নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাইটামিন বদি

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

ভাইটামিন বদি

মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....

ভাইটামিন বদি › বিস্তারিত পোস্টঃ

.....গোরস্থ হওয়ার ইচ্ছা!

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৬

সমস্যাটা দেখা দিয়েছে বহু পুরাতন কিছু মুরুব্বীর কবর নিয়ে! অার নইলে কবর ভাগাভাগির ব্যাপারটাও মোটামুটি একটা সমাধানের কাছাকাছিই বলা চলে। এখন তো গ্রামের উত্তরাংশের সবাই 'জজবা পীর' (ম:জি:আ:) এর ভক্ত আর দক্ষিনাংশের সবাই 'মজমা পীর' (হা:জি:বা:) এর ভক্ত। গ্রামের সবকিছুই মোটামুটি এই দুই পীরছাহেব কেবলা'র আশেকানরদের মােঝ ঠিকঠাক করাই আছে। সন্মানীত আশেকানরা নিজ নিজ গন্ডীর মাঝেই বিয়ে-শাদী, সামাজিকতা সহ অন্য সব কর্ম-কান্ড করে থাকেন। যদিও এই দুই পীর কেবলা'র আশেকানদের মধ্যে মাঝে মাঝে নিত্য নতুন কিছু ইস্যু নিয়ে ঝামেলা বাধে! এইতো সেদিন তিয়াস রহিম সাহেবের গ্রামের কবরস্থানে কবরস্থ হওয়ার শেষ ইচ্ছাটা নিয়ে ঝামেলাটা পাকালো। ইনি কোন পক্ষের মুরিদ ছিলেন তা নিয়েই ঝামেলাটা বাধলো......!
এই গ্রামের সব কিছুই এই দুই 'পীর ছাহেব কেবলা'র মাঝে ভাগ বাটেয়ারা হৈলেও গোরস্থানটা মাঝে মাঝেই ঝামেলা পাকায়......! কারন বর্তমান 'গদীনশীল পীর ছাহেব'দের বাবা ছিলেন পুরা গ্রামেরই সন্মানীত পীর, আর উনার আশেকান মুরুব্বী কিছু মুরিদের কবর ছড়িয়ে আছে গোরস্থানের সবখানেই।।।

*** ডিসক্লেইমার : এটি এই ভদ্রলোকের (!) উর্বর কল্পনাপ্রসুত একটি গ্রামের চিত্র.....কেউ যদি জীবিত, মৃত বা অর্ধমৃত কারো বা কোন কিছুর সহিত মিল খোজার চেষ্টা করেন তবে তাহা হইবে নিজ দায়িত্বে (নতুন আই.সি.টি ধারা খিয়াল কৈরা!)***

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: আই.সি.টি ধারার ভয়ে কিছুই কইলাম না আর :-& B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.