![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেয়ে থাকি জানালা দিয়ে তিমির রজনী পানে
একলা রাতে ভেসে যাই নতুন-পুরনো গানে।
স্মৃতির ঐ দরজাখানি খুলে ভাবি আনমনে
ফেলে আসা মেলে থাকা স্বপ্ন একলা কাশবনে।
হ্যালুসিনেশনে থাকা মন শুধু দেখে তার ছবি
ভাবনার আড়ালে ডুবে থাকে অস্তগামী রবি।
চলুক তার আলোচনা সীমা থেকে অসীমে
কল্পিত গল্পেরা বাসা বাঁধে ভবঘুরে মরমে।
গবেষণার পেপারগুলি হয়েছে পরিণত তুমিতে
যেন তার কথা...
আমার শুধু ইচ্ছে করে
ডানা মেলে উড়তে।
পাখি হয়ে পাখির মত...
©somewhere in net ltd.