![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগ যুগান্তরে চলে এসেছি প্রথার বিপ্রতীপে, বসবাস তাই আগুনের বিপরীতে।।
জানো, আমি না আমার ভেতর সতের খানা ছবি বুনেছি।
কোন টা দুঃখের মত সাদা, কোনটা রাতের মত রূপালী
কোথাও কালো রং-এ আমার একাকিত্ব, কোনটা আবার স্বপ্নীল।
দুঃখের ছবি, হাঁসি-কান্নার পোর্ট্রেইট, আনন্দ মিছিলের স্কেচ ...
আরো কত রং জমল! কত কথায় মরীচা ধরল!
আচ্ছা বলো তো, ঠিক কত টাকার রং লাগবে আর-
আঠার নং ছবিখানার শেষ দৃশ্যপটে তুলি টানতে?
ইতমধ্যে কালো রং-এর ভীষণ অপচয় হয়েছে
সাদা সাদা আলো গুলো ফুরিয়ে এসেছে। টিউব শূণ্য প্রায়।
আঠের তম পোর্ট্রেইট টা শেষ হলে আমি তোমাকে চাই।
আরো অনেক গুলো দীর্ঘ সরোবরে নীল-সবুজ রং দিয়ে
তোমাকে আঁকব বলে।
শততম ছবি হোক, আশিতম অথবা শেষ ছবিতে
কাঁপা কাঁপা হাতে পেন্সিলের খোঁচায় পাশাপাশি দুটো মানুষ চাই।
পূর্ণতা বা স্বাধীনতা যায় বলো,
কাগজ কিংবা প্রচীন শরীরে জলরং তোমাকে তুলি দিয়ে এঁকে নেব।
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা!
দু’একটা বানানের ভুল ঠিক করে নিন।
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫
অদিতি মৃণ্ময়ী বলেছেন: আচ্ছা
৩| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮
বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লাগলো ।
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৯
অপু তানভীর বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল ! কবিতা বুঝি না !
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬
অদিতি মৃণ্ময়ী বলেছেন: শীট! আমি তো ভাবসিলাম অন্তত এই কবিতাখানা বোধগম্য হবে, শিরোনাম দেখে!!!
৫| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
টুম্পা মনি বলেছেন: আঠের তম পোর্ট্রেইট টা শেষ হলে আমি তোমাকে চাই।
আরো অনেক গুলো দীর্ঘ সরোবরে নীল-সবুজ রং দিয়ে
তোমাকে আঁকব বলে।
শততম ছবি হোক, আশিতম অথবা শেষ ছবিতে
কাঁপা কাঁপা হাতে পেন্সিলের খোঁচায় পাশাপাশি দুটো মানুষ চাই।
চমৎকার লাগল।
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ আপু।
৬| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:১১
পিয়ালী দও বলেছেন: ভাল লাগল...
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৮
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ!! চমৎকার। ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে লেখা আগের চাইতে অনেক ভালো হচ্ছে। চর্চা অব্যহত থাকুক। শুভ কামনা রইল।
ওহ হ্যাঁ, বানানগত ব্যাপারে একটু সতর্ক হবেন। বানান ভুল হলে অনেক ভালো লেখাই পাঠক সমাদৃত হয় না।
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩১
অদিতি মৃণ্ময়ী বলেছেন: বানান ভুল শুধ্রাতে সত্যিই ব্যাস্ত আমি। এইচ এস সি'র আর দশ-পনেরো দিন বাকি আছে। বাংলা পরীক্ষা তো প্রথমেই! দোয়া করবেন কাল্পনিক ভাইয়া। -_-
৮| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৩৩
উদাস কিশোর বলেছেন: আফা !
আপনারা এত ভাল লিখেন ক্যামতে ?
ঈর্ষা হয়
অব্যাহত থাকুক লেখা ।
১৮ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪৬
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ভালো লেখা! এত সুন্দর মন্তব্য কিভাবে করেন? অব্যাহত থাকুক আপনার মন্তব্যরা ।
৯| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০১
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ
১০| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩১
হাসান মাহবুব বলেছেন: দু:খের রঙ সাদা, রাতের রঙ রূপালী, নতুন ধরণের রঙভাবনা। ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১
অদিতি মৃণ্ময়ী বলেছেন: দুঃখের রং সাদা বলেছি, কেননা বিষাদ অথবা দুঃখ যায় বলিনা কেন, ওগুলো কিন্তু বেরঙ হয়। তাই সাদা।
রাতের রং রূপালী বলতে খুব প্রিয় জোছনা রাতগুলোকে মনে করেছি।
১১| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই সুন্দর!!
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৩
অদিতি মৃণ্ময়ী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
১২| ২০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: পূর্ণতা বা স্বাধীনতা যায় বলো,
কাগজ কিংবা প্রচীন শরীরে জলরং তোমাকে তুলি দিয়ে এঁকে নেব।
ভাল লাগল।
২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৩| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
খুব ভাল লাগল ++++
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬
অদিতি মৃণ্ময়ী বলেছেন:
১৪| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১
ইখতামিন বলেছেন: অনেক সুন্দর
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ ইখতামিন
১৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ২:২২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: শুভেচ্ছা
সংকলনে যাচ্ছে ...
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন: অংশবিশেষ নয় পুরো কবিতাই নান্দনিক সুন্দর ৷
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ধন্যবাদ আপনাকে/
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪
শুঁটকি মাছ বলেছেন: লোকজন এত সুন্দর করে কবিতা লেখে কিভাবে? আমি তো এক বছর মাথা খাটালেও এরকম দারুন কবিতা লিখতে পারবো না। অসাধারণ লিখেছন অদিতি।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮
অদিতি মৃণ্ময়ী বলেছেন: এই যে, হাত দিয়ে কি বোর্ড দিয়ে লিখছে। হা হা হা। অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
ভাল লাগল ।