়লাম।সময়ের অভাবে এই রচনা পড়া হয়নাই।এবার কি হবে..???সবাই কাজী নজুরুল ইসলাম বা অন্য কোনো মানুষকে নিয়ে লেখছে...!কিন্তু আমি সত্যি তাদের জন্ম তারিখও জানি না।কেমনে লেখি..??তাদের নিয়ে বানিয়ে লেখা যাবে না।কেননা তাদের সম্পর্কে সবাই জানে (আমি ছাড়া)। এবার..??১২-১৩ মিনিট পর মাথায় এলো এক বিশ্ব জয় করা বুদ্ধি।লেখা শুরু করলাম--<
My Favourite Personality is Opu Tanvir.He is a Blog writer... এই ভাবেই লেখে ৩ পৃষ্ঠা ফুল করে দিলাম।যে খাতা কাটবেন সেতো তানভীর স্যার কে নাও চিনতে পারে।তাই ঝোপ বুঝে কোপ দিলাম.......
উপসংহার :- তানভীর স্যার সেদিন খুব বাঁচান বাঁচাইসে...জীবনে কোনো দিন তার সাথে দেখা হলে ট্রিট দিব তাকে....।
Tnx Sir.
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৮
আবির ভাইরাস বলেছেন: আমার গল্পে কিছু বানান কেমন জানিই লাগে।।।
২| ১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি বুদ্ধিমান হলে, নিজের বাবার কথাই লিখতেন, বা কোন শিক্ষকের কথা লিখলে হতো, অনেক নম্বর পেতেন।
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৭
আবির ভাইরাস বলেছেন: হুম ভাই আমি আসলেই অবুদ্ধিমান..
৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক কী হয়। আমি ইন্টারের সময় এরকম ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে ফেল করেছিলাম ইংরেজী ২য় পত্রে...
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:১০
কলাবাগান১ বলেছেন: Good. Favourite বানান টা দৃস্টিকটু লাগছে। আবার দৃস্টিকটু বানান টা ...কেমন যেন লাগছে