নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

নতুন রাষ্ট্রপতির জন্য একটি শোক সংবাদ।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

বাম তাত্ত্বিক কমড়েড বদরউদ্দিন উমর তাঁর এক প্রবন্ধে লেখে ছিলেন, খালেদা হাসিনার কোন রাজনৈতিক সহযোদ্ধা নেই, যা আছে তা হলো চাকরচাপরাশি।মনে পড়ে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতাই এসে রাষ্ট্রপতি বানিয়েছিল আবদু রহমান বিশ্বাস, বিশ্বাস যে খালেদা জিয়ার কতটা বিশ্বাস বাজন ছিল তার খানিক নমুনা আমরা দেখলাম, সাংবাদিকদের মাঝপথে থামিয়ে দিয়ে স্যরি ম্যাডাম আমাকে ডাকছে বলে নেত্রির কাছে ছুটে গেলেন উপদেশ নিতে। এটা নিয়ে সচেতন মহলে যতই হাসাহাসি হোক তিনি ঠিকই তার অনুগত্যতার নমুনা রাখলেন।১৯৯৬ আওয়ামীলীগ রাষ্ট্রপতি বানিয়ে ছিলেন বিচারপতি শাহাবুদ্দিনকে। জাতির সামনে রচিত হলো নতুন এক ইতিহাস। প্রথা অনুসারে, রাষ্ট্রপতির বক্তব্যর উপর ধন্যবাদ প্রস্তাব আনবে সরকারি দল, আর সেই প্রস্তাবের বিরোধীতা করবে বিরোধী দল। সেবার ঠিক উল্টা হলো। কারণ শাহাবুদ্দিন এমন অনুগত্যতা মানেননি।২০০০১ সালে একই কারণে অপমান জনক ভাবে বিদায় নিতে হলো বি, চৌধুরীকে। তারপর যিনি এলেন তিনি এয়াজ উদ্দিন নন, আমাদের ইতিহাসে এজিদ হিসেবেই বেঁচে থাকবেন। জিল্লু রহমানের মতো একজন বর্ষিয়ান আর প্রজ্ঞাবান নেতাকে রাষ্ট্রপতি বানিয়ে খুনিকে সাধারণ ক্ষমা করিয়ে নিয়েছেন সেই ইতিহাসও আমাদের জানা আছে। তাই বুজেঁায়া রাজনীতিতে অনেকটা স্বচ্চ ভাবমূর্তির আবদুল হামিদ রাষ্ট্রপতি হচ্ছে দেখে দুঃখই পাচ্ছি।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বাংলার হাসান বলেছেন: তাই বুজেঁায়া রাজনীতিতে অনেকটা স্বচ্চ ভাবমূর্তির আবদুল হামিদ রাষ্ট্রপতি হচ্ছে দেখে দুঃখই পাচ্ছি। সহমত

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

চোরাবালি- বলেছেন: banglar_hasan বলেছেন: তাই বুজেঁায়া রাজনীতিতে অনেকটা স্বচ্চ ভাবমূর্তির আবদুল হামিদ রাষ্ট্রপতি হচ্ছে দেখে দুঃখই পাচ্ছি। সহমত

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

আহমদ জসিম বলেছেন: আবারও ধন্যবাদ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইশাম বলেছেন: এই স্বচ্ছ ভাবমূর্তির লোকটাকে নাস্তানাবুদ করে ছাড়বে এই রাজনীতিবিদরা ... এদের প্রতি যতই ধিক্কার জানাই ততই কম হয়ে যায় .....। X(

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মাথা নষ্ট সিপাহি বলেছেন: রাজনীতি ও দলবাজি বুঝি না, ব্যক্তিত্ব হিসাবে তিনি আমার পছ্ন্দের একজন মানুষ, দেখি তিনি কি করেন ? পছন্দের মানুষের সব কিছুই নাকি ভাল লাগে দেখি তার বেলায় কি হয়?

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

আহমদ জসিম বলেছেন: দেখা যাক।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

পুংটা বলেছেন: যত যাই বলেন ভাই... বাঙালীতো!! B-))

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

আহমদ জসিম বলেছেন: তো!

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

গোধুলী আলো বলেছেন: সহমত

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

নানাভাই বলেছেন: ২০০০১ সালে??????? B:-)

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬

আহমদ জসিম বলেছেন: ঠিক বুঝলাম না।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

এম আর ইকবাল বলেছেন:
আমাদের সংবিধান রাষ্ট্রপতির জন্য
কোন ক্ষমতা রাখেনি শুনেছি ।
নিজের প্রঙ্ঘা ও মেধার সাথে
সময়ত্তীর্ণ হতে পারা নিজের সিন্ধান্তেরই উপর ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.