নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাইটামিন বদি

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

ভাইটামিন বদি

মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....

ভাইটামিন বদি › বিস্তারিত পোস্টঃ

তুলা'র ধুনকরেরা.....

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৩

গতরাতের কথা। বসে বসে দেশের পত্রিকার হেড-লাইন গুলো ব্রাউজ করছি আর সেসময় টিভিতে দেশের খবরও চলছে। একটা হেড-লাইনে ( সংসদে টি.আই.বি. কে তুলাধুনা করেছে সরকার ও বিরোধী দল মিলে!) খোচা দিয়েছি মাত্র ভেতরটা দেখবো বলে......সে সময় একই খবরটাই দেখানো শুরু করেছে টিভিতে। খুব মনোযোগ দিয়ে মাননীয় মহান সাংসদ'দের 'ধুনো-ধুনি' দেখলাম!

জানিনা বর্তমান ফেসবুক জেনারেশান 'তুলা ধুনকর' নামক প্রফেশন এর লোকজন কখনো দেখেছে কিনা বা তাদের কাজ-কারবারই বা কি ধরনের?

খুব মনে আছে ছোটবেলা যেখানে কেটেছে সেখানে বিচিত্র ধরনের প্রচুর ফেরিঅলা আসতো। সবচেয়ে খুশি হতাম কটকটিঅলা দেখলে....ঘরের ভাঙ্গাচোরা লোহা-লক্কড়, বোতল, পেপার সবকিছু দিয়ে এই কটকটি খেতাম। আরো কিছু ফেরিঅলা আসতো, 'দা-ছুরি-বটি ধার করাইবেন' বা 'তুলা ধুনাইবেন....লেপ-বালিশ বানাইবেন' বলে বলে সুর করে চিল্লাতো। আশপাশের কেউ এদেরকে ডাকলে খুব খুশি হতাম.....দলবেধে এদের কাজকারবার দেখতাম। খুবই এক্সাইটিং একটা ব্যাপার ছিল!

পেপারে পত্রিকায় দেখি আমাদের মহান (!) নেতা-নেত্রীরা একে অপরকে যে ভাষায় কাবু করেন তার সাথে 'তুলা-ধুনা' ব্যাপারটিকে তুলনা করতে। যদিও এর সাথে বেচারা 'তুলা ধুনকর'দের প্রফেশানের কোন সম্পর্ক নাই।

....গতকাল আমাদের মাননীয় মহান (!) সাংসদদের কথা-বার্তা (তুলা-ধুনানি) শুনতে শুনতে ভাবছিলাম, মাননীয় সাংসদগন কষ্ট করে তুলা ধুনকরের ভুমিকায় কনভার্ট হওয়ার চাইতে কিছু প্রফেশনাল 'তুলা-ধুনকর'কেই সাংসদ বানিয়ে (অটো সিস্টেমে!) সংসদে নিলে কেমন হয়???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.