![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে অনেকেই আছেন যারা এ্যানড্রোয়েট মোবাইল ফোন ব্যবহার করেন।
আমি তাদের কাছ থেকে সৎ পরামর্শ চাচ্ছি। ভাবছি সামসং গ্যালাক্সি মিউজিক ডিওস কিনব, কিন্তু ফেসবুকে ওদের ওয়েব পেজে গিয়ে দেখলাম অনেকেই এটার সমালোচনা করেছেন। আবার দেখছি সিমফোনী অনেক এমন ধরনের সেট আছে ।
তাই আপনাদের সুপরামর্শ চাচ্ছি। আর এটা মনে থাকবে সারা জীবন।
বাজেট সর্বোচ্চ ১৬০০০/-
অপেক্ষায় আছি আপনাদের পরামর্শের জন্য...
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
নেওয়াজ শরিফ বলেছেন: সনি এক্সপেরিয়া েথকে কোন একটা নিতে পারেন। এটা সবচেয়ে ভাল হবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
বিবেকহীন মানুষ বলেছেন: ওয়ালটনের ২টা নতুন সেট বের হয়েছে R1 এবং G1। আপনার বাজেটের ভিতরেই পাবেন। যতটুকু জানি সবাই ভালোই বলছে। আমি ওয়ালটনের প্রিমো ব্যবহার করছি গত ৩-৪ মাস ধরে। কোন সমস্যা পাইনি। ৭০০০ টাকা দিয়ে যা পেয়েছি তাতে খুবই খুশি!
এই ওয়েবসাইট দেখতে পারেন। অনেক আইডিয়া পাবেন
http://www.androidkothon.com/