![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
'পুকুর চুরি' শব্দটার সাথে প্রথম পরিচয় ঘটে সম্ভবত যখন ক্লাশ সেভেন বা এইটে পড়ি তখন। বোকা কিসিমের ছিলাম বলে (এখনো অাছি....মাশাল্লাহ্। বয়সটা একটু বাড়ছে এই যা!) অনেক কিছুই বুঝতাম না। জীবনের অনেক ছোট-খাটো জটিলতা বোঝা তো ছিল বহু দুর অস্ত! তবে জানার কিওরিসিটি ছিল অনেক। কেন? কিভাবে? কোথায়? এখন একই কাজ আমার মেয়ে করে......প্রশ্নের পর প্রশ্ন! চেষ্টা করি উত্তর দিতে.....আর না জানলে সোজা বলে দেই 'আমি জানি না'।
তো ছোট্ট মাথায় কোনভাবেই ঢুকতো না অাস্ত পুকুর কিভাবে চুরি করা সম্ভব? একে তাকে জিজ্গেস করে দেখি.....কোন সদুত্তর পাই না। মোটামুটি সবাই কেমন যেন ভুজুং-ভাজুং করে কিছু একটা বলে বুঝিয়ে দেয়ার চেষ্টা করে। জাতি হিসেবে আমরা কেন যেন 'আমি জানি না' বা 'আমি দু:খিত' এ ধরনের বাক্য গুলো বলতে বা শুনতে অভ্যস্থ নই। সবাই মোটামুটি সব বিষয়েই জ্ঞানী......বিশেষ করে রোগী দেখতে গেলে রোগ বিষয়ে সু-পরামর্শ দেন না এমন বাঙালী খুব কমই অাছে।
যাই হোক এক বড় ভাই অবশেষে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন (সত্য-মিথ্যা জানি না, তবে উনার ব্যাখ্যাটা আমার মন পসন্দ হৈছিল) । বড় ভাইয়ের জবানিতে -
কোন এলাকার ক্ষমতায় থাকা দলের লোকাল নেতা সেই এলাকার জনস্বার্থে (!) এলাকায় একটি পুকুর খনন করার জন্য সরকার থেকে পয়সা-কড়ি আনল কিন্তু পুকুর খনন না করে পুরা পয়সাটাই হাপিস করে দিল। এইটা হইল খুবই সাধারন একটা চুরি। এরপর পরবর্তী মেয়াদে যখন অন্য দল ক্ষমতায় আসল তখন সে দলের লোকাল নেতা তো আর একই জায়গায় জনস্বার্থে (!) আরেকটা পুকুর খনন করার প্রজেক্ট আনতে পারবেন না; তাই তিনি বিগত সরকারের আমলে খননকৃত (???) পুকুরটি জনগনের ক্ষতি করছে মর্মে পুকুরটি জনস্বার্থে (!) ভরাট করার জন্য নতুন করে সরকারের কাছ থেকে পয়সা-কড়ি আনালেন। পুকুর যেহেতু খননই করা হয়নি সেহেতু পুকুর ভরাটকরন প্রজেক্টের পুরো টাকাটাই হাপিসকরন। এইটাই হইল পুকুর চুরি। তখন থেকেই জানলাম পুকুরও চুরি করা যায় এবং সেটা কিভাবে?
আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বৈদেশীদের বেশ ঘটা করে সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়েছে (যদিও অরিজিনাল দেশী মুক্তিযোদ্ধারা কি যে দুরাবস্থার মাঝে আছেন তার খবর নেয়ার কেউ নেই) এবং দেয়া সেই ক্রেস্ট এ ভেজাল নিয়ে বেশ লেখালেখি হচ্ছে দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংবাদ সম্মেলনে বেশ উশ্মা প্রকাশ করেছেন। কারন ক্রেস্ট এ ভেজাল দেয়া বা দু:র্নীতি করার চাইতে এটা নিয়ে লেখালেখি করার কারনেই নাকি আমাদের সন্মান হানি বেশী হচ্ছে! যারা জাতি হিসেবে আমাদের জন্য চুড়ান্ত রকম অবমাননাকর এই দু:র্নীতি'র সাথে জড়িত তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেয় হবে বা হচ্ছে তার কোন খবর নেই বরঞ্চ আমাদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে বৈদেশী এই বন্ধুদের নতুন করে আবারো ক্রেস্ট দেয়ার।
.....বাহ্ বাহ্ অতিশয় চমৎকার। গতবার যারা ভাগ বাটোয়ারা পাননি তাদেরও একটা ব্যবস্থা হয়ে গেল!!!! ধন্য আমি জন্মেছি এদেশে।।।
১৩ ই জুন, ২০১৪ রাত ২:২৬
ভাইটামিন বদি বলেছেন: হা...হা....হা......ঘুরায়া ফিরায়া একই কথা। ......ভাগ করো করো হালুয়া-রুটি........সব শ্লা'ই চুতিয়া (দু:খিত)
২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯
ভাইটামিন বদি বলেছেন: পত্রিকান্তে দেখলাম সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের পদকে স্বর্ন সংক্রান্ত দূর্নীতির প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রীর সোজাসাপটা জবাব 'স্বর্নকার মায়ের গয়নাতেও ভেজাল করে'।
.....আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কেন বার বার 'দুবৃত্ত' অার 'দূর্নীতিবাজ' দের পাশে দাড়াতে হচ্ছে? কি এমন রাজনৈতিক গোমর যার কারনে 'এদের' কে এভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন?
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩
ঢাকাবাসী বলেছেন: না আর ক্রেস্ট দেয়া হবেনা বলেছেন ওটার মন্ত্রী কারন আগের মন্ত্রী চুরী করসে বলে অভিযোগ আর এই মন্ত্রী তাকে বাঁচাবার জন্য দুপায়ে দাড়া! আবার ক্রেস্ট দিলে দপ্তরের টাকা শেষ হয়ে যাবে তখন আর মাল বানানো যাবেনা।