নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাইটামিন বদি

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

ভাইটামিন বদি

মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....

ভাইটামিন বদি › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভাষা'র মাস.....নেত্রী-বৃন্দ এবং সাকিব!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

বেশ ক'বছর (সম্ভবত ৯/১০ সাল হবে) আগের ঘটনা। এক বন্ধুর বাসায় বসে আড্ডা হচ্ছিল.....নির্দিষ্ট কোন বিষয় ছাড়াই.....সাথে বন্ধু-পত্নীর দেয়া ভাজাভুজি আর চা। এমন সময় একটি বাংলা চ্যানেলে খবর শুরু হওয়ায় সবার মনোযোগ সেদিকে। খবরের শিরোনামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন এক জনসভায় ভাষনরত ছোট্ট একটু ভিডিও ক্লিপ দেখাতেই বন্ধুর ৩ কি ৪ বছর বয়সের মেয়েটা বাপের দিকে তাকিয়ে প্রশ্ন করে - 'বাবা আন্টিটা কি আবার বকা দিবে?'। আমরা বোকার মতো বন্ধুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাই? তখন বন্ধু ব্যাখ্যা করে - তার মেয়ের বাংলা চ্যানেল দেখে দেখে ধারনা হয়েছে 'এই আন্টিটা সব সময় বকা দেয়'।

মাননীয় 'বয়োবৃদ্ধ, উচ্চ আসনে আসীন, বর্তমান- সাবেক, অতীত-ভবিষ্যত, সুদুর ভবিষ্যতের প্রধানমন্ত্রী, মন্ত্রী, নেতা, পাতি, প্রোপািত নেতা-নেত্রী বৃন্দ' আপনারা আপনাদের সু-উচ্চ অবস্থান থেকে যে ধরনের ভাষা (...নাকে খত দেয়া, থুথু চেটে খাওয়া, গোলাপী, কপালি....!!!) বা অঙ্গ-ভঙ্গি করে গা-দুলিয়ে, দাত-মুখ খিচিয়ে (রিতিমত আগুন ঝরা অবস্থা!) বক্তব্য রাখেন তাতে আপনারা বা আপনাদের আশপাশের লোকজন কতটা আমোদিত হয় জানিনা তবে আমরা আম-জনতা বড় শরমিন্দা হই।

.....দোহাই লাগে আপনাদের বিশ্বাস করুন এ ধরনের ভাষা, অঙ্গ-ভঙ্গি আপনাদের বয়স এবং অবস্থান কোনটার সাথেই মানায় না।

......ভেবেছিলাম আমাদের গর্ব সাকিব হাসানের সেই বিশেষ অঙ্গ-ভঙ্গি নিয়ে কিছু বলবো......কিন্তু ভেবে দেখলাম গলদটা আসলে অন্য জায়গায়!!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

পাঠক১৯৭১ বলেছেন: মেয়ের বয়স এখন ১৪, হাসিনা এখনও আছে; মেয়ে কি বলে?

মেয়ে হয়তো নতুন অনেক কিছু শিখেছে, আপনি ১০ বছরে নতুন কিছু শিখেছে বলে মনে হচ্ছে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

ভাইটামিন বদি বলেছেন: ৭১ এর পাঠক, আমাদের বয়োবৃদ্ধ এই নেতা-নেত্রী'রা বলতে বলতে এতটাই বলেছেন যে নতুন করে বোধ হয় আর কিছু বলার নাই!.... মঞ্চে উঠে কে কি বলবেন আর কে কোন পরিবারের কোন সদস্যের (জীবিত / মৃত) 'ফাতেয়া' দিবেন তা আগেই বলা যায়। আর ভাষার ব্যবহার??? তাও মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি! ফলে প্রায়ই উনাদের (!) মঞ্চে ভাষন কালীন সময়টুকু অন্য চ্যানেলে ঘুরে আসি।।।

২| ০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২২

ত্রিভুজ বলেছেন: এখনো আছেন ব্লগে? অনেকদিন পর দেখলাম :)

০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

ভাইটামিন বদি বলেছেন: অাপনি যে এখনো....তাও আবার আমার মতো অগন্যের ব্লগে!!!!
....ভাল আছেন আশা করি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.