নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাইটামিন বদি

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

ভাইটামিন বদি

মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....

ভাইটামিন বদি › বিস্তারিত পোস্টঃ

ফখরুদ্দীন স্ট্রীট লন্ডনে!!!!!

২৩ শে জুন, ২০১৪ রাত ৮:৩৮

বিগত কিছুদিন ধরে আমাদের কোম্পানীর ট্রেনিং মেটেরিয়াল ডেভেলপমেন্ট এর উপর কাজ করছি। বিভিন্ন ডিপার্টমেন্ট এর লোকজনের সমন্বয়ে একটা টিম.......বিচিত্র সব অভীজ্ঞতা শেয়ার করছি। এই যেমন একজন তার টিকেট বিক্রির অভীজ্ঞতা শেয়ার করতে গিয়ে জানালো, একবার এক বয়ষ্ক মহিলা তার কাউন্টারে টিকেট কিনতে আসলে সে ঐ মহিলাকে খুব ইনোসেন্টভাবে এ্যাডভাইস করেছিল সে যদি লোকাল কাউন্সিলে যোগাযোগ করে তাহলে 'ফ্রীডম পাস' (লন্ডনে বসবাসকারী ৬৫ উর্ধ নারী-পুরুষ লোকাল গভর্নমেন্ট থেকে পুরো লন্ডনের পাবলিক ট্রান্সপোর্টে ফ্রী ট্রাভেল করার জন্য এই পাসটি পায়) পেতে পারে। কারন ভদ্রমহিলাকে দেখে তার ৬৫ উর্ধ মনে হয়েছিল এবং পয়সা দিয়ে টিকেট কিনছিল বলে মায়া লেগেছিল। আমার সেই কলিগের এ্যাডভাইস শুনে ঐ মহিলা তো রেগেমেগে একেবারে আগুন অবস্থা! কারন এই কথায় তাকে বয়ষ্ক মিন করা হয়েছে.......এটা তাকে সরাসরি ইনসাল্ট করা! মহিলা এটা নিয়ে ফরমাল কমপ্লেইন করে আর সেটা নিয়ে অনেক যন্ত্রনা হয়েছিল। গুরুজনদের কাছে শুনেছি মহিলাদের বয়স নিয়ে সরাসরি কথা বলা নাকি শরিয়তেও নিষেধ আছে!!!!!



অারেক কলিগ অরিজিন কালো কিন্তু নাম হইলো 'এন্তোনি হোয়াইট'! সে তার নাম সংক্রান্ত বিডম্বনার গল্প করছিল বেশ রসিয়ে। বাঙালী হিসেবে আমারো তো কিছু বলা লাগে......নাইলে ইজ্জতের সওয়াল??? এমনিতেই মেজাজ খারাপ থাকে এরা আমার নামটা ঠিক মতো উচ্চারন করতে পারে না দেখে!!! এবার আমি কইলাম লন্ডনে কিন্তু আমার নামে একটা রাস্তা আছে......সবার মধ্যেই কেমন যেন একটা অবিশ্বাসের দৃষ্টি! তখন আমি চট করে গুগল ম্যাপে 'ফখরুদ্দীন স্ট্রীট'টা বের করে দেখিয়ে দিই। .....সবাই কেমন যেন কনফিউজড্ হয়ে জানতে চায় রিয়েলি এটা আমি কিনা বা কেন? কিভাবে? ইত্যাদি....ইত্যাদি? তখন আমি বেশ ভাব নিয়ে বোকা সোকা একটা হাসি দেই অার বলি, লেটস ব্যাক টু দ্যা ট্রেইনিং ডিসকাশান। থাক না বেটারা কনফিউজড্।।।।









মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: রিয়েলি এটা আমি কিনা বা কেন? কিভাবে? ইত্যাদি....ইত্যাদি? তখন আমি বেশ ভাব নিয়ে বোকা সোকা একটা হাসি দেই অার বলি, লেটস ব্যাক টু দ্যা ট্রেইনিং ডিসকাশান। থাক না বেটারা কনফিউজড্।।।।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে জুন, ২০১৪ রাত ২:৪১

ভাইটামিন বদি বলেছেন: :-):-):-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.