নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাইটামিন বদি

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

ভাইটামিন বদি

মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....

ভাইটামিন বদি › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে জাইল্যা (জেলে) হৈতে ইচ্ছা করে.....

২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৩

ইদানিং দেশের 'মাথা' শ্রেনীর লোকজনের কথা-বার্তা শুনলে মাঝে মাঝে জাইল্যা (জেলে) হইতে মুঞ্চায়!!!! এত কিছু থাকতে হঠাৎ জাইল্যা কোন দু:খে???



.......ছোটবেলাটা যেখানে কাটছে সেইটা মোটামুটি সাগরের কাছাকাছি একটা জায়গা। হাটতে হাটতেই সাগর পাড়ে যাওয়া যাইত। সপ্তাহে ৩/৪ দিন সমুদ্র পাড়ে না গেলে পেটের ভাত হজম হৈত না। সাগরের কাছাকাছি একটা বসতি ছিল। মোস্টলি জেলেদের বসবাস বলে জাইল্যা পাড়া নামে পরিচিত। সেখানকার মোটমুটি সবাই সাগরে মাছ ধরে লোকাল বাজারে বিক্রি করত। সব মাছ বাজারে বিক্রি করতে না পারলে সন্ধ্যার পর লোকালয়ে ফেরি করে বিক্রি করার চেষ্টা করতো। সন্ধ্যার পর সাধারনত বেশ সস্তায় এদের কাছ থেকে মাছ কেনা যেত। মনে আছে মাত্র ৬/৭ টাকা কেজি দরে সামুদ্রিক ইলিশ কিনতাম এদের কাছ থেকে।



সন্ধ্যার পর লোকালয়ে ফেরি করেও যদি সব মাছ বিক্রি করতে না পারত তাহলে দেখতাম বাকি মাছ গুলোর মাথা কেটে ফেলে দিয়ে পচনের হাত হতে রক্ষা করার চেষ্টা করতে। কারন মাছের পচন নাকি শুরু হয় মাথা থেকে।



.......আমাদের সমাজেও সার্বিকভাবে যে পচন শুরু হয়েছে তাতে এ সমাজ কে রক্ষা করতে হলে.......।।।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:৪২

আদম_ বলেছেন: চিটাগাংয়ে ছিলেন নাকি? কোথায়? কোন স্কুলে পড়তেন?

২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ভাইটামিন বদি বলেছেন: হালিশহর......পি. এইচ. অামিন একাডেমি। আপনি?

২| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:০৫

আদম_ বলেছেন: দক্ষিণ হালিশহরে ছিলাম। ৬/৭ টাকা কেজি ইলিশের কথা শুনেই বুঝতে পেরেছি চিটাগাংএর কথা। আহারে কি দিন ছিলো সেই গুলা। দুর্গার মা ইলিশ মাছ বেচতে আসতো। এখনকার পুলাপান মনে করবে গুল মারছি। হাই স্কুল ছিলো দক্ষিন হালিশহর উচ্চ বিদ্যালয় (নেভী হাসপাতাল গেইটের উত্তরে)। আপনার স্কুলটা চিনতে পারিনি। তাওতো বহু দিন আগের কথা।

২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪৫

ভাইটামিন বদি বলেছেন: অামার স্কুলটা হচ্ছে দক্ষিন কাট্টলি ফইল্যাতলি বাজারের ওখানে.....আপনারটা চিনছি.....তবে অনেক দুরে.....ভাল থাকুন এখন যেখানেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.