নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু উবাইদাহ আল হিন্দী আমি ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করি

আবু উবাইদাহ আল হিন্দী

লেখক, দ্বায়ী, এক্টিভিস্ট

আবু উবাইদাহ আল হিন্দী › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে জিহাদ ও বন্দী মুক্তির জন্য অর্থ কালেকশনের ব্যাপারে সতর্কবার্তা!

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:৪১



আল্লাহ তাআলা ইরশাদ ফরমান,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانفِرُوا ثُبَاتٍ أَوِ انفِرُوا جَمِيعًا
হে ঈমানদারগণ! তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো এবং পৃথক পৃথকভাবে কিংবা সমবেতভাবে (জিহাদের) অভিযানে বেরিয়ে পড়। (সুরাহ নিসা-৭১)
.
ইমাম ইবনুল জাওযি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে দুই ধরণের সতর্কতার কথা উল্লেখ করেছেন।
এক. অস্ত্র সাথে রাখার সতর্কতা,
দুই. শত্রুর ব্যাপারে সতর্কতা
.
এ আয়াতে আল্লাহ তাআলা জিহাদের অভিযানে বের হওয়ার পূর্বে সতর্কতা অবলম্বনের আদেশ করেছেন। অর্থাৎ জিহাদের সাথে সতর্কতার গভীর সম্পর্ক রয়েছে।
এই সম্পর্ক এতো গভীর যে, যারা সতর্কতা অবলম্বন করবে না, তাদের দ্বারা জিহাদের অভিযান পরিচালনা বা জিহাদের কাজ আঞ্জাম দেওয়াই সম্ভব হবে না। কারণ, যাদের দ্বারা আল্লাহ তাআলার প্রথম আদেশ পালন করা হবে না, তাদের দ্বারা একই আয়াতের দ্বিতীয় আদেশ তথা জিহাদের অভিযানে বের হওয়া কীভাবে সম্ভব হতে পারে !
.
সুতরাং উপরোক্ত আয়াতের আলোকে এটি স্পষ্ট যে, যারা জিহাদ করতে চাইবে, তাদের জন্য শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। সতর্কতা অবলম্বন করা আল্লাহর আদেশ এবং ইবাদত। ফলে দেখা যায়, যারা শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বনের ইবাদত পালন করছে না, তাদের দ্বারা জিহাদের হচ্ছেই না বরং তারা নিজেরা ত্বগুতের জালে আটকে যাচ্ছেন।
.
আমাদের এই ভূমির বাস্তবতায় ত্বগুত প্রশাসন জিহাদের চিন্তাকে নির্মূল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে, জিহাদস সমর্থকদেরকে গ্রেপ্ত|র করা। জিহাদ সমর্থকদেরকে গ্রেপ্ত|র করে তারা সর্বদা জিহাদের ব্যাপারে আতঙ্ক সৃষ্টি করে রাখতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, যাদেরকে গ্রেপ্ত|র করা হয়েছে, তাদের প্রায় অধিকাংশ ব্যক্তিকেই অনলাইনের কোনো না কোনো মাধ্যম থেকে গ্রেপ্ত|র করা হয়েছে।
.
সেই লক্ষ্যে তাদের প্রধান টার্গেট হচ্ছে, অনলাইনের বিভিন্ন মাধ্যমে টোপ ফেলে গ্রেপ্ত|র করা। সিটিটিসি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা ফেইসবুক,টেলিগ্রাম ও অন্যান্য মাধ্যমে বিরাট সংখ্যক আইডি খুলে জিহাদ করতে ইচ্ছুক মুখলিস ভাইদের সাথে সম্পর্ক করছে। এমনকি বিশ্ব|স করানোর জন্য তারা কোনো কোনো আইডি থেকে জিহাদ বিষয়ক পোস্টও দিয়ে থাকে। এক পর্যায়ে তারা সেসব জিহাদ সমর্থক ভাইদের মোবাইল নাম্বার কিংবা নাম-ঠিকানা সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্ত|র করছে।
.
জিহ|দ সমর্থক ভাইদেরকে গ্রেপ্ত|রের আরেকটি ধরণ হচ্ছে, অনলাইনে জিহাদের জন্য কিংবা বন্দী ভাইদের মুক্তির জন্য টাকা কালেকশনের আহবান করা। এটি অনেকসময় গোয়েন্দা সংস্থাগুলো আয়োজন করে থাকে। অনেকসময় কিছু সরলমনা ভাইও এমনটি করে থাকেন। আবারো কখনো কখনো প্রত|রক চক্র অর্থ কালেকশন করে থাকে। যারাই এই আয়োজন করুক না কেনো, গো;য়েন্দ| সংস্থাগুলো সেই নাম্বার ট্র্যাক করে যারা টাকা দিয়েছে, তাদেরকে খুব সহজেই গ্রেপ্ত|র করে ফেলে।
.
সুতরাং অনলাইনে কারো সাথে মোবাইল নাম্বার, পরিচয় শেয়ার করা কিংবা জিহাদ ও বন্দী মুক্তির জন্য অনলাইনে কাউকে টাকা দেওয়ার মাধ্যমে নিজের অজান্তেই নিজেকে গোয়েন্দাদের হাতে সপে দিচ্ছেন। আমরা যদি সতর্ক না হই, যদি শত্রুর জালে নিজেকে আটকে ফেলি, তাহলে আমাদের দ্বারা হয়তো জিহাদের মতো ইবাদত আঞ্জ|ম দেওয়া সম্ভব হবে না। বরং আমাদের দ্বারা জিহাদ ও দ্বীনের শত্রুরাই লাভবান হবে।
.
আরেকটি বিষয়, কোনো জিহাদি তানজিম বা বুঝমান জিহাদি ভাইয়েরা কখনোই অনলাইনে সাদাকা কালেকশন করবে না। এই বিষয়টি আপনারা ভালোভাবে মাথায় রাখবেন। তাহলে আশা করি, ক্ষতির শিকার হবেন না ইনশাআল্লাহ।
.
আল্লাহ তাআলা আমাদেরকে স;তর্ক'তার সাথে জিহাদের পথে অগ্রসর হওয়ার তাউফিক দান করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.