| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফসানা মিমি
এটা আমার লিখিত কাব্য,আর আমার কাব্যে আমি রাজা,,আমিই রানী।।
গতকাল নাকি গোলাপ দিবস ছিল।সুন্দর না?
আজ থেকে দিবস শুরু হলো শুনে কপোট্রনিক চাপ অনুভব করলাম।এ চাপ কমতে আর কত দিন লাগবে?না কেউ জানে না।আমিও জানি না।
জানা তে আমি একটু কাঁচা।যেমন আগেই জানিনি। সেদিন জানতে পেরে মনে হয়েছিল না জানাটাই অনেক ভালো ছিল।
আজ গোলাপ দিবস বলে আমি আজো সাদা ফুল গুলো ভুলিনি।হাহা আমি আজো সে ফুল গুলোর নাম জানি না।শুধু জানি সেগুলো ভালোবাসার ফুল যা শুধু ইন্দিরা রোড পার হলে পাওয়া যায়।এই গোলাপ দিবসের একটা গোলাপ আজীবন পাওয়া রয়ে যাবে।চিন্তার কিছু নেই। প্রতিবারের গোলাপ দিবসএর হিসাব আমি রাখব।কিন্তু হিসাবে যে আমি বড়ই কাঁচা।
আচ্ছা এখানে প্রতিটা হিসাব লিখে রাখব।একবার সময় হলে হিসাব এর পাতা উলটে দেখো।
যেদিন দেনাপাওনা পুরন হবে সেদিন কপোট্রনিক চাপ কমবে।
পৃথিবীর যেসব গোলাপে আমার অধিকার ছিল তা অন্য হাতে মানাবে কি? আমার হাতে অবশ্য কোনো কিছুই মানায় না।
না সেসব গোলাপ নাহলে থাক ঝরেই পরুক, অন্য হাতে না যাক।অন্য হাতে অন্য গোলাপ দিও।আমার গুলো গাছেই ঝরুক।
পাপড়ি গুলো মাটিতে পরে গিয়ে হয়ত আমার হাত ছুঁয়ে দেখবে।
বাকি শব্দ গুলো সাদা হরফে আছে দেখা যাবে না কোনোদিনো ![]()
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৮
আফসানা মিমি বলেছেন: ধন্যবাদ।অনুভূতি গুলো এভাবেই আমার মাঝে থাকুক ![]()
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ভোরবেলার অনুভূতিগুলো বেশ ভালোলাগলো। হাত খুলে লিখে যান। শুভ কামনা রইল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫
আফসানা মিমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯
মোস্তফা সোহেল বলেছেন: গোলাপ দিবসও আছে!আরে জানা ছিল নাতো কোন দুনিয়াই আছি!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
আফসানা মিমি বলেছেন: হা হা হা।ছিল
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
কামরুননাহার কলি বলেছেন: আপি সত্যি কথা কইলেন নাকি। গোলাপ দিবস আছে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫
আফসানা মিমি বলেছেন: জ্বী গতকাল ছিল।
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: হ্যাপি রোজ ডে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
আফসানা মিমি বলেছেন: Happy rose day
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:১৩
সোনালু বলেছেন: বাহ! অনুভূতির চমৎকার প্রকাশ। ভাল লাগল