![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
মেয়ের মাথায়ও মনে হয় বাপের মতো গন্ডগোল আছে! বিশেষ করে গাছ-গাছালি নিয়ে। সেদিন দেখি বসে বসে গাছের সাথে গল্প করছে। জানতে চাইলাম কি কর? বলে - গাছের সাথে গল্প করি! কেন গল্প কর? উত্তর - এতে নাকি গাছের গ্রো করতে হেল্প হয়! এরপর কিছুক্ষন বাপ-বেটি বাগানের সেই প্রিয় খেলাটা খেলি.........'স্পট দি নিউ ব্লুম'। নতুন কোন ফুল ফুটলে সেটা কে আগে নোটিশ করতে পারে তার কম্পিটিশন।
আমার অতি প্রিয় হাসনাহেনা খুব মিস করছিলাম বলে একবার অাস্ত দুইটা হাসনাহেনার চারা সুটকেসে করে এনে চেস্টা করেছিলাম। ......দুর্ভাগ্য বৃটেনের বিখ্যাত ওয়েদার উনাদের সহ্য হয়নি!!!! অারো দুইটা অতি প্রিয় ফুল খুব মিস করি, 'বেলী এবং শিউলী'। লাস্ট কবে শিউলী ফুল ছুঁয়েছি মনেও করতে পারছি না।
........লাইফ গোওজ অন.......আপাতত বিলেতি ফুলেই বাপ-বেটি''র মাথার গন্ডগোল কমাই।।।
১৯ শে মে, ২০১৪ রাত ১০:২১
ভাইটামিন বদি বলেছেন: কন কি???
....আমি তো ভাবছি মেয়েও আমার মতো......মাথায় গন্ডগোল!!!
২| ১৯ শে মে, ২০১৪ রাত ১০:২৪
সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: হাহা... মেয়ে খুব ভাল কাজ করতেছে, উৎসাহিত করেন তাকে। এমন পাগলের দরকার আছে দুনিয়ায় ! :#P
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ রাত ৯:৪৪
সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপু ,কথা বললে যে গাছের গ্রো তে হেল্প হয়, ঘটনা কিন্তু সত্যি। বেচারির মাথায় কোন গণ্ডগোল নাই
Click This Link