![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক, দ্বায়ী, এক্টিভিস্ট
.
সম্প্রতি ইন্টারপোল ই/স/র|য়েলি নাগরিক ইয়োয়েল আল্টারকে গ্রেফতার করেছে, যে ই/হু/দি গোষ্ঠী "লেভ তাহোর"-এর অন্যতম সদস্য। গুয়|তেম|ল|য় তাকে আ/টক করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, তাকে মেক্সিকোতে বিচারের সম্মুখীন করা হবে। "লেভ তাহোর" নামের এই কাল্টকে বিশ্বের অন্যতম বৃহত্তম শি/শু প|চ|রক|রী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে ১৬০টিরও বেশি শি/শুকে উ/দ্ধা/র করা হয়েছে এবং ৪০ জন ন|রী-কে সহিংসতা থেকে মুক্ত করা হয়েছে।
.
এই চর/মপ/ন্থী ই/হু/দি সংগঠনটি কেবল শি/শু প|চা| নয়, বরং নি-র্য|তন, জো/র/পূর্বক বিয়ে, যৌ/ন নির্য|তন এবং ন|রী/দেরকে বিক্রি করার মতো গুরুতর অপর|ধের সাথে জড়িত। তবে আশ্চর্যের বিষয় হলো, বিশ্ব মিডিয়া এই ঘটনাগুলোকে তেমন গুরুত্ব দিচ্ছে না! কেন? কারণ অপরাধীরা মু/স/লিম নয়! মুসলিমদের বি/রু/দ্ধে যেকোনো অভিযোগ হলে বিশ্ব মিডিয়ার হেডলাইনে তা আসে, কিন্তু ই/হু/দি, খ্রি/স্টা| বা অন্যান্য সম্প্রদায়ের অপরাধীরা ধরা পড়লে সেটিকে ধামাচাপা দেওয়া হয় বা গুরুত্ব কমিয়ে দেখানো হয়।
.
লেভ তাহোর: কিভাবে এই চ/রমপ/ন্থী গোষ্ঠীর উত্থান?
.
"লেভ তাহোর" (হিব্রু ভাষায় অর্থ: "বিশুদ্ধ হৃদয়") প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে ই/স/র|য়েলে। এটি মূলত উগ্রপন্থী ই/হু/দি গোষ্ঠী "হাসিদিক" ধারার অনুসারী। সংগঠনটি প্রথমে ই/স/র|য়েলিয়েলেই সক্রিয় ছিল। পরে তারা কানাডা, যুক্তরাষ্ট্র, নি/র্য|তনমেক্সিকো, গুয়|তেম|ল| ও অন্যান্য দেশে গোপনে স্থানান্তরিত হয়।
.
মূল অপরাধসমূহ:
.
✔ শি/শু পাচার: কম বয়সী শি/শুদের অপহরণ করে গোপন লোকেশনে নিয়ে যাওয়া।
✔ জো/রপূ/র্বক বি/য়ে: ১২-১৩ বছর বয়সী কিশোরীদের ৪০-৫০ বছরের বৃদ্ধদের সাথে জো/রপূ/র্বক বি/য়ে দেওয়া।
✔ যৌ/ন নি/র্য|তন: লেভ তাহোরের নেতা এবং সদস্যরা সংগঠনের এবং অপহরন করা মে/য়ে/দের উপর যৌ/ন নি/র্য|তন চালাতো।
✔ শি/শু এবং ন|রীদের বিক্রি করা: বিভিন্ন পতিতালয় সহ বিভিন্ন যায়গায় ন|রী এবং শি/শুদের বিক্রি করা।
.নি/র্য|তন
এত ভয়াবহ অপর|ধের পরও বিশ্ব মিডিয়া কেন এদের বি/রু/দ্ধে এত নীরব?
.
পশ্চিমা মিডিয়ার দ্বৈতনীতি: মুসলিম হলে সন্ত্রাসী, ই/হু/দি-খ্রি/স্ট|ন হলে ‘মানসিক রোগী’!
আমরা লক্ষ্য করি, যদি কোনো মুসলিম ব্যক্তি বা সংগঠন কোনো সরকার বিরোধী কাজে জড়িত হয় বা অন্য কোন কাজ যা পশ্চিমাদের পছন্দ নয়, তবে পশ্চিমা মিডিয়া সেটিকে "ইসলামিক চ/রম/পন্থা" বলে প্রচার করে এবং পুরো মুসলিম সম্প্রদায়কে দায়ী করে। কিন্তু যখন কোনো ই/হু/দি বা খ্রি/স্ট|ন গোষ্ঠী জঘন্য অপরাধ করে, তখন সেটাকে "বিচ্ছিন্ন ঘটনা" বা "মানসিক সমস্যার কারণে সংঘটিত অপরাধ" বলে চালিয়ে দেওয়া হয়।
.
যখন কোনো অপরাধকে "মানসিক সমস্যা" বা "বিচ্ছিন্ন ঘটনা" বলা হয়, তখন সেটি ব্যক্তিগত বলে ধরা হয়, যার ফলে পুরো গোষ্ঠী বা আদর্শকে দায়ী করা হয় না। কিন্তু যদি সেটাকে "ধর্মীয় উগ্রবাদ" বলে প্রচার করা হয়, তখন তা পুরো সম্প্রদায় বা ধর্মের ওপর দায় চাপায়। ফলে, ই/হু/দি বা খ্রি/স্ট|ন অপরাধীদের ক্ষেত্রে "মানসিক সমস্যা" বা "বিচ্ছিন্ন ঘটনা" বলে বিষয়টি হালকা করা হয়, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে পুরো ইসলামকে দায়ী করে মিডিয়া ও রাজনীতি এটাকে বড় করে উপস্থাপন করে। এভাবেই পশ্চিমা শক্তিগুলো মুসলিমবিরোধী প্রচারণা চালায় এবং ই/হু/দি-খ্রি/স্ট|ন অপরাধীদের দায়মুক্তি দেয়।
.
উদাহরণ হিসেবে দেখুন:
.
©somewhere in net ltd.