![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য আসরে কবিদের মুখপানে অপলক দৃষ্টিতে থাকিয়ে থাকি।
.
কি করে যে এত ছন্দ মেলায়,এত নতুন শব্দ ক্রিয়েট করে, সবগুলো রুলস মেনটেন করে ছন্দের পর ছন্দ লিখে যায়।
.
.
ইচ্ছে করলেই গল্পকার,ঔপন্যাসিক, প্রাবন্ধিক তথা লেখক হওয়া যায় কিন্তু কবি হওয়া যায় না। কবি হওয়ার জন্যে চাই খোদা প্রদত্ত অলৌকিক শক্তি।
©somewhere in net ltd.