| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে অপরিপক্ক বয়সে আমরা কিছু মানুষের প্রেমে পড়ি হয়তো এর পেছনে থাকে কোনো বাড়তি উন্মাদনা
কেননা বয়স আঠারোর কৌটা পেরুতেই একট সাদসিধেঁ চলা ফেরা করা মানুষগুলোকে ক্ষেত গ্রাম্র ইত্যাদি তকমা একেবারে কপালে এটেঁ দিই কিন্তু সেই আমরাই ভুল করে একবেণী করে বাধা কালো চুলের কিশোরীর প্রেমে পড়ি আহ কি দারুন সমগ্র পৃথিবী যেন নিতান্তই তুচ্ছ জোৎস্না উজ্জল ধবল আলো এরই জন্যে বুঝি তৈরি !!
কল্পনা জগতে একটা আলাদা পরিবেশ তৈরি করে নিতে আমরা এক সেকেন্ডের জন্যেও ভাবিনা আর যাই হোক সেই জায়গাটা থাকে আমাদের বেড়ে উঠা আর রীতিমত সেই পরিবেশে এক বেণী বাধাঁ কিশোরীর একটা আলাদা জায়গা তৈরি হয় যেখানে প্রতিনিয়ত অপেক্ষায় থাকে কখন স্মরন করা হবে কখন পড়বে তার ডাক এভাবে চলতে থাকে বেশ কিছুদিন এই সময়টাতে মানুষ একদম দুশ্চিন্তা মুক্ত থাকে তাই জগৎ এ দুখ নামে কিছু আছে সেটা আসতে আসতে ভুলতে শুরু করে কিন্তু ইদানীং এক বেনী চুল মেয়েটি আর বাধেঁনা এখন চুলগুলো তার বাহারী রংগের নাহ একটি চুল ও বাধা নেই ঢিলে ঢালা পোশাকের জায়গা করে নিয়েছে পশ্চিমা ড্রেস পরিবর্তনটা এইটুক পর্যন্ত হতে পারতো কিন্তু বেলা না যেতে হারিয়ে যেতে থাকে পরিচিত কিছু শব্দ ,আবেগ আর আর প্রতিশ্রুতি আর পরিবর্তিত ছেলেটি সাদসিধে থাকাটাকেই ভালোবাসতে থাকে।
চলবে..
©somewhere in net ltd.