![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে যুগে নারীরা শব্দ করে কোরান পাঠ করতে পারতো না, সেই যুগে বেগম রোকেয়া লেখেছেন সুলতানার স্বপ্ন।ঔপনিবেশিক শোষণ থেকে ভারত বর্ষকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছে প্রিতিলতা। মহান ভাষা আন্দোলনে কাধেঁ কাঁধ মিলিয়ে লড়াই করেছে নারী-পুরুষ। তারামন বিবির মতো হাজার হাজার নারী মুক্তিযুদ্ধে লড়াই করেছে মুক্তি যুদ্ধে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথাও বলিনা কেন। দেশের বৈদেশিক মুদ্রার ৮০ভাগ জোগানদাতা যে গার্মেন্টস শিল্প তার ৯০ভাগেইতো নারি শ্রমিক, এমন এক সমাজে দাড়িয়েঁ হেফাজতের কাঠ মোল্লারা নারিকে ঘরে বন্ধি করার মতো এত বড় দুঃসাহস পায় কোথায়?
১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩১
আহমদ জসিম বলেছেন: আপনার সাথে সমমত পোষণ করে বলছি, আওয়ামীলীগ,বিএনপি, জামায়েত,জাতিয় পার্টি ভিন্ন ভিন্ন নাম একই কাম।
২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link
১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩৩
আহমদ জসিম বলেছেন: লিং-এর জন্য ধন্যবাদ
৩| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০
আল-মুনতাজার বলেছেন: শেখের বেডি মদীনা সনদ অনুযায়ী হেফাজতের কর্মীদের খুন কইচ্চে নি?
১৮ ই মে, ২০১৩ রাত ১০:০৭
আহমদ জসিম বলেছেন: কোন খুনির সাথেই ধর্মের সম্পর্ক নেই।
৪| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আল মুনতাজাজার,
আওয়ামী লীগের হাত থেকে স্বাধীন করে কার কাছে তুলে দিতে চান?
জামায়াতের (বিএনপি) কাছে? এ ছাড়া তো আর বিকল্প দেখছি না।
স্পষ্ট করে বলুন। আমাদের বিকল্প কি??
১৯ শে মে, ২০১৩ রাত ৮:২৯
আহমদ জসিম বলেছেন: জনগণকেই নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে, নির্মাণ করতে হবে বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ।
৫| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ফার্ুক পারভেজ বলেছেন: হেফাজতে ইসলামের চার নং দফা মনে হচ্ছে আপনার আক্রোশের কারন::::
কি সেই চার নং দফা
''''৪.দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীজাতির সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।
ঘরে-বাইরে, কর্মস্থলে নারীদের ইজ্জত-আব্রু, যৌন হয়রানি থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোশাক ও বেশভূষায় শালীনতা প্রকাশ
এবং হিজাব পালনে উদ্বুব্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে;
এবং একই লক্ষ্যে নারী-পুরুষের সব ধরনের বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা, নারী নির্যাতন, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুক প্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে।''
নারী-পুরুষের সব ধরনের বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা বন্ধ এই জায়গায়ই যত সমস্যা তাইনা
আহমেদ জসিম ভাই
এটা বন্ধ করলে তো স্বাধীন নারী পাওয়া যাবেনা..... এটা তো বিরাট সমস্যা
হেফাজতকে নিষিদ্ধ করা হোক. . . .
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৬
আহমদ জসিম বলেছেন: সাহস থাকলে বলুক খালেদাকে শরীয়ত সম্মত ভাবে চলতে।
৬| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোথায় হেফাজত নারীকে বন্দী করে রাখার কথা বলেছে?
চিলে কান নিয়ে গেছে??
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৭
আহমদ জসিম বলেছেন: নারি সম্পর্কে হেফাজতের কর্মসূচি জানতে এই পোস্টে ফারুক পারভেজ-এর লেখাটা পড়ুন।
৭| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
চোরাবালি- বলেছেন: রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তাঁর পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। তাঁর মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার দুই বোন করিমুননেসা ও হুমায়রা, আর তিন ভাই যাদের একজন শৈশবে মারা যায়।
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৮
আহমদ জসিম বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।
৮| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: অসম্পুর্ন লেখা, আপনার কথার উপর যুক্তি পেশ করুন।
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪০
আহমদ জসিম বলেছেন: আমি তর্ক করতে এই লেখাটা পোস্ট করি নাই, আবেগ প্রকাশ করলাম।
৯| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:২৯
ববিজী বলেছেন: আওয়ামীলীগ সরকার এত মানুষ হত্যা করার সাহস পায় কোথায় ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪০
আহমদ জসিম বলেছেন: আমাদের অজ্ঞতা কারণে।
১০| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৪২
বাংলাদেশি বাংগালী। বলেছেন: BAL ও ছাগল পোস্ট।
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪১
আহমদ জসিম বলেছেন: ভদ্রতা বজায় রাখুন।
১১| ১৯ শে মে, ২০১৩ সকাল ৯:২৮
সাইবার অভিযত্রী বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোথায় হেফাজত নারীকে বন্দী করে রাখার কথা বলেছে?
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪২
আহমদ জসিম বলেছেন: নারি সম্পর্কে হেফাজতের কর্মসূচি জানতে এই পোস্টে ফারুক পারভেজ-এর লেখাটা পড়ুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৮
আল-মুনতাজার বলেছেন: ১৯৭১ সালে পাকিস্থানীদের হাত থেকে এদেশের আপামর জনগন বাঙ্গলাদেশ স্বাধীন করেছে,এখন সময় হয়েছে আওয়ামীলীগের হাত থেকে এদেশ স্বাধীন করার।