নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যার পর স্ত্রী ও যুবতী শ্যালিকার মাঝখানে বসে জনৈক ভদ্রলোক চানাচুর মুড়ি চাবাইতে চাবাইতে টেলিভিশনে টম এন্ড জেরি দেখছিল। বলাবাহুল্য যে তার স্ত্রীর নাম হাঁসি আর শ্যালিকার নাম খুশি। দাঁতের নীচে কাঁচামরিচ পড়তে স্ত্রী পানি আনতে রান্নাঘরে যেতেই লোডশেডিং। ভদ্রলোক শ্যালিকার গালে একটি চুম্বনে এঁকে দিতে চেস্টা করতে শ্যালিকা বলে উঠল দুলাভাই আমি “খুশি”। দুলাভাই শ্যালিকার গালে চুম্বন এঁকে দিয়ে সন্তুষ্ট চিত্তে বলিল আমিও খুব “খুশি“। এ গল্পটা আপনারা অনেকেই জানেন। এইখানে শ্যালিকার উচ্চারিত আমি “খুশি” হইলো Noun আর দুলাভাইয়ের উচ্চারিত “খুশি” হইলো Adjective.
আফগানিস্থান থেকে আমেরিকার প্রস্থানে শতভাগ শিয়া ইরান, প্রবল প্রতিদ্বন্দি চীন আর চির শত্রু রাশিয়া খুশি, তবে আমি বুঝিতে পারিতেছি না তাদের এই খুশি Noun নাকি Adjective!
আমেরিকার প্রস্থানে খুশি হওয়া গেলেও বারোশত কিলোমিটারের সীমান্তের ওপারে নিজেদের কাফের মনে করা কট্টর সুন্নি তালে/বান ক্ষমতায় থাকা অবস্থায় ইরানের খুশিটা অবশ্যই Adjective না বরং Noun.
আফগানস্থানের সীমান্তে ওপারে কনসেন্ট্রেশন ক্যাম্পে পূর্ণশিক্ষা প্রদান কালে রোজাদার সুন্নি উইঘুর মুসলমানদের জোর করে শুকুরের গোশত খাওয়ানো চীনের খুশিটা অবশ্যই Adjective না বরং Noun.
রাশিয়ার অবস্থাটা সাদা চামড়ার নিঃসন্তান দম্পতির কুড়ি বছর অপেক্ষার অবসান শেষে একটা নিগ্রো বাচ্চা হওয়ার মত, কোলে নেবে কি নেবে না ঠিক বুঝতে পারছে না কারন রপ্তানী পণ্য হিসাবে রাশিয়ার আছে এস-৪০০, তালে/বানদের আছে র্যাডিক্যাল ইসলাম। তাই আমেরিকার প্রস্থানে রাশিয়ার খুশিটা অবশ্যই Adjective না বরং Noun.
আমরা হয়ত ইতিহাসের এক অবিশ্বরনীয় মূর্হুত অতিক্রম করছি।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাল
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৮
ফুয়াদের বাপ বলেছেন: খবই ভালো পর্যবেক্ষন। এই ভাবনাটা আমার মগজেও বিড়বিড় করছিল যে চীন না হয় মজুদকৃত লিথিয়াম পাবার আশায় কট্টর ধর্মানুসারীদের পদলেহন করছে তাই বলে ইরান মতো কট্টোর শিয়া যারা সুন্নিদের কাফের মনে করে তারাও সমর্থ্যন দিচ্ছে...সাথে যারা যারা দিচ্ছে তারা হয়তো বৈশিয়িক ব্যাবসা সার্থ্য নয়তো এন্টি আমেরিকা ইগোতে আফগানের কাঁধে হাত রাখছে...
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ওকে। গুড।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৭
কামাল১৮ বলেছেন: কয়েকদিন পর যখন ঘুষি দেখাবে তখন সেটা হবে ভার্ব।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি তুরস্ককে মিস করে ফেললেন ! ও ব্যাটার খুশিটা কি ? Noun, Adjective?
ভালো কথা - আমাদের মোদী দাদাও একটু হাসিখুশির ভান করছেনবা করার প্রস্তুতি নিচ্ছেন। তারটা কি হবে ? Noun, Pronoun, Verb, Adjective?
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৩
শাহ আজিজ বলেছেন: বাহ , দারুন বাঁশ হয়েছে !!