![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্নেকে দেখতে যাচ্ছিলাম হাসপাতালে। তখনও জানতাম না, সমস্যা আসলে মারাত্ব কিছু নয়, তাই যাবার সময় উৎকণ্ঠাতো ছিলই। এরমধ্যে ট্রাফিক-পুলিশ মাঝ পথে সিএনজি দিল থামিয়ে। দুপুরের হাঁসফাঁস করা রোদ আর দীর্ঘক্ষণ সিএনজিতে অপেক্ষা।পাশের সিএনজিতে প্রসব যন্ত্রণাতে কাতরাচ্ছে এক নারী। সেই সিএনজি ড্রাইবারসহ আমরা বার কয়েক অনুরোধ করলাম নিদেন পক্ষে এই গাড়িটা যেতে দিন, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। পুলিশের সেই এক কথা: ক্রিকেটার-এর গাড়ি পাস না করা পর্যন- কাউকে যেতে দেওয়া হবে না! তারপর সিএনজি ড্রাইবার শুরু করল তার খিসি- খেউর: যে দেশে দিন দুপুর মানুষ খুন হয়, খুনের বিচার হয় না। যে দেশে সরকার জনগণের কোন নিরাপত্তা দিতে পারে না, হে দেশে আমার বালের খেলার এত নিরাপত্তা। এটারে আমি বাংলাদেশ কই না, কই ভাঙা দেশ! এরেই কয়, কুত্তাই চোদে না, নাম তুইছে মধুর মা। যে দেশের মানুষের পেটে ভাত নাই, জীবনের নিরাপত্তা নাই, হে দেশে আবার খেলা আর খেলোয়াড়ের নিরাপত্তা আর!
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
আহমদ জসিম বলেছেন: যেখানে নিরাপত্তাটা বেশি জরুরি সেখানে আবার কোন নিরাপত্তা নাই, থাকলে দিন দুপুরে জঙ্গী কেমনে ছিনতাই হয়।
২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে অদক্ষ দুর্নীতিবাজ প্রশিক্ষনহীন অশিক্ষিত পুলিশ হল বাং...
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
আহমদ জসিম বলেছেন: যে দেশের শাসক অদক্ষ সেই দেশে পুলিশ কী করে দক্ষ হবে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৯
শহুরে কাউয়া বলেছেন:
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
আহমদ জসিম বলেছেন: হি হি হি!
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
ভীতু সিংহ বলেছেন: এই জন্যই ব্রাজিলের মানুষ নিজ দেশে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করছে। কবে যে বাঙ্গালীর হুস হবে।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৫১
আহমদ জসিম বলেছেন: আমিও ঠিক বুঝতে পারছি না।
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
হেডস্যার বলেছেন:
নিরাপত্তার নামে রাস্তা বন্ধ করে যা হচ্ছে সেটা বাড়াবাড়ি।
মিরপুরে কোন খেলা হলে মিরপুর এবং তার আশেপাশের এলাকার মানুষকে কি পরিমান ভোগান্তি পোহাতে হয় সেটা একমাত্র ভুক্তভোগী জানে।
জঘন্য খারাপ অবস্থা। ১১ নম্বর থেকে ১ নাম্বার যেতে এবং ফেরত আসতে লাগছে ২ ঘন্টা....চিন্তা করা যায় !!
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৫২
আহমদ জসিম বলেছেন: মানুষের জন্য খেলা, খেলার জন্য মানুষ নয়।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৬
আমিই মিসিরআলি বলেছেন: একটা কথা আছে না,
''ছাল নাই কুত্তার বাঘা তার নাম''
০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১
আহমদ জসিম বলেছেন: ভালই বলেছেন।
৭| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৩
ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত সব তুঘলকি কান্ড চলছে দেশে!!!!!!!!!!!!!!!!!!!
খেলা ২ নম্বরে.. রাস্তা বন কইরা রাখতে সংসদ থেকে ১০ পর্যন্ত!!!
আরে আবাল ডিএমপির দল- কুন সন্ত্রাসী এই পথে বাসে কইরে যাইব আকাম করতে।
বাস চলতে দিচ্ছে না অথচ বাকী সব কার্ভাড ভ্যান, ট্রাক লরি সব চলছে!!!!
এক্সপ্লোসিভ নিয়ে গেলে তো ঐ গুলাই যথার্থ বাহন!
পাবলিক বাসে কি আর বোম নিয়া যাবে নাকি? না রকেট লাঞ্চার মারবে বাসে বইসে!!!!!
শালার খেলায় সব গন্ডুষ! জিতলেও না হয় মনেরে মানাইতাম -এই জয়ের পিছনে আমাদেরও ত্যাগ আছে!