| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মিমি
এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।

তাহারা ইসলামের বড় বড় কথা বলে।
আবার ভুলে করে হাত থেকে ১০০০ টাকা ফেলাইয়া দিলে,
প্রথমে তাহা হাতে তুলিবে,পরে তা ভালো করিয়া ঝারিবে,আবার ঝারা শেষ হইলে তাহা প্রথমে কপালে লাগাইবে,চুমু খাইবে আর কহিবে 'আহারে ফেলাইয়া দিলাম কেন!'
তাহলে টাকার থেকে আর বড় কি হইল তাদের কাছে!
২|
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
সাদা মনের মানুষ বলেছেন: টাকা পেলে প্রায় সবাই নিবে, এখানে ইসলাম আনার কোন মানে নাই। যারা বিবেকবান তারা সব ক্ষেত্রেই সঠিক চিন্তা করে বা করার চেষ্টাটা অন্তত করে। মানে আমি বলতে চাচ্ছি, হয়তো বা টাকাটা মালিককে ফেরৎ দেওয়ার চেষ্টা করে।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০০
আফসানা মিমি বলেছেন: এখানে ইসলাম কে আনি নি।যারা ইসলামের নাম করে অন্য কাজ করে তাদের কথা বলছি।এখানে মুখ্য বিষয় মানুষ ইসলাম না।আশা করি বুঝেছেন
৩|
০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
রফিকুলইসলাম বলেছেন: ইসলামের শিক্ষা হল রাস্তা থেকে কষ্ট দায়ক বস্তু সরিয়ে রাখা। রাস্তা থেকে পাওয়া টাকা তুলে নেয়া যাবেনা।অর্থ সম্পদ আল্লাহর রহমত।তাই পড়ে যাওয়া টাকা তুলে ছুমু খাওয়া যাবে কিন্তু কপালে ঠেকানো যাবেনা। ইসলামের সমালোচনা না করে লিখার মাধ্যমে সঠিক ব্যখ্যা দিয়ে মানব জাতির উপকার করা সকল বিবেক বান লোকের কর্তব্য।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৩
আফসানা মিমি বলেছেন: এখানে ইসলাম কে ছোট করা হয় নি।এখানে ইসলামের কথা বলা কিছু মানুষের কথা বলা হয়েছে যারা ঠিক মত ইসলাম কে বুঝে না।আশা করি বুঝেছেন
৪|
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩২
মুক্তপাখির মুক্তাঙ্গন বলেছেন: হা হা হা, অসাধারণ দিয়েছেন #আফসানা_মিমি
৫|
০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অজ্ঞতা বশত অনেকে এটা করে। তবে বর্তমানে অনেক প্রচলিত ইসলামিক নিয়ম(পড়ুন বেদআ'ত) অনেকে বর্জন করছে। এটাও এক সময় বিলুপ্ত হবে...
৬|
০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
রায়হান চৌঃ বলেছেন: ভালো বলেছেন আপু
টাকাটাই সব
, টাকার জন্যই চুরিরামারি, গুস, বেস্যা বৃত্তি এমন কি বসের কোলে বসা !! দেখন নাই ?হাজার হাজার মেয়ে দেখাতে পারবো যারা টাকার জন্য বসের কোলে বসে খেলা করছে, শুধু মাত্র টাকার জন্য........ আমার কথা তা না- প্রথমে ইসলাম জানু বুজুন তার পর এই বিষয় টা নিয়ে কথা বলুন..... আর ব্লগে....
অনেক কে ই পাবেন যারা ঘুস খোর, চুরিচামারি, বেস্যা বাড়ি, মানুষ ঠকানো টাকা খেয়ে বড় হইছে আর বড় হয়ে অনেক বড় বড় কথা বলে... নিজেকে বীজ্ঞ ভাবা শুরু করে।
ভালো থাকবেন
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৭
আফসানা মিমি বলেছেন: ইসলাম কে বুঝেই এ কথা বলেছি কারন ইসলামে আল্লাহ অন্য কনো বস্তুর ইবাদাত করা মানা আছে।তবে অনেকে টাকারি ইবাদাত করে।ধন্যবাদ।হয়ত বুঝেছেন
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: তাহারা ১০০০ টাকারও সমান নহে।