নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাইটামিন বদি

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

ভাইটামিন বদি

মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....

ভাইটামিন বদি › বিস্তারিত পোস্টঃ

আরো কিছু সংখ্যা......!!!!

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

প্রতি বছর ঈদের আগে-পরের সময়টাতে একধরনের দম বন্ধ করা আতঙ্ক নিয়ে অপেক্ষা করি! লঞ্চ ডুববে.....বাস-ট্রাক মুখোমুখি সংঘর্স হবে....। এটাই যেন নিয়তি......হায় ফি বছর এভাবেই!!!!

নিয়তি মেনে নিয়েই দুরুদুরু বুকে খোজ খবর নিতে থাকি এ্যাকসিডেন্ট রুটে প্রিয়জন-আপনজন, পরিচিত কেউ যাতায়ত করে না তো? বাকিদের কথা ভুলেই যাই!!!! ভুলেই যাই দূর্ঘটনায় নিহত/আহত এরা সবাই শুধু মাত্র একেকটা সংখ্যা নয়........এদের প্রত্যেকেরই রয়েছে কোন না কোন প্রিয় মুখ.......কোথাও কোন প্রিয় মুখ অপেক্ষা করে আছে ফিরে আসবে বলে। আচ্ছা ডুবে যাওয়ার আগ মুহুর্তে বা ঠিক শেষ সময়টাতে কি ভাবছিল এই মানুষ গুলো??? তারা কি অপেক্ষারত প্রিয়জনের মুখটাই দেখছিল নাকি এখনো শ্বাস-প্রশ্বাস নিতে থাকা এই আমাদের অভিশাপ দিতে দিতেই চলে গেল মহান প্রভুর কাছে। .....হে মহান প্রভু, বিশ্বাস করি এবং আশাকরি তারা তোমার কাছে ভালই আছে।



অাচ্ছা ওরা কি ওদের অভিশাপ গুলো তোমাকে জানিয়েছে??? না জানালেও তুমি তো ঠিকই জানো! এখনো শ্বাস-প্রশ্বাস নিতে থাকাদের একজন হিসেবে তাদের দেয়া সেই অভিশাপ থেকে আজ আর পানাহ্ চাইবো না.......। জাতি হিসেবে আমাদের বোধহয় অভিশপ্তই হওয়া উচিৎ!!!



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬

ভাইটামিন বদি বলেছেন: যখন আমার পরিচিত গন্ডির 'বাঙালী/বাংলাদেশী'দের সাথে কথা বলি তখন প্রায় সবাইকেই কথা-বার্তা বা চিন্তা-চেতনায় খুব পজেটিভ বলেই মনে হয়......কিন্তু যখন এ্যাক্ট বা কাজের বেলায় আসি তখন জাতি হিসেবে আমরা (ইনক্লুডিং আমি নিজেও!) কেন যেন সবাই মিলেই 'রং ডুয়িং'!!!
.....আমি প্রিটি সিওর নদী মন্ত্রকের যে লোকগুলো এই লঞ্চটিকে চলাচলের অনুমোদন বা ফিটনেস সার্টিফিকেট দিয়েছে তারা প্রত্যেকেই তাদের পরিচিত মন্ডলে বেশ অমায়িক ভাল মানুষ হিসেবেই পরিচিত। এই লোকটা বা লোকগুলো তাদের পারিবারিক/বন্ধু মহলে একেকজন বেশ চমতকার পার্সন....!!!
......কিন্তু কাজের বেলায় কেন যেন আমরা আমাদের কাজটুকু ঠিকমতো করছিনা!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.