![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(লেখাটা লিটনচন্দ্র ভৌমিকের ফেইসবুকস্ট্যাটাস থেকে নেওয়া)
দোষটা মডেল মেহজাবিনের না; আমাদের কর্পোরেট সিস্টেমের।।
কর্পোরেট আমাদের মডেলদের শুধু পণ্য নয়; মেধাশুন্যও বানাচ্ছে ।।
কর্পোরেট ওয়াল্ড যেহেতু মানুষকে দু'ধরনের করে রাখতে চায়- পণ্যক্রেতা আর পণ্যবিক্রেতা।
তাই দুপক্ষের সংযোগের জন্য দরকার- ধুমধারাক্কা মডেল।
সে মডেলদের হতে হবে ডলডান্সের পুতুলটির মত; কর্পোরেট তাদের হাতে পণ্য তুলে দিয়ে- নাচাবে, ঝাঁকাবে, মাতাবে। সেজন্য মডেলদের দরকার কেবল- বাঁক, ভাঁজ, চকচকে ত্...বক, মাংসপেশীর হাসি ।।
আর ধ্বংস করে দিতে হবে তার বোধ, চিন্তা, অনুভুতি, সৃষ্টিশীলতা সাধারন মানুষের সাথে সমস্ত সম্পৃক্ততা।
তাকে আড়াল করে রাখতে হবে- উত্তেজক, ঝলমলে শোবিজ জগতে। বানাতে হবে সুপারস্টার, সুপারহিট তারকা। ক্রমশ সে হয়ে পড়ে কর্পোরেট কোম্পানির আধুনিক দাস।
সে উপস্থিত হবে কেবল আধুনিক মিডিয়াতে; সাধারনরা কেবলি তার রুপমুগ্ধ হবে।
সেজন্য এখানে অভিনেতা, অভিনেত্রী, মডেল সবাইকে দুরথেকে
বেশ বড়ো দেখায়; চোখে চমক জাগে; কিন্তু কাছে গেলে ধরা পড়ে তারা অতি ক্ষুদ্র-বামন মাত্র।।
যে কর্পোরেট সিস্টেম
পণ্যপ্রচারের স্বার্থে মডেলদের বানিয়ে রাখে শরীর আর পারপিউম সর্বস্ব প্রতিমূর্তি;
আর চিন্তা-চেতনা-অনুভুতি সবদিকদিয়ে রুপান্তরিত হয় অবিকশিত, অপরিপক্ক বনসাইয়ে।।
সেখানে কোন মডেল তার নিবুদ্ধিতা, বোকামি, মূর্খতার জন্য যতটুক না দায়ী;
তারচে বেশী দায়ী কর্পোরেট সিস্টেম।।
সেজন্য মডেলটির শরীর নিয়ে উপহাস করে; পুরনো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নোংরা আলোচনা করে; আমরা নিজেদের আরও নির্বোধ, অবিবেচক, মূর্খ হিসেবে উপস্থাপিত করছি ।।
০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৭
আহমদ জসিম বলেছেন: আমেন।
২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
অপরিপক্ক বলেছেন: যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না। সূরা নূর ২৪(১৯)
০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৯
আহমদ জসিম বলেছেন: কিন্তু অর্থমোহে তার এইসব শাস্তিকে তোড়াই খেয়ার করে।
৩| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:১৮
বৈশাখী ঝড়® বলেছেন: সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মেহজাবিন শাইখ সিরাজের নামটা পর্যন্ত ঠিকমতো বলতে পারে নাই।বাঙলাদেশের পরিচয়ের একটা মেয়ে ঠিকমতো বাঙলা বলতে পারে না, এইটা কোন ক্রেডিট না। আমরাই মেহজাবিনদেরকে মাথাই তুলে নেচে সময়মতো আছাড় দেই।
এইসব প্রতিযোগিতা আসলেই কতোটা নিরপেক্ষ তাতে যথেষ্ট সন্দেহ থেকে যায়
০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৯
আহমদ জসিম বলেছেন: সত্য কথা।
৪| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পণ্যের মডেল না হয়ে নিজে পণ্য হলেতো আরো বেশি ইনকাম করার সুযোগ থাকে। টাকারই যদি দরকার, সমস্যা কি?
০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:২৮
আহমদ জসিম বলেছেন: এই পুজিঁবাদী সমাজে প্রত্যেক মানুষেই পণ্য অথবা ভোক্তা।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
পথহারা নাবিক বলেছেন: ছাগু পোষ্টের ভিতর পোষ্ট দন্ধ করো!!
ছাগু মুক্ত বাংলাদেশ গড়!!!
তুমি কি কপি পেস্ট ছাড়া পোষ্ট দিতে পারো না হে ছাগু!!
৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৬
ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৫
অপরিপক্ক বলেছেন: সে উপস্থিত হবে কেবল আধুনিক মিডিয়াতে; সাধারনরা কেবলি তার রুপমুগ্ধ হবে।
সেজন্য এখানে অভিনেতা, অভিনেত্রী, মডেল সবাইকে দুরথেকে
বেশ বড়ো দেখায়; চোখে চমক জাগে; কিন্তু কাছে গেলে ধরা পড়ে তারা অতি ক্ষুদ্র-বামন মাত্র
আল্লাহ আমাদের মাবাবাদের নিজেদের সন্তানদের ব্যপারে সচেতন হওয়ার তৌফিক দেন