![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের পাড়াতে পিডিবির অভিযান চলছে, অভিযানের উদ্দেশ্য অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করা। আমি নিশ্চিত আমাদের মতো ছা-পোষা মধ্যবিত্তরা বিদ্যুৎ বিল বকেয়া করা কিংবা অবৈধ সংযোগ নেওয়ার সাহস দেখাতে পারে না। তবুও তারা ঢুকল আমার বাড়িতে। আমার বোনের মিটার দেখে দাবি করল বকেয়া আছে, ৩০০০টাকা দিতে হবে, নয়তো সংযোগ বিচ্ছিন্ন। আমি নিশ্চিত কোন বকেয়া নেই, কথাটা বুঝিয়ে বলেছি মাত্র, সাথে সাথে পিডিবি’র তরুণ কর্মকর্তা আমাকে হুমকি দিয়ে বলে উঠল: মিয়া বেশি বাড়বাড়ি করলে আপনার মিটারও অবৈধ সংযোগ আবিষ্কার করব। ঘরে গিয়ে চুপচাপ বসে থাকুন। জি, আমি সত্যিই লেজগুটিয়ে ঘরে ঢুকে পড়লাম, আর যে বোনের মিটারে বকেয়া আবিষ্কার করা হলো সেই বোনের ছেলে, যুবলীগ নেতাকে ফোনে সব কথা খুলে বললাম। মুহূর্তের মধ্যে ভাগ্নে আমার হাজির। নিজের রাজনৈতিক পরিচয়টা দিয়ে কর্মকর্তার মুখে কষে দুইটা চড় দিল, আর বলল বেয়াদবি করার অপরাধে ত্রিশ হাজার টাকা দিতে হবে নয়তো গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হবে। না, টাকা দিতে হয় নিই, হাতে-পায়ে ধরে পার পেল। কিন' আমরা যারা ক্ষমতাসীন দলের নেতা নয়, তাদের বৈধ সংযোগ অবৈধ হয়ে যাবার শঙ্কাতো থেকেই গেল!
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১১
আহমদ জসিম বলেছেন: ঠিক বলেছেন ভাই।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৫
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে অসভ্য দুর্ণীতিবাজ নীতিহীন জাতি আমরা!
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১২
আহমদ জসিম বলেছেন: মনে হয় কথাটা মিথ্য নয়।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০১
সোহেল সি এস ই বলেছেন: ভাই, আপনার মিটার কোন এলাকার? মানে আপনি পিডিবি'র কোন অফিসের গ্রাহক?
০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২
আহমদ জসিম বলেছেন: ভাই, ভয় করছে। আপনে পিডিবি লোক নয়তো? কিংবা ছাত্রলীগের ক্যাডার!
৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১
মদন বলেছেন: বাহ
০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
আহমদ জসিম বলেছেন: কোনটার জন্য বাহ?
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৩
হু-কেয়ারস বলেছেন: জানি এতো সহজ না তারপর ও কোনভাবে কী এইসব ভিডিও করা যায় না? যদি ও এটার রি-একশন সরকার এর তরফ থেকে ভাল হবে না জানা কথা।
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৪
আহমদ জসিম বলেছেন: কোন কাজ হবে বলে মনে হয় না, তাই কখনও চিন্তাও করিনি।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৫
ইমাম হাসান রনি বলেছেন: কি অদ্ভুত এক দেশ
যে জাতির মানুষ সভ্য না সেই জাতি সভ্য হয় কেম্নে
৭| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৩
ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ!!!!!! ভালতো ভাল না।
সবাই একটা অন্তত জয় বাংলা সমন্ধ রাখতেই হবে! নইলে এই তুঘলকি হাম্বা আমলে আশংকার মাঝেতো থাকতেই হবে। হবে না!!!!
কি অদ্ভুত!
আইনের শাসন, গনতন্ত্র! আহ ! কি নির্মম পরিহাস !!!!!!