![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় খোলা হয়েছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সেক্স স্কুল । দেয়া হয়েছে দ্য অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল সেক্স স্কুল। সুইডেনের স্কুলশিক্ষিকা ইলভা-মারিয়া থম্পসন নামের মহিলা এটি প্রতিষ্ঠা করেছেন ।
এ স্কুলে প্রেমিকদের শিখানো হবে কিভাবে ভালবাসাকে আরও উপভোগ্য করে তুলতে হয়। কিভাবে সঙ্গিনীকে আনন্দ দেয়া যায়। স্কুলের প্রতিষ্ঠাতা বলেছেন, ১৬ বছর বয়সের বেশি বয়সী যে কেউ তার ওই স্কুলে ভর্তি হতে পারেন। এক টার্মের জন্য দিতে হবে ১৪০০ পাউন্ড।
এ কোর্সে ভর্তি হওয়া ‘ছাত্রদের’ রাখা হবে ওই স্কুলের সঙ্গেই যুক্ত ডরমিটরিতে। সেখানে তাদেরকে ‘হোমওয়ার্ক’ চর্চা করতে হবে। কোর্সের শেষে তাদেরকে সনদ দেয়া হবে।
স্কুলের প্রধান আরও বলেন, আমাদের শিক্ষা শুধু তত্ত্বীয় নয়, খুব বেশি প্রাকটিক্যাল। গুরুত্ব দেয়া হবে কিভাবে একজন ভাল প্রেমিক বা প্রেমিকা হওয়া যায়।
তবে ওই স্কুলের কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে অস্ট্রিয়াতে তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে। তারা একটি বিজ্ঞাপন দিয়েছে টেলিভিশনে তাতেও ব্যবহার করা হয়েছে আপত্তিকর দৃশ্য। ফলে অস্ট্রিয়ান টিভি তা সমপ্রচার বন্ধ করে দিয়েছে।
২| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৪
আদরসারািদন বলেছেন: কতজন এইডারে কতভাবে ভালা পায় গো ভাই
৩| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৫০
ডট কম ০০৯ বলেছেন: হরি!! হরি!!
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আ.....

বলি আর কিসু বাকী রাখলো না!!!!
আমাদের সুশীলদের খুব ভালু হল। তাদের রসনা পূজার ভবিষ্যত ভেবে কতইনা পুলকিত