![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
আমরা বড়রা যখন কথা বলি তখন নিজেদের মধ্যে কোন ভাষার ব্যবহার হবে তা নিজেরা ঠিক করে থাকি। মজার ব্যাপার হচ্ছে এই বড়রাই যখন বাচ্চাদের সাথে কথা বলি তখন নিজের অজান্তেই বাচ্চাদের ভাষায় কথা বলি.......যে ভাষার হয়তো কোন আগা-মাথা নেই।
মেয়েটা যেহেতু জন্মসুত্রে ব্রিটিশ তাই আংরেজীটা আশপাশ থেকেই শিখে নিবে জানতাম। আর তাই আমার প্লান হচ্ছে মেয়ের সাথে সবসময় বাংলায় কথা বলবো যাতে বাংলাটা শিখতে পারে। কিন্তু কোথায় কি......কথার শুরুতে বাংলা আরম্ভ করলেও দেখা যায় আমি এক পর্যায়ে ওর সাথে আংরেজীতেই বাতচিত চালিয়ে যাচ্ছি নিজের অজান্তেই। ফলাফল 'অশ্বডিম্ব'........মেয়েটার ভাষা হয়ে যাচ্ছে 'জগাদা'র খিচুড়ির' মত। কাজ শেষে বাসায় গিয়ে আজ স্কুলে গিয়েছ কিনা জানতে চাইলে উত্তর দিবে - 'আমি আজকে স্কুলে যাইছি না' অথবা 'আমি টুডে স্কুল যাইছি'। তারপর হয়তো আমাকে জিজ্গেস করবে - 'বাবা তুমি কাজে যাইছো'? হয়তো আমার চোখের সামনে কোন একটা ভূল করেছে, আমি কিছু বলার আগেই বলবে - 'বাবা প্লীজ ডোন্ট বকা মি....আই ডিড নট মিন টু ডু ইট'!!!! কোন রকম বাংলা; তা'ও আবার আংরেজী উচ্চারনে!
©somewhere in net ltd.