নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়ে দাও, চলে যাই

আমজনতার ভিড়ে একটি হঠাৎ চুমুর মতোই আমার আবির্ভাব

কাব্য যোদ্ধা

নিজের সম্পর্কে আজ পর্যন্ত কিছুই লিখতে পারিনি, হাত কাপাকাপি শুরু হয়ে যায় ! খুবই বিরক্তিকর এবং কনফিউজিং মানুষের লিস্টে প্রথম সারিটা আমারই দখলে

কাব্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আমি মাদারচোদ কাকে বলবো ?

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩



কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করে এরপর হত্যা ।
এবং কোথায় ধর্ষিত হয়েছে ?
ক্যান্টনমেন্টে, সেনানিবাসের ভেতরে ...

মেয়েটার ছবি দেখলাম-
প্রায় সবকয়টা ছবিতেই হিজাব পড়ুয়া পর্দানশীল একটা মেয়ে বলে মনে হয়েছিল ।

সে সাফা কবিরদের মতো কোমর বের করে হাঁটা চলা করার মতো মেয়ে ছিল না,
তবুও ধর্ষিত হলো ... তাও একদম ক্যান্টনমেন্টে ।
লাশ পাওয়া গেছে জঙ্গলে ...

আমি মাদারচোদ বলবো কাকে ?
যে ধর্ষণ করেছে তাকে ?
নাকি এই দেশটা যাদের কারণে নরক হয়েছে তাদেরকে ?

আমি কাকে মাদারচোদ বলবো ?
নষ্ট মানসিকতার লোকদের নাকি একের পর এক ধর্ষণের আসামির জামিনে মুক্তি পাওয়া আইনসভাকে ?

ধর্ষণের একমাত্র বিচারে প্রকাশ্যে ফাসি হোক,
একদম শাহবাগের মাঝখানটায় একটা মঞ্চ করা হোক ।

কিন্ত, কে করবে মঞ্চ ? আর কেই বা দিবে ফাঁসি ?
এখন ২৩শে মার্চ,
একটা জাতীয় দৈনিকে আসেনি সোহাগীর নাম ।

মাদারচোদ কাকে বলবো আমি ?
যে ধর্ষণ করেছে তাকে ? নাকি এড়িয়ে যাওয়া এই আমাদেরকে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.