![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
শিরোনামহীন
অথচ আমি তাকে ভালোবেসেই গেলাম
সে নিদেন পক্ষে আমার ভালো লাগার কথা
তাকে নিয়ে আমার পাগলামীর কথা
কালো অক্ষরে সাজানো কবিতার কথা
না সে কিছুই জানে নি, জানতে পারেনি
যদিও, তার ভাবণায় আমার রাতগুলো নির্ঘুম!
তীরবর্তী জাহাজ ভেসে যায় অই দূর সমূদ্রে
শাদা শঙ্খের ডানায় নীলফুল নীলচিঠি
উড়িয়ে নিয়ে যায় তার কাছে, না বলা কথা
সময় সংগমে চলে আসে ঝড়ের তীব্রতা
নৈঋত ঈশানে হাওয়া বয়ে যায়, সময়
কেটে যায়, অথচ সে আমাকে চেনে না জানে না!
বহুবার আমি তার ঘাটে নোঙ্গর করেছি
বাতাসের কানে কানে কতো পংক্তি ভাসিয়েছি,
বুদ হয়ে থেকেছি, অনিচ্ছুক লতাগাছের লতা
বেয়ে গিয়েছি তার কাছে, নাম না জানা ফুল
পাখিদের জুড়ে দিয়েছি নামের সাথে, অথচ সে
আমায় দেখেনি, জানেনি, বোঝেনি, কথা বলেনি!
আমার স্বপ্নকথার অসংখ্য সমাচার দিয়েছি।
মেঘের ভাঁজপত্রে সংখ্যাতীতবার তার নাম
লিখেছি, আওড়েছি আমার পাগলামীর যতোকথা
ঝির ঝির বৃষ্টিতে, এলোমেলো হাওয়াতে, ভিজেছি
ভেসেছি, জোয়ার ভাটায় গিয়েছি তার কাছে
অথচ সে জানে নি, নিদেন পক্ষে আমার নাম!!
বরং থেকে যাই আরো কিছুক্ষণ
বরং থেকে যাই আরো কিছুক্ষণ
আলতো ছোঁয়ার কিছুটা পরশ
লেগে থাক শরীর প্রাণ জুড়ে!
আর্তনাদের বিলাস অনেক হলো
নিমগ্নতার আলুথালু সংসারে!
শরৎ গেলো, ওশের নাব্যতা বেড়ে
হেমন্ত হয়ে গ্যালো শীতের শহর!
এভাবে অনেক হেরে অনেক হারিয়ে
বোধগম্যতায় বিশাল শূণ্যতার হাঙ্গর!
আদ্র চোখেরা মেঘাচ্ছন্ন থেকে থেকে
মরুর আলেয়ায় খুঁজে একান্ত ছায়া।
দৌড়ে যায় ফিরে আসে, নিষ্পেষিত
দিকভ্রান্ত পথিক হয়ে, কাঙ্গাল হয়ে।
ছাইপাসের সংসারে চারপায়া জন্তু হয়ে
গরলতার উদার উদাহরণ হয়ে!
এভাবে চলতে চলতে পথ গেলো থেমে
কায়ার সঙ্গী ছায়া! আরো কতো এভাবে
ছায়ায় কায়ায় মরণ ডেকে আনবো!
বরং থেকে যাই আরো কিছুক্ষণ।
না হয় নাই হলো খুনশুটি চোখের নখের ঠোঁটের!
তবু নীরবে থেকে যাই আরো কিছুক্ষণ।
সংলাপ না হোক, চায়ের জল না ফুটুক,
তবু এই শীতে পরস্পরের বিক্ষিপ্ত নিশ্বাস,
জোটবদ্ধ প্রশ্বাসের উষ্ণতাটুকুই বা কম কী!
নিষিদ্ধ কথন আর বিষের বাটাবাটি!
বেশ, বেশ হয়।বরং এভাবেই কেটে যাক
আরো কিছু প্রহর!!
উৎসর্গ- প্রিয় ব্লগার এবং কবি ভিয়েনাস ভাইকে।
শুভ জন্মদিন ব্রো।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
ছবি সূত্র- ফেবু।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কেরাণী।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
হাসান মুহিব বলেছেন: +++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুহিব।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
অপর্ণা মম্ময় বলেছেন: যেহেতু উৎসর্গকৃত কবিতা সেহেতু বাড্ডে বয় কে শুভেচ্ছা।
আর আলাউদ্দিনের জন্য - কবিতা লেখা কষ্টের কাজ, শ্রম দিতে হয়। তাই দুইটা/ তিনটা/ চারটা এভাবে একসাথে কবিতা না দিয়ে আলাদা করে একটা কবিতা দিলে সব কবিতার মুল্যায়ন হবে। না হলে একের সাথে অন্য কবিতার তুলনা চলে আসে।
ভালো থাকবেন
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
আসলে কবিতাগুলো প্রায় একই সময় লেখা! কী করে যেন লেখা হয়ে যায়।
আমি নিজেও একই সাথে দুইটা কবিতা পোষ্টের ব্যাপারে আগ্রহী না। আর আজ হয়তো পোষ্টও করতাম না। ব্লগে এসে যখন দেখি ভিয়েনাস ভাইয়ের জন্মদিন তখন মনে হলো কবিতা পোষ্ট করা দরকার।
ভার্চ্যুয়াল জগতে এছাড়া অন্য উপায়ও নেই। তাই পোষ্ট করা।
আশা করি, কবিতাগুলো নিয়ে চুল ছেড়া আরেকটা মন্তব্য পাবো।
শুভেচ্ছা আপু।
শুভ দুপুর।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
অপর্ণা মম্ময় বলেছেন: চুলচেরা বা চুল ছেঁড়া যাই হোক ,সব সময় সম্ভব হয় না। শুরুতেই বলছিলাম যেহেতু উৎসর্গকৃত কবিতা।
ব্লগিং শুভ হোক। বুঝা যাচ্ছে আপনার ভাল সময় যাচ্ছে, হাত খুলে লিখছেন দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর সময়! এর কী কোন ঠিক থাকে। একেক সময় একেক রকম, আগামী মাস থেকে মে বি ব্লগেই রেগুলার থাকতে পারবো না। ব্যক্তিগত ব্যস্ততার কারনে।
আপনারা ভালো থাকবেন।
আপনাদের লেখা কিন্তু ঠিকই পড়বো।
আর গল্প ছাড়ুন।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
লেখোয়াড় বলেছেন:
ছবিটার কি সংজ্ঞা?
+++++++++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছবি সংজ্ঞা আমি দেই কী করে।
থ্যাঙ্কস।
অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখলাম!
শুভ দুপুর।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
অপর্ণা মম্ময় বলেছেন: গল্প দিয়েছি
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গল্প পড়েছি এবং কেন যেন উদাস হয়ে গেলাম!
শুভ বিকেল।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
১মটা বেশী ভাল্লাগসে।
ছবিটা সুন্দর ||
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মুন।
ভালো থাকবেন।
শুভ বিকেল।
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
ভিয়েনাস বলেছেন: কবিতা দুটোর উৎসর্গ সত্যি আমাকে আপ্লুত করেছে। খুবি অবাক হয়েছি কারন এমনটা কখনও আশা করিনি । ভার্চুয়াল জগতে এর চেয়ে বড় গিফ্ট আর কিছু হতে পারেনা।
বারে বারে শুভ কামনা আপনার জন্য
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
এই বার আসল কথায় আসেন! কবে খাওয়াইবেন!
আর না খাওয়ালে কিন্তু উৎসর্গ মুইছা দিমু!
শুভ বিকেল।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
আমিনুর রহমান বলেছেন: বরাবরের মতো অনন্য ও অসাধারণ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আমিন ভাই।
আপনাদের উৎসাহ লিখতে সাহায্য করে।
শুভ বিকেল।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দুটোই কোমল এবং সুন্দর ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস প্রিয় কবি।
শুভ বিকেল।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: হাহাকার এবং আকুলতা মিলেমিশে আছে কবিতাদ্বয়ে। দুটোই খুব ভালো লাগলো।
কিছু শব্দ পাল্টে নিলে ভালো হয় যেমন,
চিনে না-চেনে না
হউক-হোক
বুঝেনি-বোঝেনি
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
চেঞ্জ করে দিলাম।
এমণ পাঠ ভালো লাগে।
শুভ বিকেল।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
আহাদিল বলেছেন: ব্লগে অনেক অনিয়মিত আমি...
নতুন ভালো লিখিয়েদের চিনি না...
অনেক দিন পর ব্লগে এসে সুন্দর কবিতা পড়লাম...
ব্লগের এত্ত লেখার ভীড়ে আপনার কবিতা খুঁজে পেয়ে ভালো লাগল!
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আহাদিল ভাই।
ব্লগে স্বাগতম।
আশা করি ব্লগে নিয়মিত হবেন।
আপনার কমেন্ট অনেক অনুপ্রেরণা যোগাবে।
শুভ বিকেল।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
নেক্সাস বলেছেন: অনেক সুন্দর দুটি কবিতা। কবিতার উপমা, ভাব , ছন্দ সব কিছু গোছালো।
ভাল থাকবনে কবি।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
নুসরাতসুলতানা বলেছেন: দুটি কবিতাই সুন্দর।তবে প্রথমটি অনেক বেশী সুন্দর।অযাচিত একটি মতামত আর তা হলো...অনুবাদের চেয়ে আপনার নিজস্ব লেখা কবিতাগুলিই অনেক ভাল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট।
আসলে আমার বিশ্বসাহিত্য নিয়ে পড়া খুব কম। তাই যা পড়ি নিজের মতো করে ট্রান্সফর্ম করার চেষ্টা করি। যাতে করে শব্দ ভান্ডার বাড়াতে পারি আর উপমা প্রয়োগে আরো বেশি সাবলীল হই।
আপনি মনে হয় অনেকদিন পর আমার ব্লগে কমেন্ট করলেন!
নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকবেন।
শুভ সন্ধ্যা।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
কালোপরী বলেছেন: +++++++++
অনেক আগে একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম, সেটা ডিলিটও করে ফেলেছি। নামটা ছিল কি নাম দেব এর। আপনার শিরোনামহীন দেখে কবিতাটার কথা মনে পড়ল
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি উপযুক্ত শিরোনাম খুঁজে না পেয়েই শিরোনামহীন শিরোনাম দিসি
আপনার অই কবিতাটা ফিরিয়ে আনুন। পড়ি
প্লাসের জন্য থ্যাঙ্কস।
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
নীল-দর্পণ বলেছেন: নামটা বলেছিলেন নাকি? না বললে জানবে কি করে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাম না জানতে চাইলে আমার কী করার আছে!
শুভ সন্ধ্যা।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
কালোপরী বলেছেন: কবিতা তো ড্রাফটেও নাই ডিলিটেড হয়ে গেছে
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ডায়রীতে নিশ্চয়ই আছে! সেখান থেকে শেয়ার দিবেন!
গুড নাইট।
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
নীলঞ্জন বলেছেন: ভালোলাগল। ++++++
@কবি ভিয়েনাসকে: শুভ জন্মদিন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
গুড নাইট।
ভালো থাকুন।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
প্রথম কবিতাটা পড়ে মনে হলো, ইস! আমি ও যদি এমনতর লিখতে পারতাম।
খুবই ভালো লাগলো কবিতা দুটি।
শুভকামনা কবি।।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
গুড নাইট।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
রাইসুল নয়ন বলেছেন: অসাধারণ ।।
ভালো থাকুন কবি ।।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস রাইসুল।
বেশি বেশি পড়বেন।
আর আপনার লেখা অব্যাহত রাখুন।
শুভ কামনা রইল।
গুড নাইট।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন: মুগ্ধতার আবেশ ছড়ানো দুটো প্রেমের কবিতা । বিশেষ করে দ্বিতীয়টার শুরুটা যখন এমন হয়,
বরং থেকে যাই আরো কিছুক্ষণ
আলতো ছোঁয়ার কিছুটা পরশ
লেগে থাক শরীর প্রাণ জুড়ে!
একটা ভালো লাগার পরশ সত্যি বয়ে যায় প্রাণ জুড়ে ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মামুন ভাই।
গুড নাইট।
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়তে মন্দ লাগে নাই -
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জেনে খুশি হলাম।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
রঙ তুলি ক্যানভাস বলেছেন: আজ অনুসারিত দের নতুন পোস্টগুলো দেখছি আর দেখি একাধিকজন প্রেমের কবিতা দিয়েছে!!
বাহ!হতাশার চেয়ে প্রেম ভাল
যদিও প্রেমের কবিতা থেকেও আমি কয়টা লাইন আলাদা করে নিলাম নিজের মত।
"এভাবে অনেক হেরে অনেক হারিয়ে
বোধগম্যতায় বিশাল শূণ্যতার হাঙ্গর!
আদ্র চোখেরা মেঘাচ্ছন্ন থেকে থেকে
মরুর আলেয়ায় খুঁজে একান্ত ছায়া"
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার অনুসারিত সব ব্লগার প্রেমে পড়লো নাকি!
থ্যাঙ্কস আপু।
আপনাকে দেখে ভালো লাগছে।
গুড নাইট।
২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
ভিয়েনাস বলেছেন: @ অনেক অনেক ধন্যবাদ নীল দা
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নীলঞ্জন'দা আপনাকে শুকনা থ্যাঙ্কস জানাইসে ভিয়েনাস ভাই!
গুড নাইট ব্রো।
২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
নুসরাতসুলতানা বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা ।ভাল থাকবেন সবসময়।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
গুড নাইট।
২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
না হয় নাই হলো খুনশুটি চোখের নখের ঠোঁটের!
তবু নীরবে থেকে যাই আরো কিছুক্ষণ।
+++++++++++++++++++++++++ ১০ম ভাল লাগা
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কান্ডারী।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।
২৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
ফালতু বালক বলেছেন: অসাধারণ, খুব ভালো লাগলো , আলাউদ্দিন ভাই।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস বালক।
গুড নাইট।
২৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
রাইসুল সাগর বলেছেন: মনের গহীনে লুকিয়ে থাকা কথা গুলোর চমৎকার কাব্য প্রকাশে অনেক অনেক ভালো লাগা এবং +।
শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ভালো থাকবেন।
গুড নাইট।
২৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
জিদনী বলেছেন:
বলতে হয়তো দেরী হয়ে গেল শুভ জম্মদিন
সবাই তো বলল ভালো হয়েছে আমি কি বলব ???
চমৎকার হয়েছে
আপনাদের কবিতা পরে আমারও একটু অভিজ্ঞতা হবে
আপনারা তো আমার গুরুজন
ভালো থাকবেন
আমার জন্য দোয়া করবেন।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ কামনা রইল।
শুভ সকাল।
৩০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
ফয়সাল হুদা বলেছেন:
যুগল কবিতা প্লাসায়িত কবি...
সে জানে নি, নিদেন পক্ষে আমার নাম!!
কবিতাও দেখি তাই শিরোনামহীন
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি ছিলেন কই এতোদিন?
আর আপনি তুন পোষ্ট দেন না কেন?
থ্যাঙ্কস কবি।
কবিতার শিরোনাম এখনো মাথায় আসে নাই,
শিরোনামহীনই থাকুক
শুভ সকাল।
৩১| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
সায়েম মুন বলেছেন: দুটো কবিতাই ভাল লাগলো কবি।
ভিয়েনাসকে আবারও জন্মদিনের শুভেচ্ছা।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
ভিয়েনাস ভাইকে, জন্মদিনের শুভেচ্ছা জানাইয়া কাম নাই!!
আপনার শুভেচ্ছায়, ভিয়েনাস ভাই কেবল একটা শুকনা থ্যাঙ্কস জানাইয়া যাইবো!!
শুভ সকাল।
৩২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
sushama বলেছেন: বরং এভাবেই কেটে যাক
আরো কিছু প্রহর!
- বাহ ভাইয়া, চমৎকার
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
শুভ সকাল।
৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
অদৃশ্য বলেছেন:
দুটি লিখাই খুব ভালো লেগেছে আমার...
শুভকামনা....
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস কবি।
শুভ কামুনা।
শুভ দুপুর।
৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
নস্টালজিক বলেছেন: বরং থেকে যাই আরো কিছুক্ষণ!
ভালো লাগছিলো পড়তে!
শুভেচ্ছা, আলাউদ্দিন!
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ কামনা রইল।
শুভ বিকেল।
৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
ফারাহ দিবা জামান বলেছেন: তবু এই শীতে পরস্পরের বিক্ষিপ্ত নিশ্বাস,
জোটবদ্ধ প্রশ্বাসের উষ্ণতাটুকুই বা কম কী!
নিষিদ্ধ কথন আর বিষের বাটাবাটি!
বেশ, বেশ হয়।বরং এভাবেই কেটে যাক
আরো কিছু প্রহর!!
----------------------------------
অতীব সুন্দর সরকার ভাই।
-----------
বহুবার আমি তার ঘাটে নোঙ্গর করেছি
বাতাসের কানে কানে কতো পংক্তি ভাসিয়েছি,
বুদ হয়ে থেকেছি, অনিচ্ছুক লতাগাছের লতা
বেয়ে গিয়েছি তার কাছে---------
প্রগাঢ় সুন্দর।
এমন আরও লেখা চাই আপনার কাছে থেকে।
ভিয়েনাসকে জন্মদিনের শুভেচ্ছা।
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
শুভ কামনা রইল।
৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
ডানাহীন বলেছেন: প্রেমময় গৃহস্থালী কবিতা দুটাই সুন্দর হইছে ..
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ডানা।
শুভ বিকেল।
৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: আমি কঠিন কবিতা কম বুঝি, এই দুইটা সহজ, তাই ভালোও লেগেছে খুব। মায়াময় কবিতাদ্বয়ের জন্য কবিকে ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই দুইটা আসলেই কবিতা হইছে কিনা সন্দিহান! আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
থ্যাঙ্কস।
শুভ বিকেল।
৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
একজন আরমান বলেছেন:
বরং থেকে যাই আরো কিছুক্ষণ
আলতো ছোঁয়ার কিছুটা পরশ
লেগে থাক শরীর প্রাণ জুড়ে!
অসাধারণ !
কবিতায় ভালো লাগা।
আর ভিয়েনাস ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তবু এই শীতে পরস্পরের বিক্ষিপ্ত নিশ্বাস,
জোটবদ্ধ প্রশ্বাসের উষ্ণতাটুকুই বা কম কী!
নিষিদ্ধ কথন আর বিষের বাটাবাটি!
বেশ, বেশ হয়।বরং এভাবেই কেটে যাক
আরো কিছু প্রহর!!
থ্যাঙ্কস আরমান।
গুড নাইট।
৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন ! মুগ্ধ হইয়া গেলাম !!
ভালো থাকবেন অনেক।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ৎঁৎঁৎঁ।
ব্লগে স্বাগতম।
আপনিও ভালো থাকবেন।
৪০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
সমানুপাতিক বলেছেন: আপনার নামটা অন্ততঃ তাকে জানানো উচিত ছিল
কবিতাদুটো চমৎকার লিখেছেন!
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তাকে মনে হয় আমি চিনি! কবিতা মাথায় আসছে লিখছি।
থ্যাঙ্কস ব্রো।
ভালো থাকবেন।
শুভ সকাল।
৪১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
ভিয়েনাস বলেছেন: @মুন ভাই, দিবা আপু, আরমান ব্রো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবাইকে ভিয়েনাস ভাই, শুভেচ্ছা জানাইসে! তাও শুকনো থ্যাঙ্কস!
৪২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
সোনালী ডানার চিল বলেছেন:
মন্তব্যতো মার্জিনে!!!
চমৎকার কবি...............
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
ভালো থাকুন।
শুভ বিকেল।
৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
ভিয়েনাস বলেছেন: এতো সুন্দর কিউট মার্জিত একটা হাসি দিসি তাও কন শুকনো থ্যংক্স
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরেকটু কান্না কাটি করতেন! একটু চোখের জল আনতেন, তাহলে তো থ্যাঙ্কস ভিজে, ভিজা থ্যাঙ্কস হয়ে যেতো!!
শুভ বিকেল।
৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বেশ, বেশ হয়।বরং এভাবেই কেটে যাক
আরো কিছু প্রহর!!
বাহ বেশ হযেছে.......কিছু কিছু ভালো লাগা না বল্লেই নয়.....সহজ পদ্য, সহজ প্রেম, সহজ অনুভুতি নিয়ে গেলাম//////ভালো থাকুন সরকার ভাই........
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস কবি।
ভালো থাকবেন।
শুভ দুপুর।
৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: আর ভালবাসা !!!! প্রেম, শূন্যতা।
দুটোই ভাল লাগলো। ১ নাম্বারটা একটু আলাদা রকমের, নির্মাণটা ভিন্ন,
সুন্দরম সুন্দরম।
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
আপনার উপস্থিতি সব সময়ই উৎসাহ দেয়।
শুভ দুপুর।
৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
যুবায়ের বলেছেন: চমৎকার কবিতা দুটি....
অনেক সুন্দর হয়েছে...
উৎসর্গ যথার্থ হয়েছে
পোষ্টে প্লাস++++
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস যুবায়ের ভাই।
শুভ দুপুর।
৪৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭
আহসান জামান বলেছেন:
চমৎকার পাঠ, খুব ভালো লাগছে কবি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
ভালো থাকবেন।
শুভ বিকেল।
৪৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
শহিদুল ইসলাম বলেছেন: শরৎ গেলো, ওশের নাব্যতা বেড়ে
হেমন্ত হয়ে গ্যালো শীতের শহর!
এভাবে অনেক হেরে অনেক হারিয়ে
বোধগম্যতায় বিশাল শূণ্যতার হাঙ্গর!
দুটো কবিতাই চমৎকার ! খুব ভালো লাগছে
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যঙ্কস কবি।
শুভ কামনা রইল।
শুভ বিকেল।
৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
নক্ষত্রচারী বলেছেন: আমার স্বপ্নকথার অসংখ্য সমাচার দিয়েছি।
মেঘের ভাঁজপত্রে সংখ্যাতীতবার তার নাম
লিখেছি, আওড়েছি আমার পাগলামীর যতোকথা
ঝির ঝির বৃষ্টিতে, এলোমেলো হাওয়াতে, ভিজেছি
ভেসেছি, জোয়ার ভাটায় গিয়েছি তার কাছে
অথচ সে জানে নি, নিদেন পক্ষে আমার নাম!!
চমৎকার !! দুটোই সুন্দর ।
শুভকামনা কবি ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তীরবর্তী জাহাজ ভেসে যায় অই দূর সমূদ্রে
শাদা শঙ্খের ডানায় নীলফুল নীলচিঠি
উড়িয়ে নিয়ে যায় তার কাছে, না বলা কথা
সময় সংগমে চলে আসে ঝড়ের তীব্রতা
নৈঋত ঈশানে হাওয়া বয়ে যায়, সময়
কেটে যায়, অথচ সে আমাকে চেনে না জানে না!
থ্যাঙ্কস নক্ষত্রচারী।
শুভ সন্ধ্যা।
৫০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
শ্রাবণ জল বলেছেন: না হয় নাই হলো খুনশুটি চোখের নখের ঠোঁটের!
তবু নীরবে থেকে যাই আরো কিছুক্ষণ।
সংলাপ না হোক, চায়ের জল না ফুটুক,
তবু এই শীতে পরস্পরের বিক্ষিপ্ত নিশ্বাস,
জোটবদ্ধ প্রশ্বাসের উষ্ণতাটুকুই বা কম কী!
প্রেমের পদ্য ভাল লেগেছে। আপনার ব্লগে আজি প্রথম এলাম।
সুন্দর লিখেন আপনি।
শুভ কামনা।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট।
ব্লগে স্বাগতম।
গুড নাইট।
৫১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রাতুল_শাহ বলেছেন: ভিয়েনাস ভাই কি মিষ্টি কি খাওয়াছেন?
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভিয়েনাস ভাই, শরবতই খাওয়ায় না! আর মিষ্টি খাওয়াবে!
থ্যাঙ্কস রাতুল ভাই।
৫২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১
রাতুল_শাহ বলেছেন: এক গ্লাস পানিও না। চলেন ভাই আমরা তারে মিষ্টি খাওয়ায়ে আসি।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চলেন!
ও ভালো কথা, আমি চট্টগ্রাম পার্মানেন্টলী ছেড়ে যাচ্ছি আগামী সপ্তাহে। আপনি একদিন চলে আসেন এর মধ্যে। দু'জন মিলে মিষ্টিও খাবো আড্ডাও দিবো।
৫৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
সোমহেপি বলেছেন: অনেক অনেক ভালো লাগা।
সুন্দর কবিতা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট ব্রো।
আজকাল কিছুই পড়তে পারছি না, আর কিছু পড়লেও মাথায় তেমন কিছু ঢুকে না! তাই আপনি সহ অনেকের ব্লগে যাওয়া হচ্ছে না।
ভালো থাকবেন।
৫৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
আমিভূত বলেছেন: কবিতায় ভালো লাগা ,তবে শিরোনামহীনে প্লাস খুব ভালো লেগেছে !
শুভ কামনা ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ভূত!
ভালো থাকুন।
শুভ সন্ধ্যা।
৫৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
ভিয়েনাস বলেছেন: রাতুল ব্রো আমার ডেজার্ট পোস্ট দেখে নিশ্চয় বুঝেছেন আমি সবাইকে মিষ্টি খাইয়েছি
আলাউদ্দিন ব্রোও যে মিষ্টি খেয়েছেন তা ঐ পোস্টে উনার কমেন্ট পড়লেই বুঝতে পারবেন
আর আপনিও ঐ পোস্ট পড়ে হাফ কেজি মিষ্টি সাবাড় করেছেন তাও কিন্তু সব ব্লগার বাসী জানেন
এখন এসে যদি এই কথা কন তাইলে আমি দু:ক্কে কই যামু কইয়া যান ব্রো
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাতুল ভাই, হাফ কেজি মিষ্টি খাইলো! তাও পোষ্ট থেকে খাইসে!
এটাও বিশ্বাস যোগ্য! আমি আপনার ডেসার্ট পোষ্ট দেখছি বাট কিচ্ছু খাই নাই, আর ভার্চ্যুয়াল কিছু আমি খাইতে পারি না।
দুঃখ পাইয়েন না! তবে সত্যি কথা হলো আপনি খাওয়ান নাই! কবে নাগাদ খাওয়াবেন, তাই বলেন!
৫৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
প্যাপিলন বলেছেন: বরং থেকে যাই আরো কিছুক্ষণ - কিছুক্ষণ নয় বেশ কয়েকবার ওখানেই ছিলাম
দুটি কবিতার মধ্যে এখানটাতে একটু পক্ষপাতিত্ব করে গেলাম
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন ব্লগে ছিলাম না। গ্রামে থাকায় ব্লগে বসা হয় নাই।বিলম্বিত রিপ্লাইয়ের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
থ্যাঙ্কস আ লট ব্রো।
ভালো থাকবেন।
৫৭| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতা দুইটা ফাজলামো করতে গিয়ে লিখা! এখন মনে হচ্ছে কবিতা দুইটায় টাইম দিলে আরো ভালো হতে পারতো!!
থ্যাঙ্কস লাবনী।
শুভ বিকেল।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
মাছিমারা কেরাণী বলেছেন: তীরবর্তী জাহাজ ভেসে যায় অই দূর সমূদ্রে
শাদা শঙ্খের ডানায় নীলফুল নীলচিঠি
উড়িয়ে নিয়ে যায় তার কাছে, না বলা কথা
সময় সংগমে চলে আসে ঝড়ের তীব্রতা
নৈঋত ঈশানে হাওয়া বয়ে যায়, সময়
কেটে যায়, অথচ সে আমাকে চিনে না জানে না! - অভিমানী প্রেম।