নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

দেখুন গিনিজবুক অব ওয়ার্ল্ড-এর কিছু উদ্ভট রেকর্ড!

৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫২

পৃথিবীর সব মানুষেই কম-বেশি এক পায়ে দাঁড়াতে পারে। তবে যে সবচেয়ে বেশি ক্ষণ দাঁড়াতে পারে সেই মানুষটা একজন রেকর্ডধারী। তার নাম যুক্ত হতে পারে গিনিজ বুক অব ওয়ার্ল্ড-এ। ঠিক এই রকম যশপ্রার্থী উন্মাদরা প্রতিবছর হাজির হয়, স্পেনের একটা শহরে। সেখানে প্রতিযোগিতা চলে, কে কতক্ষণ হাসতে পারে, কে কতক্ষণ কাঁদতে পারে, কে কতক্ষণ ঘুমাতে পারে, কে কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারে। সত্যি কথা বলতে কি, কে কত উচ্চ শব্দে বায়ুত্যাগ করতে পারে এটারও একটা রেকর্ড আছে। আমার স্মৃতি যদি প্রতারণা না করে, উচ্চ শব্দে বায়ু ত্যাগের রেকর্ডধারী একজন ফরাসি। গিনিজবুক অব ওয়ার্ল্ড-এ রেকর্ড করা ব্যক্তির পাশাপাশি জাতীয়তার পরিচয়ও থাকে। তবে এটাকে দেশ প্রেম বলা যায় না, বড়জোর আত্মপ্রেম বলা যেতে পারে। এই ধরনের উদ্ভট আত্মপ্রেমের খেলাতে মেতেছেন আমাদের সরকারও। ৯৬তে ক্ষমতাই আসার পর দেখতাম খালি বিদেশ থেকে ডিগ্রি আসে, ডিগ্রির ভারে নেত্রী আমার নুয়ে পড়ছে! কিন্তু তার বুদ্ধি বাড়ছে না। এরপর দেখলাম নোবেল বিষয়ক পরশ্রীকাতরতাই কাঁদা ছোঁড়া-ছুড়িতে নেমে গেছেন, সুদি উইনুসের সাথে। এখন দেখছি করপোরেট প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে নেমেছেন রেকর্ড গড়ার খেলায়, প্রথমে মানব পতাকা। তারপর লাখও কণ্ঠে জাতীয় সংগীত। আবার এর সাথে যুক্ত হয়েছে কিছু দল-কানা অবার্চীনও। অথচ এইসব দল-কানাদের আপনে কখনও দেখবেন না, সুন্দরবন রক্ষার প্রশ্নে, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে। তিস্তা নদী কিংবা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। দেশ প্রেম কী এত সস্তা জিনিস?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১

স্পেলবাইন্ডার বলেছেন: ঠিক।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫২

আহমদ জসিম বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

রাকীব হাসান বলেছেন: সহমত

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৩

আহমদ জসিম বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ এইসব দল-কানাদের আপনে কখনও দেখবেন না, সুন্দরবন রক্ষার প্রশ্নে, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে। তিস্তা নদী কিংবা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। দেশ প্রেম কী এত সস্তা জিনিস?

শুধূ সস্তাই নয়-তাকে বানিজ্যিকও করে ফেলছে!!!!!!!!!!!!!!!!!!

কর্পোরেট ষ্টাইলে- আমার সোনার বাংলা গেয়ে পতাকা নেড়ে একটু পরই বসার সময় পশ্চাৎদেশের নীচে ঠাই হয় পতাকার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কি লজ্জ্বা আর দু:খের কথা!

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

আহমদ জসিম বলেছেন: সমমত।

৪| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

এই আমি সেই আমি বলেছেন: বায়ু ত্যাগের রেকর্ড অদ্ভুত এবং হাস্যকর ।
জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের রেকর্ড করা কে আপনি এই সমস্ত হাস্যকর এবং উদ্ভট কর্মকাণ্ডের পর্যায়ে ফেলেন কি করে ।
জামাতিদের জ্বলুনির সাথে আপনার জ্বলুনির পার্থক্য কি একই ?

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

আহমদ জসিম বলেছেন: আপনার প্রশ্নের উত্তর বিদ্রোহী ভৃণ্ড দিয়ে ছেন।

৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: @এই আমি সেই আমি
তিনি কোন পর্যায়ে ফেলেন নি!

বাস্তবটা শুধু তুলে ধরেছেন। আপনি কি কখনো গিনেজ রেকর্ড বুক হাতান নি? বা নেটে দেখেন নি?

একজন আতেল মন্ত্রীর বানিজ্যের বলি যখন চেতনা হয় ! আর তা বুঝেও যারা না বোঝার ভান করে তারাও যে ঐ সুবিধা ভোগী নয় বোকা নয় আতেল তা নিচ্শয়ই আর ভেঙ্গে বলা লাগে না।

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৮

আহমদ জসিম বলেছেন: ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:০৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বালপুষ্ট এতবার দেয়ার কি কারণ? অযথা কেনো প্রথম পাতাটা নষ্ট করেন, দোহাই লাগে আপনার, প্লিজ এরকম করবেন না। সত্যি কথা বলতে কি সামুতে অনেকদিন কিন্তু আপনার মত নির্লজ্জ খুব কম দেখেছি।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:৪৭

আহমদ জসিম বলেছেন: ভাই, অনেক আজেবাজে পোস্টের করণেতো প্রথম পাতা নষ্ট হয়, সেই বিবেচনায় একটা ভাল পোস্ট বার বার দিলে ক্ষতি কী?

৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

এই আমি সেই আমি বলেছেন: হাস্যকর , উদ্ভট ব্যাপার নিয়ে গিনেস বুকের আদলে একটা প্রতিযোগিতা হয় । জাতীয় সংগীত গেয়ে গিনেস বুকে নাম উঠাবার ক্ষেত্রে দুর্নীতি , অনিয়ম যা কিছু হয়েছে তা নিয়ে আমরা অবশ্যই স্মালোচনা করব , করছি । কিন্তু দুই প্রতিযোগিতাকে এই ফাকে এক করে ফেলা জাতীয় সংগীত এবং জাতীয় পতাকার প্রতি আপনার এই পোস্ট ছাগ্লামি আর চুল্কানি প্রকাশ পায় ।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

আহমদ জসিম বলেছেন: দেশ প্রেম কোন প্রতিযোগিতার বিষয় নয়, চেতনার বিষয়। আমি আমাদের চেতনা নিয়ে বাণিজ্য করণের বিরোধীতা করছি মাত্র।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মিটন আলম বলেছেন: সহমত

২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আহমদ জসিম বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৯| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: কোন সরকার প্রধান সবচেয়ে বেশী ডক্টরেট ডিগ্রী করেছেন ?

১০| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ এইসব দল-কানাদের আপনে কখনও দেখবেন না, সুন্দরবন রক্ষার প্রশ্নে, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে। তিস্তা নদী কিংবা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। দেশ প্রেম কী এত সস্তা জিনিস?

শুধূ সস্তাই নয়-তাকে বানিজ্যিকও করে ফেলছে!!!!!!!!!!!!!!!!!!

কর্পোরেট ষ্টাইলে- আমার সোনার বাংলা গেয়ে পতাকা নেড়ে একটু পরই বসার সময় পশ্চাৎদেশের নীচে ঠাই হয় পতাকার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কি লজ্জ্বা আর দু:খের কথা!

১১| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৩

ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.