![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতের সমর্থক সেই তরুণটার সাথে কথা হচ্ছিল।তার দাবি মতে, আমার দেশ আর নয়াদিগন্ত পত্রিকা ইসলাম রক্ষার সংগ্রাম করছে।স্বাভাবিক নিয়মেই প্রশ্ন জাগে তবে এই পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও বিসমিল্লাহ নেই কেন?তরুণ আমার সাথে রাগী স্বরে, পত্রিকা শুধু মুসল মানের জন্য চাপা হয় নাকি!যথাত্ব বলেছে, এখন আমারও প্রশ্ন কোন দেশের সংবিধান কী শুধু মুসলমানের জন্য লেখা হয়?প্রসঙ্গ ক্রমে তার কাছে স্মৃতি চারণটা করলাম, আমার দাদি প্রত্যেক বার খাবার মুখে দেওয়ার সময় বিসমিল্লাহি রহমানির রাহীম বলতেন, অতচ তার খাবার প্লেটে এটা লেখা ছিল না, ছিল না বলে বলতে তার কোন সমস্য হতো না।এখন মনে হয় যারা সংবিধানে বিসমিল্লহি রহমানির রাহীম রাখার পক্ষে বলেন, তাদের ঈমান বেশ দুর্ভল। কোথাও লেখা না দেখলে তাদের আল্রাহর কথা মনে থাকে না।একই সাথে মনে রাখতে হবে বুজেঁায়া সংসদ শুওরের খামার।
১৮ ই মে, ২০১৩ রাত ১:০০
আহমদ জসিম বলেছেন: নিজে ঠিক টাক মতো বিসমিল্লাহ পড়েনতো?
২| ১৮ ই মে, ২০১৩ রাত ১:০৫
নেক্সটডোর বলেছেন: দাবিটা মনে হয় সংবিধানে বিসমিল্লাহ রাখা কিম্বা না রাখা না, সংবিধানের সুরুতে বিসমিল্লাহ এখনও আছে। দাবিটা হল সংবিধানের যে ৪টা মূলনীতি আছে সেখানে ১টা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আওয়ামীলীগ সরকার ঐ মূলনীতি বাদ দিয়া ধর্ম নিরপেক্ষ লিখেছে। সুপ্রিম কোর্টের সাইটে গিয়া চেক করেন।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩
আহমদ জসিম বলেছেন: সংবিধানে কি আছে নাই এটা নিয়ে আমার পোস্ট নয়, আরেকবার দয়া করে পড়ুন।
৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১:২৪
শিপু ভাই বলেছেন:
একজন মুসলমান হিসেবে আমি চাই আমার দেশের সংবিধানে "আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন" কথাটা থাকুক।
কিন্তু যেহেতু এই দেশটা নানা ধর্মের মানুষের তাই সংবিধান "ধর্মনিরপেক্ষ" থাকাই শ্রেয়। এতে আমার "আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস" কমবে না।
তবে "ধর্ম নিরপেক্ষ" থাকার চেয়ে "সৃষ্টিকর্তার উপর বিশ্বাস" রাখলে আরো ভাল হয়। নিধার্মিকের কোন স্থান নেই এই ভুখন্ডে!!!
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:২৫
আহমদ জসিম বলেছেন: ধর্মনিরপেক্ষতা আর ধর্মহীনতা এক নয়।
৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১:২৬
মোহাম্মদ হারুন বলেছেন: بسم الله الرحمن الرحيم
যার বাংলা অর্থ দাড়ায়
সৃষ্টি কর্থার নামে শুরু করলাম।
সংবিধানে আগে ও শুরু থেকেই বাংলায় বিসমিল্লাহ লিখা ছিল।
আগে আর বর্তমানর পার্থক্য হলো আরবী ও বাংলার
কিন্তু অর্থ একই।
এখানে মুলত রাজনৈতিক ব্যাপার জড়ীত ছিল, উদ্দ্যেশ ছিল বিসমিল্লাহ দোহায় দিয়ে আওয়ামীলীগকে বিপদে ও বিপাকে ফেলা।
এ জন্য বি,এন,পি বলা হয় বিসমিল্লাহর রাজনীতি।
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:২৭
আহমদ জসিম বলেছেন: ধর্মের রাজনৈতিক ব্যাবহার মানেই ধর্ম নিয়ে রাজনীতি।
৫| ১৮ ই মে, ২০১৩ রাত ১:৫০
মিতাহামিদা০০৭ বলেছেন: আল্লাহ্র উপর পূর্ণ আস্থা -বিশ্বাস ' সংবিধানে আছে ! মানলাম ,কিন্তু আসলে কি আছে ? আমি বলব নেই! এটা একটা মোনাফেকি ! কারণ -যিনি আল-কুরআনে নিজেই শুরুতে ,এবং প্রতিটি সুরার শুরুতে(বিশেষ কারণে একটি ছাড়া) বিসমিল্লাহ্ লিখার নির্দেশ দিয়েছেন এবং রেখেছেন । আস্থা থাকলে অবশ্যই এই নিয়ম পালন করতো বা আনুগত্য করতো ! যেহেতু হিপক্রেসির আনুগত্য আছে , তাই 'আস্থা'য় সত্যিকার আস্থা নেই !
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫
আহমদ জসিম বলেছেন: আমি বলছি বিসমিল্লাহ, সংবিধানে লেকার ছেয়েও জরুরী, চেতনায় ধারণ করা।
৬| ১৮ ই মে, ২০১৩ রাত ১:৫৫
আমি বিভীষণ বলেছেন: অ্যাজ পার বিম্পি, জামাত অ্যান্ড হেফাজত-- আল্লাহ আরবি ভাষা ছাড়া আর কোন ভাষা বুঝেন না। তাই আরবিতে পড়া বাঞ্ছনীয়
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৬
আহমদ জসিম বলেছেন: আল্লাহ আরবি ভাষা ছাড়া আর কোন ভাষা বুঝেন না। তাই আরবিতে পড়া বাঞ্ছনীয়'' নাউজুবিল্লাহ
৭| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ববিজী বলেছেন: আপনার নামটা আহমেদ জসিম না রেখে জসবন্দ সিং রাখলেও ক্ষতি কি। মুসলমান তো মনের ভেতর থাকলেই হলো নামে কি আসে যায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ রাত ১২:৪৩
যোগী বলেছেন:
সংবিধানে বিসমিল্লাহ থাকলেই শুধু পাবলিক বিসমিল্লাহ পড়বে আর না থাকলেই পড়বেনা এরকম কি কোন ব্যাপার আছে?
থাকলে বলেন যেকোন মূল্যে সংবিধানে বিসমিল্লাহ প্রতিষ্ঠা করব।
মরলে শহীদ বাঁচলে গাজী।