নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাইটামিন বদি

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

ভাইটামিন বদি

মনে হয় আর পারছি না.....কিন্তু পারতে যে হবেই....

ভাইটামিন বদি › বিস্তারিত পোস্টঃ

খাজনা এবং বাজনা বাজানো.....

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:২১

গতকাল থেকেই মেয়ের প্লান বাপকে সাথে নিয়ে আজকে কেক বানাবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি বিশাল এক লিখিত পরিকল্পনা নিয়ে হাজির (কে জানে ভবিষ্যতে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয় কিনা!) । সে লিখিত বিশদ প্লােন কে কি দায়িত্বে থাকবে, কেক এর বিস্তারীত ডিজাইন, প্রসেস কে কিভাবে শুরু করবে, কোন কারনে প্রসেসে ব্রেক নিতে হলে ( যেমন- টয়লেটে গেলে হাত না ধুয়ে কোন কিছু ধরা যাবে না.....এবং কেন ধরা যাবে না তার সচিত্র ব্যাখ্যা সহ....) কি করতে হবে ইত্যাদি ইত্যাদি......। যাক সকালের নাস্তা-পানি শেষে অবশেষে বাপ-বেটির কেক তৈরী মিশন শুরু হল.......মিশনের প্রথম স্টেপ জনে জনে প্রত্যেককে একটা করে রান্নার এপ্রোন গায়ে দিতে হবে!!!! এপ্রোন গায়ে চড়াতেই আমার 'বহুব্রীহি' নাটকের সেই বিখ্যাত 'মামা' এবং তার প্রজেক্টগুলোর (খাস করে 'হে মাছ' প্রজেক্ট) কথা মনে পড়ে.......। অবশেষে কইন্যা আমার ট্যাবলেটে ইউটিউবে কেক প্রস্তুত সংক্রান্ত ভিডিও চালু করে এবং আমাদের বাপ-বেটির কেক প্রস্তুত প্রক্রিয়া শুরু হয়......।
.....খাজনার চাইতে বাজনা বেশি বোধহয় একেই বলে!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.