![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটা আমার দূরসম্পর্কের ভাইপো হয়, সকালে বেরিয়ে ছিলাম নাস্তার পর একটা সিগারেট টানতে। ছেলেটা হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এসে বললে, আঙ্কেল দোয়া করবেন, লংমার্চে যাচ্ছি, শপত নিয়েছি নিদেন পক্ষে একটা ব্লগারের জীবন না নিয়ে বাড়ি ফিরবো না। আমি কিছুক্ষণ নীরব তার দিকে তাকিয়ে থাকার পর বললাম, বাবা ব্লগারের জীবন নেওয়ার জন্য কষ্টকরে এত দূরে যাবার দরকার কি, চায়লে আমাকেই খুন করতে পার, আমিওতো ব্লগ লেখি।ছেলেটা আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লো, কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললে, ব্লগাররা না খুব খারাপ মানুষ আল্লাহ্ রসুল কে গালাগালি করে। আমি তাকে ব্লগ বিষয়টা বুঝিয়ে বললাম সে লজ্জায় মাথা নিচু করে আমার সামনে থেকে চলে গেল। সন্ধ্যায় আবারও দেখা হলো, জানতে চাইলাম, লংমার্চে গেল না কেন? লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ছিল।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
আহমদ জসিম বলেছেন: এটা জাতির জন্য লজ্জার, তবে হেফাজতিদের মূর্খতা বিপদজনক
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ....তুমি শিবিরের হাত থেকে দেশ ও ইসলামকে রক্ষা কর
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
আহমদ জসিম বলেছেন: আমিন।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
েফরারী এই মনটা আমার বলেছেন: জামাতে ইসলাম নয়,জামাতে মওদুদী বলেই আমেরিকা সহ ইহুদীসংঘ এদের রক্ষা করতে চায় ।
Click This Link
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬
আহমদ জসিম বলেছেন: আপনার লিংকের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মুদ্দাকির বলেছেন: আসলেই আমাদের দেশের মানুষের মূর্খতা এ পর্যায়েরই!!!! দেখেন গিয়া শাহাবাগে যারা আছে তারো বেশীর ভাগ হয়ত এর মাহাত্ত্ব বুঝে না!!! ব্রেইন ওয়াসের ছড়াছড়ি.........।?!