![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ছোট কুঁড়েঘরের সুখে
আকাশজোড়া রাত্রি ছিল ঝুঁকে,
ঐ ঘরটা তোমার, সুখে থাকো।
ঘরের পাশে এক যে ছিল রাত
তার যে ছিল ভুবনজোড়া হাত,
ঐ হাত টা পথের, ধরে রাখো।
ঘরের ভেতর চক্রে পাওয়া কেউ
মনের ভেতর প্রথম প্রেমের ঢেউ,
ঐ মনটা নদীর, তাকে ডাকো।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আদ্রিজা বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর!
আড়াই অক্ষর শিরোনামে তিন ত্রিপদীর কবিতাটা খুব ভাল লাগলো। শিরোনামটা এমন দিয়েছেন কেন??
কবিতায় ভাল লাগা + +
এ ব্লগে আপনার প্রথম পোস্টটা পড়তে এখানে এলাম। ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। এখানে আপনার বিচরণ আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
১৩ ই মে, ২০১৮ রাত ১০:৪৩
আদ্রিজা বলেছেন: এত আগের পোস্ট খুঁজে বের করে মন্তব্য করেছেন!! একই সাথে বিস্মিত এবং আনন্দিত!!
এএলোমেলো বিক্ষিপ্ত কিছু অক্ষরকে ছন্দে বাঁধার চেষ্টা,, যার পুরোটা প্রকাশিত হয় নি, তাই আড়াই অক্ষর।
বিলম্বিত প্রতিউত্তর এর জন্য ক্ষমা প্রার্থী।।
এতটা উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।।
ভালো থাকবেন।।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর ||