নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্প

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭





কিছুক্ষণ আগে ভূকম্পন অনুভূত হলো।

মাত্রই রাতের খাওয়া সেরে

শরীর এলিয়ে দিয়েছিলাম বিছানায়।

সিগারে সুখটান দিয়ে প্রিয় ভাস্করের পাতা উল্টোচ্ছিলাম।

তখনই দুলে উঠলো শরীর, প্রচন্ড ঝাকুনি দিয়ে

থরথর কেঁপে উঠলো বিছানা আসবাব।



আমার রুমমেট বোল্টের গতিতে

পিলার খুঁজে বেড়ায়, বাঁচার তাগিদে...

সিগারে আরেকটা টান দিয়ে ভাবি

যম বুঝি চিনে ফেলল ঘর, এসে গেল ঘরে!

চলে যাবো, প্রস্থান হয়ে যাবে ধরা থেকে।

মুচকি হেসে যমকে শুধাই----

''এর আগে কবে কোন কবির জান কবচ করেছ

কবিতা পাঠের কালে!''





২১০৫২০১৪(১০:৩৫)

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

একজন আরমান বলেছেন:
দারুণ।

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ আরমান।

আশাকরি ভালো আছ।

২| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

পংবাড়ী বলেছেন: বিছানায় শুয়ে সিগারেট, ওয়াক থু!

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজ দাঁত ব্রাশ করেন নাই? :|

৩| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, ভাস্কর বেঁচে আছেন, আপনিও বাঁচবেন।

ফেইসবুক এ্যাকাউন্ট ডিএ্যাকটিভেটেড কেন আবার?

পরীক্ষা ভালো হোক। আগাম অভিনন্দন (আশরাফুল ভাই জানিয়েছেন)।


ফেইসবুকে আপনার জন্য এখানে একটা মেসেজ রয়েছে।

শুভেচ্ছা জানবেন।

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফেবুতে একবেলার জন্য গিয়েছিলাম। শ্বাস নেওয়ার জন্য! মাথা হ্যাং হয়ে আছে কিনা! :(

পরীক্ষার কেমন হবে জানিনা। তবে চেষ্টা করছি। বাকীটা আল্লাহ জানেন।

কী বিপদে ফেললেন! নিজের সন্তান কোনটা ছেড়ে কোনটা দিবো! সবগুলোই তো প্রিয়। আমি একটা কবিতার লিংক দিয়ে রাখলাম। কিছুটা এডিট করতে হবে মনে হচ্ছে। আশাকরি ২৫ তারিখের আগেই এডিট করতে পারবো।

বিষণ্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর

আপনার এবং আপনার সংকলনের জন্য আগাম শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৪| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: যম কি বললো :)

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যম বলেছে এইবার ধাক্কা দিয়ে গেলাম, পরেরবার নিয়ে যাবো। :-B

৫| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর

২২ শে মে, ২০১৪ রাত ৮:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।

৬| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:

কবি ও কবিতা বেঁচে থাক ৷


২১০৫২০১৪(১০:৩৫) :)

২২ শে মে, ২০১৪ রাত ৮:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা বেঁচে থাক। :)

থ্যাঙ্কস ব্রো।

৭| ২২ শে মে, ২০১৪ রাত ৮:৩১

হাসান মাহবুব বলেছেন: হাহা! টুইস্টঅলা কবিতা। তবে শেষটার আগতক পড়তে খুব বিরক্ত লাগছিলো। রাতের খাওয়া সেরে, 'সেড়ে' না।

মাত্রই রাতের খাওয়া সেড়ে শরীর
এলিয়ে দিয়েছিলাম বিছানায়। সিগারে সুখটান দিয়ে

এমনভাবে লেখা হয়েছে যাতে বাক্যগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে।

মাত্রই রাতের খাওয়া সেরে

শরীর এলিয়ে দিয়েছিলাম বিছানায়।

অথবা

মাত্রই রাতের খাওয়া সেরে শরীর এলিয়ে দিয়েছিলাম বিছানায়।

এমন হওয়া উচিত ছিলো।

২২ শে মে, ২০১৪ রাত ৮:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গাধা দিয়ে কী আর ঘোড়ার কাজ হয়। মোবাইলেই গতরাতে লিখছিলাম। মোবাইল থেকেই পোষ্ট দিলাম। তাই কবিতার লাইনগুলো এমন হইসে।

সেরে বানান নিয়ে কনফিউজড ছিলাম।

অনে ধন্যবাদ হা-মা ভাই।

৮| ২২ শে মে, ২০১৪ রাত ৯:০২

নীল-দর্পণ বলেছেন: কবিদের নিয়ে এই হল বিপদ ! বিপদের মাঝেও কবিতা...... :|

২২ শে মে, ২০১৪ রাত ১১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
B-))

দুই বয়াম আঁচার দিয়েন তো! অবশ্যই আমের আঁচার। ভাতের সাথে খাওয়ার জন্য! #:-S

৯| ২২ শে মে, ২০১৪ রাত ১০:০৮

মামুন রশিদ বলেছেন: শেষের দুই লাইন ছাড়া বাকি অংশটুকুর নিরস বর্ণনা কবিতা মনে হয় নি ।

২২ শে মে, ২০১৪ রাত ১১:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এক লাইনও যদি কবিতা হয় তাহলেই বর্তে যাই!

অনেক ধন্যবাদ মামুন ভাই।

১০| ২৩ শে মে, ২০১৪ রাত ১২:১৯

আহসানের ব্লগ বলেছেন: বাহ :)

২৩ শে মে, ২০১৪ রাত ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
B-)

১১| ২৩ শে মে, ২০১৪ রাত ১২:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা-রস ভালই লাগল।

২৩ শে মে, ২০১৪ রাত ১২:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজরাইলের সাথে একটু রসিকতা করলাম কিন্তু সামু চেতলো কেন বুঝলাম না। :|

আমার ব্লগের সেকেন্ড পেইজে কিছু শো করছে না! :|



অনেক ধন্যবাদ অধ্যাপক সাহেব।

শুভ রাত্রি!

১২| ২৩ শে মে, ২০১৪ রাত ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কম্পন কালীন অনুভুতি !

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভকামনা রইল অভি।

শুভ রাত্রি!

১৩| ২৩ শে মে, ২০১৪ রাত ৩:২৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভুমিকম্প কালীন অনুভূতি।

বেশ।

:)

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভ রাত্রি।

১৪| ২৩ শে মে, ২০১৪ সকাল ৯:৩১

জুপিটার মুহাইমিন বলেছেন: ............................!

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
.

১৫| ২৩ শে মে, ২০১৪ সকাল ৯:৩৭

মুরগির চামড়া ভেজে খাব আমরা বলেছেন: ভুমিকম্প নিয়ে কবিতা !! বাহ বেশ বেশ। B-)

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
:-B

শুভ রাত্রি।

১৬| ২৩ শে মে, ২০১৪ সকাল ৯:৪৮

নীল-দর্পণ বলেছেন: আর আচার......আল্লাহ যে কোনদিন আছাড় দিয়ে বসে :|

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এর মধ্যে দিছে নাকি? ;)

১৭| ২৪ শে মে, ২০১৪ ভোর ৪:৫০

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, এসব কি কম্পনকালীন অনুভূতির প্রবল অনুক্ষণের ভাবনা, নাকি-
কবির হতাশার এলোমেলো চিত্ররূপ!

অবচেতনায় আলদিন কখনও কবি, কবিতার কবি!!

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যেভাবে নেন! ;)

অনেক ধন্যবাদ কবি।

১৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: মুচকি হেসে যমকে শুধাই----
''এর আগে কবে কোন কবির জান কবচ করেছ
কবিতা পাঠের কালে!''

কবিতা আমার কাছে ভালো লেগেছে, কবি।

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খুশি হলাম :)

শুভ রাত্রি।

১৯| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ''এর আগে কবে কোন কবির জান কবচ করেছ
কবিতা পাঠের কালে!''
- শেষের দুই লাইনে কবিতা প্রাণ পাইলো! শুরু দিক থেকে আপনার সহজাত শব্দ খেলা পেলাম না, শুরুতে অতৃপ্তি, আমার মনে হয় খুব কম সময় দিয়েছেন এই কবিতায়! (অন্য দের পেছনে যা দেন)

শুভেচ্ছা রইলো কবি!

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যখন যেমন হয় অথব যখন যেমন আসে ;) আমার কোন হাত নেই!

অনেক ধন্যবাদ কবি।

২০| ২৮ শে মে, ২০১৪ রাত ১:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভূমিকম্প টের পাইনা।
ভাগ্যিস ফেসবুক আছে। জানতে পারি সাথে সাথে।

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যস্ত লোকরা টের পায় না! ;)

ফেসবুক নাই তো তাই টের পেতে হয়! :-B

শুভেচ্ছা কবি।

২১| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ব্যস্ত সময় যাচ্ছে কবির মনে হয় ৷

সুন্দর থাকুন ৷

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, মইর‍্যা গেছে! হের আর লেখা বাইর হয় না! পুরাই জল সমাধি হয়া গেছে হের!

অনেক ধন্যবাদ ভাই।

২২| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২৪

আরজু পনি বলেছেন:

খোঁজ করেন কবিতা পাঠের কালে কোন কবির জান কবচ হয়েছে কি না ;)

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনিও খবর নেন! জেনে জানিয়েন! ;)

২৩| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার বর্ণনায় এবং সুন্দর উপস্থাপনায় মুগ্ধপাঠ্য ...
ভালোলাগা (+) জানিয়ে গেলাম...
শুভকামনা নিরন্তর ...

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভ দুপুর।

২৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫

রাজিব বলেছেন: শেষের দুই লাইন বেশ ভাল লেগেছে

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শেষ দুই লাইন লেখার জন্যই আগের লাইন গুলো লিখতে হয়েছে।


অনেক ধন্যবাদ।

ব্লগে স্বাগতম।

২৫| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

শুঁটকি মাছ বলেছেন: tivcip kponpejo
psudo code. Try it B-)

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন: uibojt b mpu!

You try it #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.