![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে ছিলেন, মৃত মানুষের কোন জাত নেই।কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে লাশেরও জাত আছে। দেখুন না এভারেষ্ট জয় করতে গিয়ে সজলের মৃত্যু হলো প্রধানমন্ত্রী ৪৭ লক্ষ টাকা বরাদ্ধ দিলেন, তার লাশ উদ্ধারের তৎপরতার জন্য। অথচ দেখুন তাজরিন ফ্যাশন গার্মেন্টস অগ্নিকান্ডের পর এখনো অনেক স্বজন তার আপন মানুষটার খৌঁজ পয়নি। এখনো নিখৌঁজ আছে রানা প্লাজার দুর্ঘটনার শিকার অনেক শ্রমিক। যত দিন মিড়িয়ার প্রচারণা ততদিন এই শ্রমিকদের নিয়ে সরকারের উচ্চবাচ্চ। তার পর ব্যস।কিন্তু সজল মরিয়া আমাদের কাছে প্রমাণ করিল, লাশেরও জাত আছে।
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১৫
আহমদ জসিম বলেছেন: কথা কিন্তু পুরাডাই হাসা।
২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৩
সাজিদ ঢাকা বলেছেন: প্রধানমন্ত্রী কি করলে আপনি খুশি হতেন , , যদি বলে দিতেন
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১৬
আহমদ জসিম বলেছেন: তার নির্বাচনী অঙ্গীকার রক্ষা করলে।
৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৭
পুংটা বলেছেন: আমারে লাশ আনতে পাঠাইলে খুশি হইতাম।
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১৬
আহমদ জসিম বলেছেন: হা হা হা।
৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৩
শ্রীঘর বলেছেন: ঘন ঘন এত এভারেষ্ট বিজয়ে আসলে দেশের কি উপকার হয় বুঝি না। হতদরিদ্র এই দেশের কাকে বেশী দরকার? সর্বো্চ্চ পর্বতারোহী? নাকি এদেশের অর্থনৈতিক ভাগ্যোন্বয়নে খানিকটা অবদান রাখতে পারেন তার? ৪৭ লাখ টাকা খরচ করে মৃতদেহ আনতে আনতে তো আমরা ফতুর হয়ে যাব।
এই খরচ নিজেদের গাড়লত্ব ই বহি: প্রকাশ!!!
০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১৮
আহমদ জসিম বলেছেন: আমাদের বোকা বানাতে পর্বত আরোহি খুব দরকার। ব্যক্তিগত অর্জনকে জাতির অর্জন বলে চালিয়ে দেওয়া যায়।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
নূর আদনান বলেছেন: এভারেষ্টে যাওয়া মুছো-মুহিট হেন-তেনরা যে টাকা খরচ করছে সেটা দিয়ে তারা একটা ফান্ড গঠন করে দরিদ্র মানুষে পাশে দাড়াতে পারতো।
সেখানে গিয়ে যে কি পুণ্যি অর্জন হইছে তা বোধগম্য নয়
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫
আহমদ জসিম বলেছেন: তা পারতো বই কী। তবে এভাবে দরিদ্র দূর হয় না।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৩
পাঠক১৯৭১ বলেছেন: আপনার এভারেস্ট থেকে লাফ দেয়ার দরকার আছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৩
আহমদ জসিম বলেছেন: কেন ভাই? আমি কি অপরাধ করেছি।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬
সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশের এভারেষ্ট বিজয় কেন বিতর্কিত ?
Click This Link
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬
আহমদ জসিম বলেছেন: আপনার লিংক-এর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ রাত ১১:২১
পুংটা বলেছেন: যা পাই তাই নিয়েই ফালাফালি। এভারেস্ট কি আমাদের তীর্থ নাকি? এই ৪৭ লক্ষ টাকা আমাদের ট্যাক্সের টাকা। খুব খেয়াল!


এক মিছারে নিয়েই আস্থির হয়ে আছে দেশ, এরপর আবার মুইতের সাথে কামড়াকামড়ি, মাঝে আরো দুইজন মহিলা আছেন। তারপর আরেকটা মরে গলে.... এতে আমাদের দেশের অবস্থান কোথায়, কোন শিখরে উন্নিত হলো... সেটাও বুঝলাম না। বিদেশে শুনেছি পোশা কুকুরকে কতটা ভালবাসে সেটা বোঝাতে তারা এভারেস্টে ওঠে।
তবে এর মাঝে যারা লাশ আনতে নেপাল গেছিলো, তারা বেশ মজা করেছে... পোজ মেরে ছবি তুলেছে। খুব খেয়াল কইরা!
আজকের বানী : যে দেশে বৃক্ষ নাই, সে দেশে ভেন্না গাছই বৃক্ষ।