![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....
হাসপাতাল নামক ব্যাপারটায় আসলেই আমার কেন যেন মন খারাপ হয়ে যায়। আসলে চারিদিকে মানুষের কষ্ট আর বিষাদ মাখা মুখ দেখতে ভাল লাগে না। কিন্তু এখন অতটা খারাপ লাগছে না......বরঞ্চ হাসপাতালের ছ'তলায় বসে দিগন্ত দেখতে দেখতে কফি'টাই এনজয় করছি।......ঠিক বুঝতে পারছি না মন খারাপ করা উচিত কিনা? অাশা-পাশের মানুষগুলোকে অবশ্য বেশ আমোদে আছে বলেই মনে হচ্ছে.....কি জানি এতবড় হাসপাতালের এই কর্নারে হয়তো হাসিখুশি মানুষদেরই আনাগোনা! কেন যেন আজকাল সবকিছুই 'সহনবোধ্য' মনে হয়......কত অবলীলায়ই আমরা আমাদের অতি আপনজন হারানোকেও মেনে নিই!....আসলেই কি মেনে নিই? .....বুকের গভীরে....খুবই গভীরে যে কান্দন চাগা দিয়ে উঠে সেটা কি তাহলে?
......মাঝে মাঝে ইদানিং খুব মনে হয় হুট করে চলে গেলে কি হবে???.....কিছু অতি আপনজনদের খুব গভীরে হয়তো সেই কান্দন সময়ে-অসময়ে চাগা দিয়ে উঠবে।......আচ্ছা কেউ কি খুশি হবে?.....কেন জানি বড় জানতে ইচ্ছে করে।।।
©somewhere in net ltd.