নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপরীত দিক হতে সর্বদা চিন্তায় বিশ্বাসী

ইব্রাহিম শুভ

ইব্রাহিম শুভ › বিস্তারিত পোস্টঃ

CHINA STUDENT VISA and REALITY

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০



বিদেশ শব্দটার সাথে কম বেশী সব বাংলাদেশী মারাত্মক ভাবে পরিচিত কারো কারো কাছে মনে হয় ঐপারে সব সুখ কিন্তু বাস্তবতা কি তাই চলুন দেখা যাক সব সুখ ঐপারে এতত্ত্বের উদ্যোক্তা কে ?? উত্তর কতিপয় কিছু বাংলা মায়ের ব্যর্থ সন্তান যারা আপনার ভিসার লাভেরটাকায় খেয়ে পরে বাচঁবে..........
এবার আসি মুল কথায় প্রথমেই এরা চায়নার বিশাল একটা বাধাঁই করা ম্যাপ আপনার সামনে টাংগাবে দেওয়ালে এর পর আরেকটা ওয়াল্ড ম্যাপ পাশাপাশি রাখবে চলুন এবার দেখা যাক চায়নার ঐতিহ্য গৌরব আর বিত্তবৈভব
কতিপয় এইসব দার্শনিকের মতে চায়না হচ্ছে একমাত্র দেশ যেখানে পা দিলেই সেটা সোনায় পরিনত হয় ভাত খাওয়ার টেনশন নাই চায়নায় বহুত মাইয়া চামচ ধইরা খাওয়াই দিবো ..
আরো আছে আছে চায়না আলাদ্দিনের চেরাগ এটাতো সবে শুরু আম্রিকা ইউরোপ গরীপ চায়না আম্রিকার অর্ধেক কিনাল্লাইসে বাকি অর্ধেক কিস্তি চলে ত্রিশ বছর পরে চায়নার মানুষ মংগল গ্রহে চুল কাটাইতে যাইবো আর ফুটবল খেলতে যাইবো চান্দেঁ
ইউরোপিয়ানরাতো চায়না আইবার লাইগা ঘুড্ডি বানানোর কাম দরসে বানাইয়া ঊড়াল দিবো বেজিং আর বানাইবো টাকার পাহাড়
ত্য় ভাই সময় কম যা কইবা তারাতারি কইয়া ফালাউ চায়না আর যাউন যাইবোনা কিছুদিন পর যাইতে চাইলে সেটেল হইতে চাইলে আইজি ঊড়াল মারো চেমড়া টেকা দিবা চায়নার বাপ দাদা আইজি রাজি তো করবো কিতা কাজি.,, হুনবার পর মনে হইছে এটার থেকে বড়পুল টু আগ্রাবাদ যাওন বহুত কঠিন যাহাহোক ভাই আসেন একটু বাস্তবতা হুইনা যান চায়না না কি কইছেন আমার বাপ জান ঘুইরা আসছে জায়গার অভাবে নৌকাতে কাপড় ঝুলাইয়া থাকে ত্য় আপনি সেটেল হবেন কই বেলুন ফুলাইয়া পিঠে বাইন্ধা আকাশে উড়বেন"!!!!
ভাই প্যারা অফ দিস টপিক টেকা পয়সা নিয়ে কিছু কইয়া ফালাই কষ্ট কইরা একখান রিকশা লইয়া ইপিজেড দেখবেন চাইনিজ মাইয়া মুপাইল বেচেঁ আর আর পুলারা ট্রেড সেন্টারে রড জ্বালাই এর কাম করে ত্য় কোনো কাম ছোট না কিন্তু একটু ভাইবা দেখেন এতো এতো কাম ফালাইয়া চায়নায় এহানে মরবার লাইগা আইছে ?
ভাই শুনেন দেশে আছেন বহু শান্তিতে আছেন যদি এখন লেখাপড়ার প্রসংগ টানেন সোজা একখান কথা কমু কিছু প্রতিষ্টান ডাক্তারী আইটি ভালু পড়ায় বাকি সব গাছের পাতা গোনে এটাই সত্য এর পর দালাল ধইরা জাল ভিসায় গেলেন চায়না হইছে কাম সারছে আইসা পড়ছি টাকার পাহাড়ে এইসব ভাবতেসেন অপেক্ষা করেন কিছুদিন পর এমন দৌড়ানি দিবো না পারবেন কামাইতে না পারবেন ঘুমাইতে এরউপ্রে আছে ভাষার পেরা অবশেষে আমছালা লইয়া আইসা পড়তে হবে বাংলাদেশে ।
রক্তে আটলান্টিক স্রোত আইনা টাকা টা চায়না যাইবার লাইগা ছুইড়া না মাইরা যদি দেশে কিছু করতেন মেলা শান্তিতে থাকতেন আর একান্তই কামাইতে পড়তে চাইলে ইউরোপ আমেরিকা যান আমছালা পাবেন সাথে ঝুড়িও ফ্রি পাইবেন ধন্যবাদ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা জটিল বলেছেন =p~

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ২:৩০

ইব্রাহিম শুভ বলেছেন: ভাই একটু জটিল না হলে জমেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.