নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব কাছের মানুষটিকে হারানোর কষ্ট কতোটা তা শুধু সেই জানে,যে হারায় ! {আতিক + মৌমিতা}

এডমিন আতিক

এডমিন আতিক › বিস্তারিত পোস্টঃ

কাউনিয়া কলেজের সেই হিন্দু মেয়েটি {আতিক+মৌমিতা}

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

"সে অনেক দিন আগের কথা"

আমি তখন কাউনিয়া কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার এ পড়তাম...

সেদিন আমরা কয়েকজন বন্ধু মিলে ৯ নাম্বার হল রুমের সামনে বসে ছিলাম।

আর আমাদের পাশ দিয়ে তিনটা মেয়ে যাচ্ছিলো.....

তাদের মধ্য একজনকে আমার ভীষন ভালো লেগেছিলো...

মেয়েটির নাম ছিলো "মিস্টি" {ছদ্দনাম}

মিস্টি মেয়েটি ছিলো মিস্টির মতোনেই"

তার মাতাল করা রুপ, টানাটানা দুটো চোখ,তার হাসিতে যেনো মুক্তা ঝরে...


কয়েকদিন পরে আমি আমার এক বন্ধুসহ মিস্টির সাথে দেখা করে আমার মনের কথা জানিয়ে দেই মিস্টিকে"

এবং মিস্টিও আমার প্রশ্নের জবাবে হ্যা বলে দেয়...

এভাবে কিছুদিন চলতে থাকে আমাদের ছোট্র ভালোবাসা!

আমরা দুজনে কয়েকদিন সুখেই ছিলাম,কিন্তু বিধাতা যে এ সুখ আমাদের মাঝে বেশি দিন রাখবে না তা জানতাম না।

মিস্টি ছিলো হিন্দু আর আমি ছিলাম মুসলিম।

কিন্তু এই ব্যাপারটি আমরা কেউ জানতাম না"

একদিন হঠাত্‍ করেই আমরা দুজনে জানতে পারি আমরা দুজন আলাদা আলাদা ধর্মের....

একদিন মিস্টি আমাকে ফোন করে বললো"

আতিক,
আমি আর তোমাকে ভালোবাসতে পারবোনা।
আমাকে তুমি ভুলে যাও।

এতোদিন আমাদের দুজনের মাঝে যা ঘটেছিলো তা স্বপ্ন বলেই ভেঁবে নিও।

এদিকে আমার বাবাও আমার জন্য বিয়ে ঠিক করেছে...

বিস্বাস করো আতিক, আমি আর তোমাকে কষ্ট দিতে চাইনা...


সেইদিনেই মেয়েটার সাথে আমার শেষ কথা হয়েছিলো।
জানি মিস্টি এখন অনেক সুখেই আছে।

এখনো কাউনিয়া কলেজে মিস্টিকে দেখলে মনের ভিতর অন্য রকম এক অনুভূতি কাজ করে...

ফিরে যেতে মন চায় সেই অতীতের দিনগুলোতে"


প্রিয় বন্ধুরা এই বোল্গে এইটা আমার প্রথম পোস্ট।

সাগর ভাইকে অনেক ধন্যবাদ আমাকে বোল্গ আইডি খুলে দিয়ে সাহাজ্য করার জন্য"

FB/GPTRICK

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সাগর দাশ ৭১ বলেছেন: ভালো লিখেছ। চালিয়ে যাও।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

এডমিন আতিক বলেছেন: সাগর ভাই আমার এই পোস্টটা Home page এ দেখা যাচ্ছেনা কেনো?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

সাগর দাশ ৭১ বলেছেন: ফেসবুকে আসেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.