নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার হাত ধরে রাখতে আমি সারা জীবন আমার হাত খালি করে রাখতে রাজি আছি...!!

আবির ভাইরাস

কিছু কথা না বলাই থাকুক নাহ...!

আবির ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

হায় ঢাকা শহর..

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৭



এই জনবহুল শহরে আমি হারিয়ে যাচ্ছি।কদিন পর কেউ খুঁজে পাবে না।অনেক আশা নিয়ে পা দিয়েছিলাম এখানে আশা গুলো এক নিমিশে শেষ হয়ে গেছে।সপ্ন যত ছিল তাও আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। চোখ দিয়ে পানি পরছে কিন্তু দেখার কেউ নেই।মা ফোন করে প্রতিদিন একবার কান্না চেপে তার সাথে কথা বলি।
এই লেখাটা লেখার সময় ও চোখ দিয়ে পানি পরছে।
এই জনবহুল আর খরচ বহুল ঢাকায় নিজের ইচ্চায় এসেছিলাম।আসার পর পর থেকেই মিশন বাসা খোজা শুরু হয় তিন দিন খোজার পর পান্থপথ ৭২ এক হস্টেল পেলাম।মান খুব খারাপ কিন্তু ব্যয় বেশি।বাথরুম নিয়েই আমার যত সমস্যা।এই বাথরুম দেখলে মা-বাবা বলবে পড়ালেখার দরকার নেই।কিন্তু তা দেখার জন্য তাদের বলতে পারছি না।অনেক কষ্ট করে তারা আমায় এখানে পাঠিয়েছে পড়া লেখার জন্য। কি যে করব কিছুই বুজছি না।আল্লাহ আল্লাহ করে সাইন্স ল্যাব এর আসে-পাশে একটা পরিষ্কার হস্টেল খুজছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি না আসা অবধি অবস্হা একটু ভালো ছিল, ১ জন কম ছিলো

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৬

আবির ভাইরাস বলেছেন: হয়ত।

২| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

কাউয়ার জাত বলেছেন: ভূতের গলিতে খোজ করুন।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭

আবির ভাইরাস বলেছেন: ভুতের গলিতে অবস্থা আরও খারাপ

৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


কাউয়ার জাত বলেছেন, "ভূতের গলিতে খোজ করুন"

-উনার জীবন নিয়ে টানাটানি পড়বে নাতো?

৪| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের অবস্থা খুব খারাপ। শহরের চেয়ে বেশি খারাপ শহরের মানুষ গুলো।
অ্যাম্বার তো এই শহরে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। তবু আছি। হয়তো আমৃত্যু থাকতে হবে।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮

আবির ভাইরাস বলেছেন: ;(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.