![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
১৯৯৪ সালের কথা। ইন্টারমিডিয়েটে পড়ি তখন। বেশ গালভরা একটি সাবজেক্ট ছিল আমাদের, 'মনোবিজ্ঞান'। গালভরা সাবজেক্ট বলছি বলে মনে কষ্ট নেয়ার কিছু নেই। পড়ালেখার তেমন বালাই ছিল না। নির্দিষ্ট কিছু প্রশ্ন এবং তারো বেশী নির্দিষ্ট কিছু উত্তর দিলেই ভাল নাম্বার। আর কোন কারনে শিক্ষক মহোদয়ের নেক নজরে থাকলে তো কথাই নেই।
তো যেটা বলতে গিয়ে এই শিবের গীত। এই 'মনোবিজ্ঞান' বিষয়ে আমাদের কিছু প্র্যাকটিক্যাল করতে হতো। এই যেমন একটি প্র্যাকটিক্যাল ছিল, সাবজেক্টকে (যে কোন একজন মানুষ) কিছু শব্দ বলা হবে এবং প্রতিটি শব্দ বলার সাথে সাথে তিনি যা মনে আসে তাই বলবেন। এই যেমন আমি হয়তো বললাম বই, সাবজেক্ট সাথে সাথে হয়তো বললো খাতা। চেয়ার- টেবিল......ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা ক্লাশে বোঝাতে গিয়ে স্যার আমাদের কিছু শব্দ বলছিলেন এবং আমরা সমস্বরে এর প্রতিউত্তরে কিছু একটা বলছিলাম। স্যার এবার আমাদের চান্স দিলেন। ছাত্র/ছাত্রীদের কেউ একজন একটা শব্দ বলে তো বাকিরা সবাই চেচিয়ে তার প্রতিউত্তর দেয়। কেউ বলে ভালবাসা...প্রতিউত্তর আসে ঘৃনা! কেউ বলে প্রেম...প্রতিউত্তর আসে বিরহ!
এভাবেই চলছিল.....এমন সময় কেউ একজন বলে উঠল পুলিশ....সাথে সাথে রব উঠল 'ঘুষ'.....আরেকজন বলল কাস্টম....রব উঠল 'ঘুষ'।।।
ইদানিং 'রানা প্লাজা'র কথা মনে এলেই কেন যেন আমার 'অসভ্য' (!!!) শব্দটাও মনে আসে।।।
২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২২
শ্রীঘর বলেছেন: বেশ হইছে।
৩| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৩
ভাইটামিন বদি বলেছেন: আম কিন্তুক কুন মাননীয় মন্ত্রীর কথা বলি নাই
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১৯
মোঃ জুম্মা বলেছেন: ভালো লাগল