![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে ০১৭৫৪৪১১৩৯৫ এই নাম্বার থেইকা এক বেডায় আমারে ফোন দিয়া কয়, তিনি নাকি গ্রামীণফোন অফিস থেইকা ফোন দিছে আর আমি নাকি ১৪ লাখ টাকা দামের টয়োটা গাড়ি পাইছি। এখন কিভাবে আমি সেটা পেতে পারি তা জনতে রিপ্লাই তেনারে আবার ফোন দিতে। মাগার আমি দেই নাই।
১৪,০০০০/- টাকার ক্ষ্যাতা পুরি
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯
আদরসারািদন বলেছেন: হুম!
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫
স্বপ্নসমুদ্র বলেছেন: তারে মেসেজ দ্যান ভাই ফুনে ট্যাকা নাই। আপনার গাড়ির একটা টায়ার বেইচ্চা কিছু ট্যাকা ফ্লেক্সি করেন, আমি তাইলে কল দিমু।
৪| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
আদরসারািদন বলেছেন: হ ভাই তাই কর্তে হইবো
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
শায়মা বলেছেন: আমিও পাইসিলাম। আমাকেও ফোন দিতে বলেছিলো আমিও দেই নাই। থাক এত কষ্ট করে দেওয়া টাকা তারা নিজেরাই নিক।