![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
মেয়েকে বাংলা বলতে বাধ্য করার জন্য ওর সাথে বাসায় সচেতন ভাবে সবসময় বাংলা বলার চেষ্টা করি। সে ইংরেজী বলতে চাইলে আমি সোজা বলি আমি ইংরেজী বলতে পারি না এবং বুঝিও না! .....তখন উল্টা জবাব দেয়, কাজে তো পার (:-!
অবশ্য ইদানিং বেচারির বাংলা বলার কোশেস দেখে আমারই মায়া হয়!
অনেক কষ্ট করে ইংরেজী থেকে বাংলায় ট্রান্সলেট করে করে বলার চেষ্টা....'আমি যাইছি না....তুমি কোতায় যাইছো.....আজকে তুমি গেছিলা না' টাইপ!
বেচারির বাংলা বলার কোশেস দেখে মনে পড়ে এদেশে এসে প্রথম প্রথম আমার নিজের আংরেজী বলার কষ্টকর কোশেস এর কথা। কোন কিছু বলতে হলে প্রথমে বাংলায় মনে মনে চিন্তা করে তারপর আংরেজীতে ট্রান্সলেট করে করে বলা। সে এক চমেৎকার 'আংরেজী'!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
হরিণা-১৯৭১ বলেছেন: কথার কথা, পড়ে সময় নস্ট