| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মিমি
এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।
জানালা,
অদ্ভুত একটা বিষয়,
তাই নয় কি!
এই জানালার ফাকে বসে কত কবিই না লেখেন তাদের অমর কাব্য,
কত মেয়েই না জালার ফাক দিয়ে দূরে তাকিয়ে মুচকি হাসি দেয়,
কত প্রেমী চুল আচড়াতে আচড়াতে জানার দিকে তাকিয়ে অজ্ঞাত এক হাসি ফোটায়,
কত দুখিনী তার চোখের পানি শুধু জানালাকেই দেখায়,
জানার ওপর ভর দিয়ে কত মা-ই না তার সন্তানের প্রতিক্ষা করে,
জানাল মনে রাখে না কিছু।।।
কে যায় আর কে আসে,
জানালা শুধু দাঁড়িয়ে থাকে তারি প্রতিক্ষায় যার আবেগ তাকে ভালোবাসবে, যে তাকে আপন করে নেবে।।।।।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৭
আফসানা মিমি বলেছেন: ধন্যবাদ
২|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
বিল গেইটের সব সম্পদের ৮০% এসেছে জানালা (উইনডোজ) থেকে।
৩|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
জাহিদ অনিক বলেছেন: অঞ্জন দত্তের একটা গান মনে পড়ে গেল।
আমার জানলা দিয়ে যায়না দেখা ইসলামবাদ |
শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ |
কেউ জানলা খুলে এলাবামায় বাংলা গান গায় |
কেউ পড়ছে কোরান বোসে তার জাপানি জানলায় |
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী,
আর সন্ধ্যে বেলায় শুধু জনি কোল্ড্রিন |
গানের সুরে রেষা রেশি দেশা দেশী নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০
আফসানা মিমি বলেছেন: এইত্ত লিখে ফেললেন একটি অসাধারন কবিতা
৪|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪২
ডঃ এম এ আলী বলেছেন: আপনি কি লাইক বাটনটি চেক করেছেন ?
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৩
আফসানা মিমি বলেছেন: জি, একখানা লাইক
৫|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, প্রতি মন্তব্য গুলিতেও আমার লাইক ।
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩
আফসানা মিমি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬|
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

৭|
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:২৩
জাহিদ অনিক বলেছেন: ধুত্তোরি ! ওটা আমার কবিতা না । অঞ্জন দত্তের গান ![]()
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৬
আফসানা মিমি বলেছেন: দুঃখিত তাহলে আমার বুঝতে ভুল হয়েছে।
৮|
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৫
জাহিদ অনিক বলেছেন: ইটস অখে ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২২
ডঃ এম এ আলী বলেছেন: জানালা নিয়ে খুব সুন্দর কথা মালা লিখেছেন
জানালার গ্রীল ধরে ঠেকাই মাথা শুনুন নীচে ক্লিক করে
https://www.youtube.com/watch?v=xCmVgoOgylA