| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মিমি
এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।

হে বাংলা আমি বারেবারে তোমারি কোলে ঢোলে পরি।
কেন তোমারি কাছে ছুটে চলি।
তোমাকেই কেন ভালোবাসি।
কেন তোমার কথাই সবার আগে ভাবি।
হে বাংলা তোমাকে কতটা ভালোবাসি।
তোমার মায়ার সাগরেই ভাসি। ![]()
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
আফসানা মিমি বলেছেন: ধন্যবাদ
২|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৫
অরুনি মায়া অনু বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ,,,
২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
আফসানা মিমি বলেছেন: আমার সোনার বাংলা ![]()
৩|
৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫৫
ফারহানা তাবাসসুম বলেছেন: আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। :-)
৪|
০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
রফিকুলইসলাম বলেছেন:
আমি দেখিনি বায়ান্নর ভাষা যুদ্ধ
শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস
আমি দেখিনি একাত্তরের যুদ্ধ
দেখিনি মুক্তির জয় উল্লাস।
আমি শুনেছি রবী-নজরুলের গান
শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ।
জাগো দেশবাসী, ভুলে রেশারেশি
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
চেতনা উঁকি দেয় শহীদের স্বপ্ন
সুখ শান্তি ধারায়,
যেতে হবে বহুদূর চলো যাই এগিয়ে
নব-সম্ভাবনায়।
তুমি দুঃখ করোনা, ও বাংলা মা,
শত্রু তোমার বুকে ঠাই পাবে না,
জাগো দেশবাসী, ভুলে রেশারেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
অন্ন-বস্ত্র, শিক্ষা-চিকিৎসা,
এ আমার অধিকার,
শান্তির জয় হোক, দুর্নীতি দূর হোক,
এখনই সময় তার,
তুমি ভাবনা করো না, ও বাংলা মা,
বীর বাঙালী পরাজিত হবে না।
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
শিল্পীঃ আসিফ আকবর
অ্যালবামঃ কিছু ভুল কিছু স্মৃতি
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ দেশাত্মবোধক গান
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৬
কবীর বলেছেন: সুন্দর হয়েছে++++++
শুভ ব্লগিং