![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
শীর্ষে থাকো তুমি
ধারাপাতে বর্ণিত অধ্যায়
নীলিমায় নীলতম মেঘ
ধরাতলে
নির্নিমেষ চেয়ে আছি
মেঘ, তোমার আশায়।
রাত্রিরঙ্গা মেঘ
নেমে এসো ধরাতলে
চাতক হয়ে বসে আছি
তোমার আশায়।
জানি থাকবে তুমি শীর্ষে
তবুও ধরাতলে
তোমার রুপের লাজে
চাঁদলতা হাত গুমরে মরে
বিষবৃক্ষ সাজে
অভিশাপ দ্যায়!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাসুম ভাই।
শুভ রাত্রি!
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
ডি মুন বলেছেন: রাত্রিরঙ্গা মেঘ
নেমে এসো ধরাতলে
চাতক হয়ে বসে আছি
তোমারি আশায়।
বাহ, কি সুন্দর আকুতি
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
শুভ রাত্রি।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস।
তবে হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যা লিখতে চেয়েছি তা অই তিন লাইনে লিখে ফেলেছি মনে হলো, তাই সমাপ্তি টানা।
ভালো থাকবেন।
শুভ রাত্রি।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: মেঘের জন্য আর্তনাদ বুঝি ?
সুন্দর হয়েছে কবি !~
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মেঘের জন্য আকুতি নেই! আজ কয়দিন বৃষ্টিতে ভিজে এমনিতেই ত্যাক্ত বিরক্ত।
থ্যাঙ্কস অভি।
শুভ রাত্রি।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১
সুমন কর বলেছেন: সুন্দর.....
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
শুভ রাত্রি।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো কবি!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ সকাল।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: রাত্রিরঙ্গা মেঘ
নেমে এসো ধরাতলে
চাতক হয়ে বসে আছি
তোমারি আশায়।
ছোট্ট, কিন্তু অদ্ভুত সুন্দর কবিতা । মুগ্ধতায় আচ্ছন্ন হয়েছি ।
অনেক অনেক ভাললাগা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মামুন ভাই, আপনারাই লেখার অনুপ্রেরণা। তাই কখনো লেখা হয়ে যায়।
আশাকরি ভালো আছেন।
শুভ সকাল।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা ্অনেকদিন পর লিখলেন বোধ হয়।++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ, আজকাল কমই লেখা হয়।
থ্যাঙ্কস।
ভালো থাকবেন।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
সুপান্থ সুরাহী বলেছেন:
রাত্রিরঙ্গা মেঘ
নেমে এসো ধরাতলে
চাতক হয়ে বসে আছি
তোমারি আশায়।
সুন্দরম...
ভাললাগল...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
আশাকরি ভালো আছেন।
শুভ দুপুর।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দিলেন ব্লগে তাইলে?
দারুন।
আগেই বলছিলাম।।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হ্যাঁ, দিলাম।
পুণরায় থ্যাঙ্কস।
শুভ দুপুর।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো। সুন্দর। ছোট ছোট কথায় চমৎকার!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সাইফুল ভাই।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কা-ভা।
শুভ দুপুর।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
যেড ফ্রম এ বলেছেন: অনেক সুন্দর, সুন্দর!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, কাব্যের নিরীক্ষণে এবারো আপনি সফল!!
নীলিমায় নীলতম মেঘ চমৎকার ব্যজ্ঞনা.....
(এটা কি 'মধু বাতারিতায়তে' সংগীতের আউটপুট!!!)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মধু বাতারিতায়তে পাগল করে দিলো! আমিও কয়েকজনকে এর জন্য পাগল করে ছাড়লাম! কিন্তু এর মানে আমার জানা হলো না।
চালিয়ে যাচ্ছি চেষ্টা! দেখা যাক, নিরীক্ষণে কী দাঁড়ায়!
না এটায় বাতারিতায়তের কোন ছাপ নাই, তবে যদি কোন ছাপ পড়ে তবে তা অনিচ্ছাকৃত।
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
একজন আরমান বলেছেন:
বেশ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
শুভ দুপুর।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩
সায়েম মুন বলেছেন: দ্বিতীয়বার পড়লাম। আবারও ভাললাগা রইলো!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথমবার ছিলো দুর্দান্ত, এইবার শুধু ভালোলাগা রইল! তারমানে ভালো লাগার পারদটা পড়তির দিকে!
আপ্নের আগে দুই মুন কমেন্ট করছেন, মুনমুন আপা কমেন্ট করলে তো সামুর সব মুনরা এই পোষ্টে চলে আসতো! আর এটা এপিক পোষ্ট হয়ে যাইতো!
থ্যাঙ্কস কবি।
শুভ দুপুর।
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
এম মশিউর বলেছেন: কেমন যেন অতৃপ্তি থেকে গেল! আরেকটু বড় হলে ভালো হত। পড়তে না পড়তেই রেশ কেটে গেল।।
তারপরও ভালো লেগেছে।।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চাইলে হয়তো কবিতাটা বড় করা যেতো। কিন্তু আমার অলসতা আমাকে বলে দিয়েছে এইটুকু লিখলেই একে কবিতার ট্যাগ দেয়া যাবে। যদিও কিছু হয় নাই।
থ্যাঙ্কস।
ব্লগে স্বাগতম।
শুভ দুপুর।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
রাইসুল নয়ন বলেছেন: খুবই সুন্দর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নয়ন।
শুভ দুপুর।
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অল্প কথায় সুন্দর আর পূর্ণাঙ্গ কবিতা লেখা কিন্তু রঙ্গের কথা না ভ্রাতা! কিন্তু আপনের এ দক্ষতা মনে করি অসাধারণ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অল্প কথায় কবিতা লিখতে ইচ্ছে করে। কিন্তু পারি না।এটাও ব্যর্থ চেষ্টা।
থ্যাঙ্কস আ লট বস।
শুভ দুপুর।
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ঠিক আমাকে স্পর্শ করলো না। তবুও কবিতার জন্য শুভকামনা থাকলো আলাউদ্দিন ভাই। ভালো থাকবেন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কই একটু উৎসাহ দিবেন, খুব ভালো লিখছো, উপমাগুলো সুন্দর হইসে!এমন কিছুই না বলে ডিম ভাজা দিয়ে ভাত খাইতে চলে গেলেন!
কবিতার জন্য শুভকামনা দিয়ে কি হবে???? ওটা ভাত মাছ খায় না। আমার জন্য শুভকামনা করেন, যাতে ভাত মাছ খাইতে পারি।
থ্যাঙ্কস ছুডু'পা।
২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
মাক্স বলেছেন: মুগ্ধপাঠ!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস মাক্স।
আশাকরি সব ভালো চলছে।
শুভ দুপুর।
২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
আশাকরি ভালো আছেন।
শুভ বৃষ্টিস্নাত সন্ধ্যা!
২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জুলিয়ান ভাইয়ের জলতরঙ্গমালা পড়ে আবেগ দ্বারা আক্রান্ত হয়েছি আপনার এখানে আবেগ গাঢ়তর হলো। তবে একটা প্রশ্ন উঁকি দিল মনে। ধারাপাত তো অংকের বই, যার সাথে বারিপাতের মিল ৭০% (দুটোতেই ‘পাত’ শব্দাংশ রয়েছে, আর ‘র’ অক্ষর
) তাহলে ‘ধারাপাতে বর্ণিত অধ্যায়’ বলা হলো কেন ‘নীলিমায় নীলতম মেঘ’কে? ব্যাখ্যাটা যথোপযুক্ত হলে এ উপমা সংযোগের জন্য আপনি সাহিত্যে ‘নোবেল’ নমিনেশনের সুপারিশ পাবেন (আমার কাছ থেকে
)
‘মেঘেরই আশায়’ এবং ‘তোমারই আশায়’ কথা দুটোতে ‘ই’যোগ একটা আলাদা ব্যঞ্জনা সৃষ্টি করলেও সাবলীলতা এতে হ্রাস পেয়েছে মনে হচ্ছে আমার কাছে।
‘রাত্রিরঙ্গা’ মেঘ শব্দটা ভালো লাগলো। ‘রাঙ্গা’ বা ‘রঙ্গা’ শব্দযোগ আমার প্রায় মু্দ্রাদোষের মতো। এ শব্দটা মনে হয় ‘রাতের মত রং’ অর্থ নির্দেশ করে। কিন্তু আমি ভাবছিলাম ‘রাত্রিরাঙ্গা’ শব্দের কথা। মেঘকে নির্দেশ করছি রাতের সাথে। এমন এক অনির্বচনীয় মেঘ, যা রাতের মাধুর্য দ্বারা রঞ্জিত, যাতে রোমান্টিসিজমের প্রতীক ‘রাত্রি’র সাথে এর আরেক ঘনিষ্ট সহশব্দ ‘মেঘ’ সংশ্লিষ্ট হয়ে এক প্রগাঢ় কাব্যমূর্ছনা সৃষ্টি করে।
এটুকুই আজ সরকার ভাই। ভালো থাকুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জুলিয়ান ভাইয়ের 'জলতরঙ্গমালা' অসাধারণ লেগেছে। তবে এই কবিতা ফাজলামো করতে গিয়ে ধরা দেয়।
ধারাপাত দিয়ে বৃষ্টিপাত বুঝিয়েছি। বৃষ্টি হয়ে গেলে পরে সূর্যালোকে নীলাকাশে নীলমেঘের উপাখ্যানকে টেনে আনতে চেয়েছি। হইসে কিনা আমি আসলে বুঝতে পারছি না। একটা এক্সপেরিমেন্টও বলা যায়।
সোনাভাই, আপনার নোবেলটা বোধহয় পাওয়া গেলো না।
মেঘেরই, তোমারই-- এই শব্দগুলোতে 'ই' যোগ করেছি গতি বাড়াবার চিন্তা থেকে কিন্তু এখন দেখছি ফেইল মারলাম। তাই 'ই' বাদ দিলাম।
যাক, একটা উপমা তো ঠিকভাবে ব্যবহার করতে পেরেছি, এতেই শান্তি।
রাত্রিরঙ্গা শব্দটা কী করে আসলো জানেন, চিন্তা করে দেখলাম রাতের আসলে কোন রঙ নাই! সূর্য থাকলে রাত দিন হয়ে যায় আবার রাতে চাঁদ থাকলে চারপাশ অন্যরকম। তাই ভাবলাম কালোমেঘকে রাত্রি দিয়ে জুড়ে দেই। আর রাতের প্রতি আমার দূর্বলতা আছে, তাই আর কী!
থ্যাঙ্কস আ লট সোনাভাই।
ভালো থাইকেন।
শুভ বিকেল।
২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
রাত্রিরঙ্গা মেঘ
নেমে এসো ধরাতলে
চাতক হয়ে বসে আছি
তোমারি আশায়।
++++
ভাললাগা রেখে গেলাম কবি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শোভন।
আশাকরি ভালো আছেন।
শুভ বিকেল।
২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
শাহেদ খান বলেছেন: সুন্দর!
'রাত্রিরঙ্গা মেঘ' - উপমাটা ভাল লাগল, কবি।
শুভকামনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস শাহেদ ভাই।
শুভ বিকেল।
২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
অনাহূত বলেছেন: চমৎকার। আপনি দারুণ লিখেন ম্যান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।
২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ‘নোবেল’ প্রাইজ পেতে যাচ্ছেন। আমার সুপারিশ থাকলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি এর আগে যে লাইন নিয়ে প্রশ্ন করছিলেন সেটার উত্তর দেয়ার কথা ছিলো আশারাফুল ইসলাম দূর্বার-এ! ওনারে আপনার কমেন্টের কথা জানাইছিলামও কিন্তু রিপ্লাইটা আমাকেই দিতে হলো।
আমি এই পোষ্ট দেয়ার আগেই আশরাফ-কে বলেছিলাম আপনি ওটা নিয়ে প্রশ্ন করতে পারেন! আর এর উত্তর দেয়ার ভার দিসিলাম দূর্বার-কে। কারন এই কবিতা সবার আগে পড়ছে ও। এবং বলেছিলো সব ঠিকঠাক আছে। আর এখন কমেন্ট ব্যাক করার সময় বললাম আপনাকের কমেন্টের কথা, তখন থেকে সে হাওয়া!!!
থ্যাঙ্কস সোনা ভাই।
শুভ বিকেল।
২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। কিছু আনকোরা উপমা। ধারাপাতটা কী হৈতে পারে ভাবতেসি!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট হা-মা ভাই।
ধারাপাত মানে এখানে বৃষ্টিপাত বুঝিয়েছি।
শুভ দুপুর।
২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২
তুষার কাব্য বলেছেন: কঠিন সুন্দর।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস তুষার।
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
ভালো থাকবেন।
৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯
ভিয়েনাস বলেছেন: এতো স্লিম কবিতা মানুষ ক্যামনে লিখে হিংসা.......
একবার চেষ্টাও করেছিলাম কিন্তু পারিনি
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
স্লিম ফিগার খুব আকর্ষণ করে কিনা!
নাক কুচকিয়ে লাভ নাই, আবার কবে লিখতে পারমু এর কোন ঠিকঠিকানা আছে নাকি!
সব কথাই বলে ফেললেন কিন্তু কবিতা কিছু হইসে কিনা তা বললেন না!
৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কতদিন পর পড়লাম আপনার লেখা...!!! মন ভরে গেল...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকাল লিখতে বা পড়তে কোনটাই ভালো লাগে না। আবার ব্লগে না এসেও পারি না। তাই কখনো বা কবিতা পোষ্ট কর।
থ্যাঙ্কস আ লট কবি।
শুভ বিকেল।
৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার বুড়ারোগ ঝাইড়া ফালান। চির তরুণদের বয়স বাড়ে না।
শুভকামনা কান্ডারী ভাই।
শুভ বিকেল।
৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ডিফারেন্ট হইছে
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটু চেষ্টা ছিলো আর কী!
থ্যাঙ্কস নাজিম ভাই।
শুভ বিকেল।
৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
অদৃশ্য বলেছেন:
____ সুন্দর ____
শুভকামনা...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ বিকেল।
৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
প্যাপিলন বলেছেন: বেশ লাগলো (অর্ডিনারি মন্তব্য করার ইচ্ছে ছিলনা কিন্তু নেট প্রব এর কারণে পড়তেইতো পারিনা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যাপার না। আবার যখন নেট কানেশন ঠিক হবে তখন কমেন্ট কইরেন।
থ্যাঙ্কস ব্রো।
শুভ বিকেল।
৩৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
আহসান জামান বলেছেন:
ভীষণ ভালো লাগলো; আমার স্তব্ধতা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট কবি।
আশাকরি ভালো আছেন।
শুভ দুপুর।
৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
ভিয়েনাস বলেছেন: কবিতা কিছু হয়েছে বলেই না হিংসা করলাম
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেউ হিংসা করছে দেখতে ভাল্লাগে!
কারিনা ফিগারের কবিতাটা আপনার জন্য---
না এলে
তবে নাই বা এলে
ক্ষণেকের স্মৃতির ধূলো
আলগোছে ঝুলে আছে
কড়িকাঠ
ঝুল বারান্দা
পলেস্তরায়
একাকী আনমনে।
স্মৃতিবিনাসী নদী
কবে থেকে সেই
জলের ধারায় গড়িয়ে
বিস্মৃতির পলিতে
তোমাদের নগর
প্রকাশ্যে অথবা নিরবে!
৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
মায়াবী ছায়া বলেছেন: অনেক সুন্দর
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আপু।
ব্লগে স্বাগতম।
শুভ সকাল।
৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
আরজু পনি বলেছেন:
কবিতা নিয়ে পরে বলবো ....
তার আগে
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আচ্ছা, কবিতা নিয়ে পরে বইলেন!
তার আগে কী???
৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
আরজু পনি বলেছেন:
রিপ্লাই দিয়ে পারি নি
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এখনো বুঝতে পারি নাই, স্যরি।
৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
আরজু পনি বলেছেন:
...
একদম সময় পাই নাই
আর নেট কানেকশনও ছিলো না
কাল ওটা নিয়ে বসবো
...
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওহ, হা হা হা!
কথা সত্য।
এখন একটু নেটে বসলাম আর রুমমেটরা ঝগড়া শুরু করে দিলো!
ওদের কথা হলো ব্লগ আমাকে খাওয়াবে না আর আমি ওদের কুপোকাত করার কোন উপা্য পাচ্ছি না।
বসবো ওটা নিয়ে। এখন আবার ড্রাফট করতে বের হতে হবে।
ফিরে এসেই বসবো।
আর ডিএক্টিভেট একাউন্ট করে জানাবো।
৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
আরজু পনি বলেছেন:
নিজের পড়াশুনা আগে....এটা যেন মনে থাকে
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এইবার কবিতা নিয়ে বলেন!
৪৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
আরজু পনি বলেছেন:
রাত্রিরঙ্গা মেঘ
চাঁদলতা....
শব্দগুলো দারুণ !
আমার কাছে শব্দরে আলাদা কোন স্টক নেই ।
তাই কবিতায় বিশেষ অলংকার দেবার সাধ্য নেই ।
শব্দের কবি, অনেক শুভকামনা রইল
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার স্টকেও শব্দ কম। এর জন্যই তো কেউ নতুন শব্দ বানালে হামলে পড়ি!
শব্দকবি হতে পারলে ভালো লাগতো। কিন্তু হতে পারলাম কই?
থ্যাঙ্কস পমি'পা
৪৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: রাত্রিরঙ্গা মেঘ
নেমে এসো ধরাতলে
চাতক হয়ে বসে আছি
তোমারি আশায়
অনেক সুন্দর ! অনেক । অল্প কথায় কিন্তু অসাধারণ , আবার নিয়মিত লিখছেন দেখে ভালো লাগলো ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর লেখালেখি! পেইন না হলে লিখি না!
আমি নিয়নিত হই নাই। লিখে ফেললে এদিকে আসা হয়, আর না হলে না।
থ্যাঙ্কস আপু।
আশাকরি ভালো আছেন।
ভালো থাকবেন।
৪৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪
নস্টালজিক বলেছেন: চমৎকার!
মুগ্ধপাঠ...
শুভেচ্ছা!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট রানা ভাই।
শুভকামনা থাকলো।
শুভ সকাল।
৪৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
এহসান সাবির বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম। +++++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
শুভ দুপুর।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর