![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা না বলাই থাকুক নাহ...!
অপেক্ষার প্রহর যখন কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল আমায়
ঠিক তখনি উকি দিলে তুমি,
শেখালে আমায় নতুন কিছু
যার অপেক্ষায় ছিলাম আমি
দিন যায়, রাত আসে নতুন সপ্ন বুনতে থাকি তোমায় নিয়ে।
সত্যি ভাবিনী কখনো ছেড়ে দিলে তুমি আমার হাত,
কিহবে এ আমার..!!
ভাঙেয়েছ সব সপ্ন যত, কল্পনায় ছিল আমার।
মিলিয়ে গেলে তুমি রংধনুর মতো।
সুখে থাকো তুমি,আমি রব আগেরই মতো।
©somewhere in net ltd.